Samsung Galaxy Z Flip 5: স্ক্রিন মাঝখান থেকে ভাঁজ করা যাবে, প্রকাশ্যে নতুন গ্যালাক্সি ফোনের ডিজাইন

Samsung Galaxy Z Flip 5 এ মাসের শেষে Galaxy Z Fold 5 সহ কয়েকটি নতুন স্মার্টফোনের সঙ্গে দক্ষিণ কোরিয়ায় আয়োজিত কোম্পানির পরবর্তী গ্যালাক্সি আনপ্যাকড (Galaxy Unpacked) ইভেন্টে লঞ্চ হতে চলেছে। ফোনটি তার পূর্বসূরির তুলনায় একাধিক বিভাগে উল্লেখযোগ্য আপগ্রেড অফার করবে। এটি বড় ফোল্ডার-আকৃতির কভার ডিসপ্লে এবং শক্তিশালী Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসরের সাথে আসবে। দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি Galaxy Z Flip-এ একটি নতুন ড্রপলেট-স্টাইলের হিঞ্জ বা কব্জা দিয়ে আগের মডেলের কব্জাটি রিপ্লেস করবে, যা ফোল্ড করার সময় ফোনের দুই অংশের মধ্যে ব্যবধান আরও কমাতে সক্ষম হবে। এবার Samsung Galaxy Z Flip 5-এর ডামি মডেলের কিছু ছবি অনলাইনে ফাঁস হয়েছে, যা দেখিয়েছে যে আগের মডেলের মতোই এতেও হিঞ্জ গ্যাপ বজায় থাকবে। ছবিগুলি আর কি কি গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করলো, জেনে নেওয়া যাক।

Samsung Galaxy Z Flip 5 এর ডামি মডেলের ছবি লিক

স্ল্যাশলিক স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৫-এর ডামি ইউনিটের ছবি এবং একটি সংক্ষিপ্ত ভিডিও প্রকাশ করেছে। ছবিতে দুটি ক্যামেরা মডিউল সহ ফোনটির বাইরে বড় ও অভিনব ফোল্ডার আইকন-আকৃতির কভার ডিসপ্লে দেখা গেছে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থেকে কব্জা পর্যন্ত বাকি ডিজাইনটি গত বছরের মডেলের মতো বলেই মনে হচ্ছে।

ফাঁস হওয়া ছবি এবং ভিডিওগুলি দেখায় যে ভাঁজ করা অবস্থায় স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৫-এর স্ক্রিনের মধ্যকার ফাঁকটি এখনও বেশ দৃশ্যমান। স্যামসাং এই হ্যান্ডসেটে একটি নতুন ড্রপলেট-স্টাইলের হিঞ্জ ডিজাইন ব্যবহার করবে বলে শোনা যাচ্ছিল। যা ডিসপ্লে ভাঁজ করার জন্য বেশি জায়গা রাখবে, ফলে গ্যাপ কমাতে সাহায্য করবে। তবে ডামিগুলি দেখায়, নতুন হিঞ্জ ডিজাইনে গ্যাপটি এখনও দৃশ্যমান। এটি কিছু স্যামসাং অনুরাগীদের জন্য হতাশাজনক খবর, যারা জেড ফ্লিপ ৫-এর থেকে আরও উন্নততর ফোল্ডিং এক্সপেরিয়েন্স আশা করছিলেন।

তবে মনে রাখবেন, আপকামিং Samsung Galaxy Z Flip 5-এর ডামি ইউনিটগুলি আসল মডেলগুলির থেকে আলাদা হতে পারে, তাই ক্রেতারা যে অরিজিনাল মডেল কিনছেন তাতে এই হিঞ্জ গ্যাপটি দৃশ্যমান নাও হতে পারে। প্রসঙ্গত, আগামী ২৬ জুলাই দক্ষিণ কোরিয়ায় বহু প্রতীক্ষিত Samsung Galaxy Z Flip 5 এবং Z Fold 5-এর পাশাপাশি, Galaxy Watch 6 লাইনআপের স্মার্টওয়াচ এবং Galaxy Tab S9 সিরিজের ট্যাবলেট লঞ্চ করা হবে৷