Sale: Tablet কেনার সেরা সময়, এই ৬টি ব্র্যান্ডেড মডেলে দুর্দান্ত ডিসকাউন্ট দিচ্ছে Amazon

পূর্ব ঘোষণা মতোই গতকাল অর্থাৎ ৪ঠা আগস্ট থেকে Amazon Great Freedom Festival Sale 2023 শুরু হয়েছে। জনপ্রিয় অনলাইন শপিং প্ল্যাটফর্মটি স্বাধীনতা দিবস উপলক্ষে কয়েকদিন আগে থেকেই এই বিশেষ বিক্রয় পর্বের আয়োজন করেছে, যা আগামী ৮ই আগস্ট পর্যন্ত লাইভ থাকবে। সেক্ষেত্রে প্রতিবারের মতো এই চলতি সেলেও যে বিভিন্ন প্রোডাক্ট Amazon India থেকে দুর্দান্ত ছাড়ে কেনা যাবে, তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখেনা! এমতাবস্থায় আপনি যদি হালফিলে স্মার্টফোনের থেকে একটু বেশি সুবিধা পেতে একটি ট্যাবলেট কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে বাজেট এবং ফিচার কোনো কিছু নিয়েই চিন্তার প্রয়োজন নেই। কারণ Amazon Sale-এ প্রতিটি দামের বা রেঞ্জের ট্যাবলেট বিশাল ছাড়ে পাওয়া যাচ্ছে। এখানে আমরা জনপ্রিয় এবং ব্র্যান্ডেড ট্যাবলেটে উপলব্ধ কয়েকটি সেরা অফার সম্পর্কে বলব, যা দেখে আপনি সিদ্ধান্ত নেবেন কোন মডেল আপনার জন্য মানানসই হবে।

এই ৬টি ব্র্যান্ডেড ট্যাবলেট পাবেন দারুণ ছাড়ে, Amazon দিচ্ছে ধামাকা অফার

১. Lenovo Tab M9: এই ট্যাবের ৪ জিবি ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এমআরপি (MRP) ২১,০০০ টাকা, তবে অ্যামাজন গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল সেলে এটি ১৩,৯৯৯ টাকায় বিক্রির তালিকাভুক্ত হয়েছে। অন্যদিকে ব্যাঙ্ক অফারে এটি ১১,৯৯৯ টাকায় কেনা যাবে। মিলবে ১৩,২০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসও।

ফিচার বলতে, লেনোভোর ট্যাবলেটটিতে ৯ ইঞ্চি ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও জি৮০ প্রসেসর এবং ১৩ ঘন্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক টাইম পাওয়া যাবে।

২. Honor Pad X9: এর ৪ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ২৫,৯৯৯ টাকা হলেও সেলে এটি ১৪,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে ব্যাঙ্ক অফারে ট্যাবলেটটি ১২,৯৯৯ টাকায় কেনা যাবে। অ্যামাজন এতে ১৪,১০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসও দিচ্ছে।

এই ট্যাবলেটে ১১.৫ ইঞ্চি ২কে (2K) ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর, ৭ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১৩ ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ বিদ্যমান।

৩. Oppo Pad Air: এটি ওপ্পোর একমাত্র ট্যাব, যার ৪ জিবি ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি এখন ১৪,৯৯৯ টাকায় কেনা যাচ্ছে, এর দাম এমনিতে ২৯,৯৯৯ টাকা। ব্যাঙ্ক অফারে এটিতে আরও ২,০০০ টাকা এবং এক্সচেঞ্জে ১৪,১০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে।

ট্যাবলেটটিতে ১০.৩৬ ইঞ্চি ২কে ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর এবং ১৫ ঘন্টা পর্যন্ত ভিডিও কলিংয়ের ব্যাটারি ব্যাকআপ মিলবে।

৪. Samsung Galaxy Tab A8: এর ৪ জিবি ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি সেলে ২৩,৯৯৯ টাকার বদলে ১৪,৯৯৯ টাকায় কেনা যাবে। ব্যাঙ্ক অফারে মিলবে অতিরিক্ত ২,০০০ টাকা ছাড়, যেখানে অ্যামাজন এটিতে ১৪,১০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস দেবে।

এই ডিভাইসে ১০.৫ ইঞ্চি ডিসপ্লে, ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট এবং ৭,০৪০ এমএএইচ ব্যাটারি রয়েছে।

৫. Moto Tab G70 LTE: ডিসকাউন্টে এটি ১৬,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে, সাথে আছে ২,০০০ টাকার ব্যাঙ্ক অফার এবং ১৬,১০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারের সুবিধা। এর এমআরপি কিন্তু ৩৫,০০০ টাকা।

এটি ১১ ইঞ্চি ২কে ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও জি৯০টি প্রসেসর এবং ১৫ ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করবে।

৬. Redmi Pad: এটি ভারতের সবচেয়ে সস্তা ট্যাব, যা অ্যামাজনে এখন ১৭,৯৯৯ টাকায় মিলছে। এর এমআরপি ২৮,৯৯৯ টাকা। এক্ষেত্রে আপনি ২,০০০ টাকার ব্যাঙ্ক অফার এবং ১৭,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসের সুবিধা কাজে লাগাতে পারবেন।

এতে রয়েছে ১০.৬১ ইঞ্চি ২কে ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর, কোয়াড স্পিকার এবং ২১ ঘণ্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক টাইম।