মধ্যবিত্তের বাজেটে দমদার মডেল, iQOO এর নতুন 5G ফোনের ফিচার্সে দিল খুশ হয়ে যাবে

আইকো সম্প্রতি চীনে তাদের লেটেস্ট Z7 সিরিজের অধীনে iQOO Z7i, iQOO Z7x এবং iQOO Z7 স্মার্টফোনগুলি উন্মোচন করেছে। কোম্পানিটি একইসাথে ভারতের বাজারে চীনা সংস্করণের থেকে ভিন্ন স্পেসিফিকেশন সহ স্ট্যান্ডার্ড iQOO Z7 লঞ্চ করেছে। একটি সাম্প্রতিক রিপোর্টে প্রকাশ করা হয়েছে যে, চীনের iQOO Z7-কে ভারতীয় বাজারে iQOO Z7 Pro 5G হিসাবে রিব্র্যান্ড করা হবে। আর এখন একটি সূত্রের তরফে জানা গেছে যে, iQOO Z7x আগামী মাসেই ভারতে আত্মপ্রকাশ করবে। আসুন এবিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

iQOO Z7x ভারতে আসছে আসন্ন এপ্রিলেই

প্রাইসবাবা জানিয়েছে, আইকো জেড৭এক্স ৫জি এপ্রিলের মাঝামাঝি সময়ে ভারতে লঞ্চ হবে। এই ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০ চিপসেট দ্বারা চালিত স্ট্যান্ডার্ড আইকো জেড ৭-এর থেকে সস্তা হবে। দাম ১৪,০০০ টাকা থেকে ১৬,০০০ টাকার মধ্যে থাকতে পারে। এটি ব্ল্যাক, ব্লু এবং অরেঞ্জ- এই তিনটি কালার অপশনে বাজারে আসবে বলে আশা করা হচ্ছে।

এছাড়াও, দাবি করা হয়েছে যে আইকো জেড৭এক্স ৫জি-এর ভারতীয় সংস্করণটি তার চীনা ভ্যারিয়েন্টের মতো একই স্পেসিফিকেশন অফার করবে। তবে এটি ধীরগতির চার্জিং সাপোর্টের সাথে আসতে পারে। জানিয়ে রাখি, চীনে উপলব্ধ জেড৭এক্স ৫জি ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এটি ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া গেলেও, এদেশে সম্ভবত আইকো জেড৭এক্স ৫জি শুধুমাত্র ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনে মিলবে।

iQOO Z7x 5G-এর স্পেসিফিকেশন

চীনে লঞ্চ হওয়া আইকো জেড৭এক্স ৫জি-তে ৬.৬৪ ইঞ্চির আইপিএস এলসিডি প্যানেল রয়েছে, যা ফুলএইচডি+ রেজোলিউশন, ১৯:৯ অ্যাসপেক্ট রেশিও এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে৷ ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ চিপসেট দ্বারা চালিত, যার সাথে সর্বাধিক ৮ জিবি এলপিডিডিআর৪এক্স র‍্যাম এবং ২৫৬ জিবি ইউএফএস ২.২ স্টোরেজ যুক্ত রয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করে।

ফটোগ্রাফির জন্য, iQOO Z7x 5G-এর ব্যাক প্যানেলে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেলের ডেপ্থ দ্বারা গঠিত ডুয়েল-ক্যামেরা ইউনিট উপস্থিত রয়েছে। আর ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য, Z7x 5G ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এছাড়া নিরাপত্তার জন্য, এতে একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও অন্তর্ভুক্ত রয়েছে।