Electric Cycle: এক চার্জেই বাড়ি টু অফিস, 24,999 টাকায় ই-সাইকেল এনে চমক Gear Head Motors-এর

হায়দ্রাবাদের ইভি টেকনোলজি স্টার্টআপ Gear Head Motors (গিয়ার হেড মোটরস) বা GHM লঞ্চ করল তাদের নতুন ইলেকট্রিক সাইকেল- L 2.0 Series। এটির দাম ২৪,৯৯৯ টাকা রাখা হয়েছে। যা একটি ভাল মিড-রেঞ্জ ফোনের থেকেও সস্তা। সংস্থার দাবি, আগামী দিনে পৃথিবী যেখানে বৈদ্যুতিক শক্তিতে যোগাযোগের রাস্তা খুঁজে চলেছে সেখানে পকেট সাশ্রয়ী মূল্যে পাওয়া এই ই-বাইক সেই লক্ষ্যপূরণে অগ্রগণ্য ভূমিকা পালন করবে। আধুনিক দিনে যাতায়াত ব্যবস্থার অন্যতম মাধ্যম হিসেবে এবং সাইকেলপ্রেমীদের জন্য গিয়ার হেড মোটরস তাদের L 2.0 Series এর সাইকেলটি ডিজাইন করেছে।

Gear Head Motors লঞ্চ করল L 2.0 Series ইলেকট্রিক সাইকেল

সংস্থার ঝুলিতে থাকা ব্যাটারি চালিত সাইকেলগুলির মধ্যে একেবারে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত লেটেস্ট মডেল হিসাবে এসেছে এটি। পরিবেশবান্ধব পদ্ধতিতে দৈনন্দিন যাতায়াত ব্যবস্থার মাধ্যম হিসেবে একে তৈরি করেছে সংস্থা। এবার এক নজরে দেখে নেওয়া যাক বৈদ্যুতিক সাইকেলটির সমস্ত স্পেসিফিকেশন।

শহরাঞ্চলে স্বল্প দূরত্বে প্রতিদিন যাতায়াত করার কথা ভেবেই সাধারণত বানানো হয়ে থাকে ই-বাইক। এই নতুন মডেলটিকে চালিকাশক্তি প্রদান করবে ২৫০ ওয়াটের বৈদ্যুতিক মোটর। সমতল কিংবা উঁচু-নিচু রাস্তা সর্বত্রই নিজের পছন্দমত পারফরম্যান্স দেওয়ার ক্ষমতা রয়েছে এই ইলেকট্রিক মোটরের। ফ্রেমের সাথে যুক্ত ব্যাটারি প্যাকটি পর্যাপ্ত রাইডিং রেঞ্জ দেবে। সংস্থার দাবি, প্যাডেল সহযোগে এক চার্জে এই ই-সাইকেল প্রায় ৩০ কিমি পথ পাড়ি দিতে পারে। এর জন্য ব্যাটারিটি মাত্র ২ ঘণ্টা চার্জ করতে হবে।

L 2.0 Series এর লঞ্চ প্রসঙ্গে গিয়ার হেড মোটরস এর সহকারী প্রতিষ্ঠাতা নিখিল গুন্ডা বলেন, “যে কোনো ধরনের মানুষের জন্যই উপযুক্ত একটি ই-সাইকেল হল L 2.0 Series। এর পর্যাপ্ত ক্ষমতা, স্টাইল এবং রাইডিং রেঞ্জ সমস্ত কিছুই কোনরকম চিন্তা ছাড়াই আপনাকে এক অসম্ভব রাইডিং এক্সপেরিয়েন্স উপহার দেবে। “মেক ইন ইন্ডিয়া” এর ভাবনাকে এগিয়ে নিয়ে যেতে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে এবং ভারতীয় যন্ত্রপাতি (৮৫ শতাংশ দেশীয় যন্ত্রাংশ) ব্যবহার করে তৈরি এই সাইকেল আগামীতে কার্বন ফুটপ্রিন্ট কমাতে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করবে।”