তুখোড় লুক ও অসীম শক্তি নিয়ে হাজির Aprilia RS 457, মন জয় করবে প্রথম দর্শনেই

বিশ্ববাজারে সদ্য উন্মোচিত মেড-ইন-ইন্ডিয়া RS 457 স্পোর্টস বাইক এবারে ভারতে নিয়ে এল এপ্রিলিয়া (Aprilia)। ফলে দীর্ঘদিন বাদে দেশের মোটরসাইকেল মার্কেটে নতুন ভাবে যাত্রা শুরু করতে চলেছে ইতালির সংস্থাটি। ভারতে এপ্রিলিয়ার প্রকৌশলী দলের সহায়তায় ইতালিতে সদরদপ্তরে RS 457-এর ডিজাইন করা হয়েছে। বাইকটি উৎপাদন হবে দেশের মাটিতেই।

এপ্রিলিয়া তাদের এই মোটরসাইকেলটি তাদের মালিক সংস্থা পিয়াজিওর বারামতির কারখানায় তৈরি করবে। MotoGP Bharat শুরু হওয়ার প্রাক্কালে Aprilia RS 457-এর উন্মোচন যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এর আগে জল্পনা শোনা গিয়েছিল, বাইকটি এদেশে RS 440 নামে আসবে। যা সংস্থার RS 660-এর থেকে অনুপ্রাণিত। কিন্তু বড় ইঞ্জিন থাকার কারণে নাম পরিবর্তন করা হয়েছে।

Aprilia RS 457 : ডিজাইন ও ফিচার্স

ডিজাইনের প্রসঙ্গে বলতে গেলে, নতুন RS 457-এ দেওয়া হয়েছে RS 660-এর ফুল-ফেয়ারিং বডি, ট্রাই-এলইডি হেড ল্যাম্প ক্লাস্টার, অ্যালুমিনিয়াম ট্রিপল ক্ল্যাম্প, লো-সেট ক্লিপ অন হ্যান্ডেলবার, সাইড প্যানেলে এয়ার ভেন্ট, উঁচু টেল সেকশন, স্প্লিট সিট এবং আন্ডারবেলি এগজস্ট।

বাইকটির ফিচারের তালিকায় রয়েছে একটি ৫ ইঞ্চি টিএফটি স্ক্রিন সহ থ্রি-লেভেল সুইচেবল ট্রাকশন কন্ট্রোল সিস্টেম, ব্যাকলিট সুইচগিয়ার, রাইড-বাই-ওয়্যার, অল এলইডি ইলুমিনেশন, ব্লুটুথ কানেক্টিভিটি, সুইচেবল রিয়ার এবিএস, কুইক শিফ্টার (অপশনাল)।

Aprilia RS 457 : হার্ডওয়্যার ও ইঞ্জিন স্পেসিফিকেশন

Aprilia RS 457 পেরিমিটার ফ্রেমে তৈরি। সাথে রয়েছে ১২০ মিমি ট্রাভেল সহ ৪১ মিমি ইউএসডি ফ্রন্ট ফর্ক এবং ১৩০ মিমি ট্রাভেল সহ রিয়ার মোনোশক। ব্রেকিংয়ের দায়িত্ব পালন করতে ByBre রেডিয়াল-মাউন্টেড ফোর পিস্টন ক্যালিপার সহ সামনে ৩২০ মিমি ডিস্ক এবং সিঙ্গেল পিস্টন ফ্লোটিং ক্যালিপার সহ পেছনে ২২০ মিমি ডিস্ক ব্রেক বর্তমান। ডুয়েল চ্যানেল এবিএস স্ট্যান্ডার্ড।

পারফরম্যান্সের কথা বললে, Aprilia RS 457-এ যা হয়েছে একটি ৪৫৭ সিসি লিকুইড কুল্ড, টুইন সিলিন্ডার, ফোর-ভাল্ভ ইঞ্জিন। যা থেকে সর্বোচ্চ ৪৭ বিএইচপি ক্ষমতা উৎপন্ন হবে। স্পোর্টস বাইকটির দাম এখনও ঘোষণা করেনি এপ্রিলিয়া। তবে সেটা ৪.৫০ লক্ষ টাকার (এক্স-শোরুম) আশেপাশে থাকবে বলেই অনুমান।