Teclast M50 Mini: সস্তায় ভাল ট্যাব কেনার প্ল্যান? বেশি দিন আর অপেক্ষা করতে হবে না

প্রযুক্তি সংস্থা, টেকলাস্ট তাদের ট্যাবলেটগুলির জন্য বাজারে সুপরিচিত। আর সেই ধারা বজায় রেখে সম্প্রতি Teclast P30T নামে একটি সাশ্রয়ী মূল্যের ট্যাব লঞ্চ করেছে তারা। ব্র্যান্ডটি এই মুহূর্তে ট্যাবলেট মার্কেটেই ফোকাস করলেও, নতুন কিছু করতেও আগ্রহী। টেকলাস্ট তাদের পরবর্তী প্রোডাক্টটি যারা কমপ্যাক্ট ডিভাইস পছন্দ করেন, তাদের লক্ষ্য করে বাজারে আনতে চলেছে। এটি হল Teclast M50 Mini, যা 8.7 ইঞ্চির ডিসপ্লে সাইটের মিনি ট্যাব। ডিভাইসটি খুব শীঘ্রই বাজারে পা রাখতে চলেছে। তবে কোম্পানি ইতিমধ্যেই ট্যাবলেটটির বিভিন্ন ফিচার্স প্রকাশ করেছে।

Teclast M50 Mini শীঘ্রই আসছে বাজারে

টেকলাস্ট তাদের আসন্ন এম50 মিনি ট্যাবটির বিষয়ে ঘোষণা করেছে। এটি 8.7 ইঞ্চির আইপিএস স্ক্রিন সহ 8-ইঞ্চি সেগমেন্টে মিনি ট্যাবলেট। ওজন 345 গ্রাম এবং 125 মিমি চওড়া। ট্যাবটি ইউনিএসওসি টি606 অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত, যা দুটি এ75 কোর এবং ছয়টি এ55 কোরের সমন্বয়ে গঠিত।

টেকলাস্ট এম50 মিনি 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ অপশনে বাজারে আসবে। এর সাথে 8 জিবি পর্যন্ত এক্সটেন্ডেড র‍্যাম সাপোর্টও মিলবে। ফটোগ্রাফির জন্য, Teclast M50 Mini-তে 13 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা উপস্থিত রয়েছে৷ আর পাওয়ার ব্যাকআপের জন্য, ট্যাবটি 5,000 এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা টাইপ-সি পোর্টের মাধ্যমে চার্জিং সাপোর্ট করে।

এছাড়াও, Teclast M50 Mini ভিওএলটিই এবং ডুয়েল সিম স্ট্যান্ডবাই সহ ডুয়েল-ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ 5.0 এবং ডুয়েল-মোড 4G নেটওয়ার্ক (TDD/FDD) অফার করে। তবে, Teclast M50 Mini কবে লঞ্চ হবে এবং দাম সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু জানায়নি সংস্থা।