2022 Maruti Baleno Facelift নতুন অবতারে ফেব্রুয়ারির শেষে ভারতে লঞ্চ হবে

ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ভারতের বাজারে নয়া অবতারে আসতে চলেছে 2022 Maruti Suzuki Baleno Facelift। যদিও লঞ্চের নির্দিষ্ট নির্ঘণ্ট এখনো জানায়নি Maruti। জানা গেছে গাড়িটির কেবিন এবং বহির্ভাগে নানাবিধ পরিবর্তন ঘটানো হয়েছে। যদিও এর ইঞ্জিনটি আগের মডেলের সাথে একই রাখা হয়েছে। হ্যাচব্যাক গাড়িটির ফিচার, ইঞ্জিন ও দাম সম্পর্কে জেনে নিন।

2022 Maruti Suzuki Baleno facelift: স্পেসিফিকেশন ও ফিচার

গাড়িটির সামনে এবং পিছনে একাধিক বাহ্যিক পরিবর্তন ঘটানো হয়েছে। মারুতি ব্যালেনো ২০২২ ইংরেজি অক্ষর ‘এল’ (L) আকৃতির নতুন এলইডি ডিআরএল যুক্ত হেডল্যাম্প সহ আসবে। এতে দেখা মিলবে একটি নতুন ফগ ল্যাম্প অ্যাসেম্বলি, একটি চওড়া এয়ারডাম এবং ফ্রন্ট বাম্পার।

পিছনের দিকে ‘এল’ (L) আকৃতির নতুন এলইডি টেলল্যাম্প, টেলগেট এবং সামান্য উঁচু বাম্পার। এছাড়াও এতে থাকবে নতুন অ্যালয় হুইল। অন্যান্য উল্লেখযোগ্য ফিচারের মধ্যে এতে দেখা মিলবে ৯.০ ইঞ্চির ফ্রী স্ট্যান্ডিং টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট ইউনিট। সেলুলার কানেক্টিভিটি সহ এতে থাকবে রিয়েল টাইম ট্র্যাকিং, জিওফেন্সিং, ফাইন্ড ইউর কার এবং অন্যান্য সুবিধা। অ্যাপেল কারপ্লে এবং অ্যান্ড্রয়েড অটো কানেক্টিভিটি বিকল্প দ্বারা মোবাইলের সাথে এটি সংযুক্ত করা যাবে।

2022 Maruti Suzuki Baleno facelift: ইঞ্জিন

২০২২ মারুতি সুজুকি ব্যালেনো ফেসলিফ্ট (2022 Maruti Suzuki Baleno facelift)-এর নতুন মডেলের ইঞ্জিনে কোনো পরিবর্তন আনা হয়নি। এর পুরানো মডেলে ১.২ লিটার ন্যাচারালি অ্যাস্পিরিটেড পেট্রোল এবং ১.২ লিটার ডুয়েলজেট পেট্রোল সহ মিল্ড হাইব্রিড সিস্টেম – এই দুটি ইঞ্জিনের বিকল্প রয়েছে। যে দুটি থেকে যথাক্রমে ৮৩ বিএইচপি এবং ১১০ এনএম টর্ক এবং ৮৯ বিএইচপি এবং ১১০ এনএম টর্ক পাওয়া যায়। ট্রান্সমিশনটিও এক্ষেত্রে একই রাখা হয়েছে।

এছাড়া 2022 Maruti Suzuki Baleno facelift-তে থাকতে পারে ক্লাইমেট কন্ট্রোল বটন, একটি নতুন স্টিয়ারিং হুইল, ক্রুজ কন্ট্রোল, সিট আপহোলস্টেরি, অটোমেটিক হেডল্যাম্প ও ওয়াইপার।