ব্লু আধার কার্ড কী? কখন এবং কীভাবে আবেদন করবেন জেনে নিন

আধার কার্ডের (Aadhaar Card) সাথে আমরা সকলেই পরিচিত। এটি বর্তমানে ভারতের সর্বত্র প্রযোজ্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। বয়স ১ হোক বা ৮০, প্রতিটি ভারতীয় নাগরিকের কাছে পরিচয় এবং ঠিকানার প্রমাণপত্র হিসেবে আধার কার্ড থাকা একান্ত আবশ্যক। আর সেই কারণেই, UIDAI ওরফে ‘ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া’ পাঁচ বছরের কম বয়সী শিশুদের জন্য চালু করেছে ‘বাল আধার’ বা ব্লু আধার (‘Baal Aadhaar’ বা ‘Blue Aadhaar’) কার্ড। কিন্তু এই কার্ডটি সম্পর্কে আমাদের অনেকেরই বিশদে তেমন কিছু জানা নেই। তাহলে আসুন, এই ব্লু আধার কার্ড সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য একটু জেনে নেওয়া যাক।

Baal Aadhaar বা Blue Aadhaar কী

মূলত পাঁচ বছরের কম বয়সী শিশুদের পরিচয়ের প্রমাণপত্র হিসেবে এই নীল রঙের ‘বাল আধার’ কার্ডটি ব্যবহার করা যাবে। যদি কেউ তাদের সন্তানকে ‘বাল আধার’ কার্ডের জন্য নথিভুক্ত করতে চান, তবে তার জন্ম শংসাপত্র (birth certificate) এবং পিতা বা মাতার মধ্যে যে কোনো একজনের আধার কার্ড নম্বর জমা দিতে হবে। পাঁচ বছরের কমবয়সী শিশুদের আধার কার্ডের জন্য কোনো বায়োমেট্রিক ডেটার (ফিঙ্গারপ্রিন্ট বা রেটিনা স্ক্যান) প্রয়োজন নেই।

ব্লু আধার কার্ড পেতে গেলে কী করতে হবে?

• সর্বপ্রথম UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান। 
• ‘Aadhaar Card registration’ অপশনটি সিলেক্ট করুন।
• শিশুর নাম, পিতামাতার ফোন নম্বর, ই-মেইল অ্যাড্রেস সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্যগুলি এন্টার করুন।
• তারপর ঠিকানা, জেলা এবং রাজ্যের নাম সহ অন্যান্য ডেমোগ্রাফিক ডিটেলস এন্টার করুন। 
• এরপর ফিক্সড অ্যাপয়েন্টমেন্ট ট্যাবে ক্লিক করুন এবং আধার কার্ডের জন্য নিবন্ধনের (registration) তারিখ নির্ধারণ করুন।


বর্তমানে নাবালক ও নবজাতক সহ ভারতের যে কোনো বাসিন্দা আধার কার্ডের জন্য রেজিস্ট্রেশন করতে পারেন। সহজ ভাষায় বললে, বাল আধার নবজাতক সহ পাঁচ বছরের কম বয়সী শিশুদের জন্য এবং আধার কার্ড প্রাপ্তবয়স্কদের জন্য। আপনার বাচ্চার বয়স যদি পাঁচ বছরের কম হয়, তাহলে তার আধার কার্ডের জন্য অনলাইন এবং অফলাইন উভয় পদ্ধতির মাধ্যমেই আবেদন করতে পারেন। তবে উভয় ক্ষেত্রেই আপনাকে নিকটতম আধার এনরোলমেন্ট সেন্টারে যেতে হবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন