Oppo K11 5G: চার্জিং থেকে ডিসপ্লে-ক্যামেরা, ওপ্পো-র নতুন স্মার্টফোনে থাকছে ঠাসা ফিচার্স

ওপ্পো এবছর মে মাসে চীনে তাদের K-সিরিজের লেটেস্ট মডেল হিসাবে Oppo K11x লঞ্চ করেছে। এই হ্যান্ডসেটটি Qualcomm Snapdragon 695 5G প্রসেসর ও ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা সেটআপ সহ এসেছে। গত মাসে চীনা কম্পালসারি সার্টিফিকেশন (3C) এবং টেনা (TENAA) সার্টিফিকেশন ওয়েবসাইটে স্ট্যান্ডার্ড Oppo K11 5G ফোনটিকে দেখা গিয়েছিল। এটি গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মেও উপস্থিত হয়েছে। ওপ্পো পরে ঘোষণা করেছে যে, তারা আগামী ২৫ জুলাই চীনে K11 মডেলটি লঞ্চ করবে। পাশপাশি কোম্পানি একাধিক টিজারের মাধ্যমে আসন্ন স্মার্টফোনটির প্রসেসর, র‍্যাম, স্টোরেজ এবং ডিজাইন প্রকাশ করেছে। আর এখন আরেকটি প্রোমোশনাল টিজারে Oppo K11 5G-এর ডিসপ্লে স্পেসিফিকেশনও ঘোষণা করা হয়েছে।

প্রকাশিত হল Oppo K11 5G-এর ডিসপ্লের বিবরণ

ওপ্পো দ্বারা প্রকাশিত টিজার প্রকাশ করেছে যে নতুন ওপ্পো কে১১ ৫জি-তে ওলেড (OLED) ডিসপ্লে প্যানেল ব্যবহৃত হবে। যদিও, কোম্পানি ডিসপ্লের আকার প্রকাশ করেনি। তবে টিজার থেকে জানা গেছে যে, স্ক্রিনটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৯৩.৪% স্ক্রিন-টু-বডি রেশিও, ১,১০০ নিট সর্বোচ্চ উজ্জ্বলতা, ১.০৭ বিলিয়ন কালার ও এইচডিআর১০+ সার্টিফিকেশন অফার করবে।

কোম্পানি দাবি করেছে যে, ওপ্পো কে১১ ৫জি-এর ডিসপ্লেটিতে টিইউভি রাইনল্যান্ড (TÜV Rheinland) হার্ডওয়্যার-লেভেল লো ব্লু লাইট সার্টিফিকেশন রয়েছে। ডিভাইসটি ২,১৬০ হার্টজ হাই-ফ্রিকোয়েন্সি পিডাব্লিউএম ডিমিং সাপোর্ট করবে। স্ক্রিনটি সঠিক অটোমেটিক ব্রাইটনেস অ্যাডজাস্টমেন্ট প্রযুক্তিও সমর্থন করবে। ওপ্পো ডিসপ্লেটিকে একটি ফ্ল্যাট প্যানেল দ্বারা সজ্জিত করবে। এতে ফ্রন্ট ক্যামেরার জন্য একটি কেন্দ্রীভূত পাঞ্চ-হোল কাট-আউটও থাকবে। আসন্ন ওপ্পো কে১১ ৫জি-তে ডিসপ্লের চারপাশে স্লিম বেজেল দেখা যাবে। তবে নীচের বেজেলটি বাকি তিনদিকের তুলনায় তুলনামূলকভাবে পুরু হবে।

এছাড়াও, ওপ্পো প্রকাশ করেছে যে এতে ৪,১২৯ বর্গ মিলিমিটারের একটি বিশাল লিকুইড কুলিং প্লেট থাকবে। কোম্পানি প্লেটের জন্য ১১,০৬৮ বর্গ মিলিমিটার হাই-পারফরম্যান্স গ্রাফাইট ব্যবহার করবে। ফলেতাপ পরিবহন ক্ষমতা ২৩% বাড়বে। ডিভাইসটি হাইপারবুস্ট গেম ফ্রেম স্ট্যাবিলাইজেশন ইঞ্জিনও সাপোর্ট করবে। ভাল সংযোগের জন্য ন’টি অ্যান্টেনাও অফার করবে এই ফোন।

এর আগে, কোম্পানি প্রকাশ করেছিল যে আসন্ন Oppo K11 5G-এ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৮২জি চিপসেট থাকবে। এই প্রসেসরটি ৬ ন্যানোমিটার প্রক্রিয়ার ওপর নির্মিত যা ব্যাটারির কর্মক্ষমতা উন্নত করবে। চিপসেটটির পিক ক্লক স্পিড ২.৭ গিগাহার্টজ এবং ওপ্পো দাবি করেছে যে ডিভাইসটি আনটুটু (AnTuTu) বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে ৭,১৯,৭০২ পয়েন্ট স্কোর করেছে। এই চিপটির সাথে ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ যুক্ত থাকবে বলে জানা গেছে। সম্প্রতি লঞ্চ হওয়া স্মার্টফোনগুলির মতো, Oppo K11 5G-এও ভার্চুয়াল র‍্যাম সাপোর্ট মিলবে।

ওপ্পো নিশ্চিত করেছে যে, ডিভাইসটিতে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৯০ প্রাইমারি সেন্সর থাকবে। Oppo K11 5G আসলে OnePlus Nord CE 3 5G স্মার্টফোনের রিব্র্যান্ডেড সংস্করণ হিসাবে আত্মপ্রকাশ করবে। এই হ্যান্ডসেটের ৩সি (3C) লিস্টিং প্রকাশ করেছে যে, এতে ১০০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে। সম্প্রতি, ব্র্যান্ডের তরফ থেকে জানানো হয়েছে যে, আসন্ন ডিভাইসটির দাম হবে প্রায় ২,০০০ ইউয়ান (প্রায় ২৩,০০০ টাকা)। চার্জিং গতি ছাড়া, Oppo K11 5G-এর অন্যান্য স্পেসিফিকেশনগুলি OnePlus Nord CE 3 5G-এর অনুরূপই হবে।