বছর শেষের আগে এই প্রিমিয়াম 5G ফোনে বাম্পার ডিসকাউন্ট দিচ্ছে Amazon, সুযোগ এখনই কাজে লাগান

বাজারে বিভিন্ন ব্র্যান্ডের এবং বিভিন্ন রেঞ্জের হ্যান্ডসেট থাকা সত্ত্বেও, ভালো ফিচার বা পারফরম্যান্স পেতে এখন অধিকাংশ মানুষ প্রিমিয়াম স্মার্টফোনের দিকে ঝুঁকছেন। তবে শখ থাকলেও যে সবাই এগুলি কিনে উঠতে পারছেন, তা নয়! আর তার কারণ এই ধরণের ফোনগুলির দাম। আসলে যেকোনো ব্র্যান্ডেরই প্রিমিয়াম স্মার্টফোনের দাম বাজেট বা মিড রেঞ্জ মডেলগুলির তুলনায় অনেক বেশি, ফলে এগুলি পকেটস্থ করার জন্য বহু ক্রেতাই কোনো বিশেষ অফারের অপেক্ষা করে থাকেন। সেক্ষেত্রে আপনিও যদি দীর্ঘদিন ধরে কোনো প্রিমিয়াম ফোন খুব কম দামে কেনার কথা ভেবে থাকেন এবং আপনার পছন্দের তালিকায় থাকে Samsung ব্র্যান্ড, তাহলে ২০২২ সালের এই শেষ লগ্নে আপনার আশা খুব সহজেই পূরণ হতে পারে। আসলে বর্তমানে Amazon India-য় Samsung Galaxy S20 FE 5G স্মার্টফোনটি এর MRP-র অর্ধেক দামে বিক্রি হচ্ছে। আবার ক্রেতাদের আকর্ষিত করার জন্য এই ৭৫,০০০ হাজারি Samsung ফোনের ওপর অতিরিক্ত কিছু অফারও দিচ্ছে Amazon। এমত পরিস্থিতিতে আপনি চাইলে ২০,০০০ টাকারও কমে Samsung Galaxy S20 FE 5G ফোনটি খরিদ করতে পারবেন।

এখন মিড রেঞ্জ ফোনের দামে মিলছে Samsung Galaxy S20 FE 5G স্মার্টফোন

স্যামসাং গ্যালাক্সি এস২০ এফই ৫জি স্মার্টফোনটি বর্তমানে অ্যামাজনে মাত্র ৩৭,৯৯০ টাকায় বিক্রি হচ্ছে, এমনিতে এর দাম ৭৪,৯৯৯ টাকা। তবে এরপর রয়েছে আরো চমক! এই স্যামসাং ফোনটির সাথে পুরো ২২,০০০ টাকার এক্সচেঞ্জ অফারও উপলব্ধ, মানে এই ফোন কেনার ক্ষেত্রে পুরোনো স্মার্টফোন এক্সচেঞ্জ করে পুরো ভ্যালু পাওয়া গেলে (শর্তাবলী প্রযোজ্য) আপনাকে সর্বমোট ১৫,৯৯০ টাকা খরচ করতে হবে। অর্থাৎ একটি সাধারণ অ্যান্ড্রয়েড স্মার্টফোনের দামেই এখন আপনি পেতে পারেন গ্যালাক্সি এস২০ এফই ৫জি।

Samsung Galaxy S20 FE 5G-এর স্পেসিফিকেশন

স্যামসাংয়ের গ্যালাক্সি এস২০ এফই ৫জি ফোনে আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৫ ইঞ্চি ফুল-এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে (রেজোলিউশন ১০৮০×২৪০০ পিক্সেল)। অন্যদিকে এটি স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসরের সাহায্যে চালিত হয়, যার সাথে ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজের বিকল্প রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে মিলবে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৪,৫০০ এমএএইচ ব্যাটারি। আবার এটি আইপি৬৮ (IP68) রেটিং, মাইক্রোএসডি কার্ড স্লট, ডুয়াল ৫জি স্ট্যান্ডবাই ইত্যাদি ফিচারও বহন করবে।

এক্ষেত্রে ফটোগ্রাফিক ফিচারের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এস২০ এফই ফোনে থাকবে ১২ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের টেলি ক্যামেরা এবং ১২ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্সযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। অন্যদিকে এতে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য দেখা যাবে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। উল্লেখ্য, অপেক্ষাকৃত পুরোনো মডেল হলেও এটি কিনলে ইউজাররা তিন বছরের সফ্টওয়্যার আপডেট পাবেন।