India vs Pak Live: ভারত বনাম পাকিস্তান লাইভ ম্যাচ কখন ও কিভাবে দেখবেন

India Vs Pakistan T20Is Live Streaming Free: আজ এশিয়া কাপের সুপার ফোর রাউন্ডের ম্যাচে মুখোমুখি ভারত ও পাকিস্তান। দুই প্রতিবেশী রাষ্ট্র এর আগে গ্রুপ লিগে মুখোমুখি হয়েছিল, সেখান জয়লাভ করেছিল ভারত। ফলে আজকের এই ম্যাচে পাকিস্তান ঘুরে দাঁড়াতে চাইবে। ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটা থেকে দুবাই ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচ শুরু হবে। চোটের কারণে ইতিমধ্যেই ভারতীয় দল থেকে ছিটকে গেছেন রবীন্দ্র জাদেজা এবং আভেশ খান জ্বরে ভুগছেন বলে জানা গেছে। এদিকে পাকিস্তানের শাহনাওয়াজ দাহানি এই ম্যাচ থেকে ছিটকে গেছেন।

আপনি একজন ক্রিকেট প্রেমী হলে নিশ্চয়ই ভারত বনাম পাকিস্তান ম্যাচ দেখতে ভুল করবেন না। কিন্তু কোথা থেকে দেখবেন? এই প্রতিবেদনে আমরা কোন দেশে কারা আজকের ম্যাচের লাইভ টেলিকাস্ট করবে, তাদের নাম জানাবো।

ভারত বনাম পাকিস্তান ম্যাচ লাইভ ভারত থেকে কীভাবে দেখবেন (Where to watch India vs Pakistan in India)

ভারতে এশিয়া কাপের ম্যাচ দেখানোর অধিকার রয়েছে স্টার স্পোর্টস (Star Sports) এর দখলে। তাই স্টার স্পোর্টস এর টিভি চ্যানেলগুলির মাধ্যমে ভারত বনাম পাকিস্তান ম্যাচ লাইভ দেখতে পারবেন। এছাড়া হটস্টারের (Hotstar) মাধ্যমে এই ম্যাচ লাইভ দেখা যাবে।

ভারত বনাম পাকিস্তান লাইভ ম্যাচ বাংলাদেশ থেকে কীভাবে দেখবেন (Where to watch India vs Pakistan in Bangladesh)

আজকের ভারত – পাক ম্যাচ বাংলাদেশে Gazi TV লাইভ টেলিকাস্ট করবে। বাংলাদেশে স্থানীয় সময় রাত ৮টা থেকে ম্যাচ শুরু হবে।

ভারত বনাম পাকিস্তান ম্যাচ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড থেকে লাইভ কীভাবে দেখবেন (Where to watch India vs Pakistan in Australia and New Zealand)

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড এর মতো দেশে এশিয়া কাপ ২০২২ এর ম্যাচ দেখানোর স্বত্ব রয়েছে Yupp TV এর দখলে। ভারত ও পাকিস্তানের ম্যাচ এর মাধ্যমে দেখতে পারবেন।

ভারত বনাম পাকিস্তান ম্যাচ লাইভ আমেরিকা ও ব্রিটেন থেকে কীভাবে দেখবেন (Where to watch India vs Pakistan in USA & UK)

ইউএস ও‌ ইউকে তে ভারত বনাম পাকিস্তান ম্যাচ দেখা যাবে হটস্টার থেকে।

ভারত বনাম পাকিস্তান ম্যাচ সম্ভাব্য একাদশ (IND vs PAK Match Probable XIs)

ভারতীয় দল: রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলি, সুরিয়া কুমার যাদব, ঋষভ পান্ত/ দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, আক্সার প্যাটেল, ভুবনেশ্বর কুমার, আভেশ খান/আর অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, আরশদীপ সিং

পাকিস্তান দল : মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), বাবর আজম, ফখর জামান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, শাদাব খান, আসিফ আলী, মোহাম্মদ নওয়াজ, হারিস রউফ, হাসান আলি, নাসিম শাহ