Nahak P-14: ভারতের প্রথম হাই-স্পিড ইলেকট্রিক স্পোর্টস বাইক লঞ্চ হল, প্রি-বুকিংয়ে 25000 টাকা ছাড়, আধ ঘন্টায় ফুল চার্জ!

ভারতের ইলেকট্রিক স্কুটারের পাশাপাশি বৈদ্যুতিক মোটরসাইকেলের বাজারও চাঙ্গা হয়ে উঠছে ক্রমশ। একের পর এক নজরকাড়া ডিজাইনের মোটরসাইকেল হাজির হচ্ছে বাজারে। এবার ইলেকট্রিক স্পোর্টস বাইক লঞ্চ করল ফরিদাবাদের বৈদ্যুতিক টু হুইলার প্রস্তুতকারী নাহাক মোটরস (Nahak Motors)। যার নামকরণ করা হয়েছে নাহাক পি-১৪ (Nahak P-14)। উল্লেখ্য স্পোর্টি লুকের P-14 হল সংস্থার প্রথম উচ্চগতির ইলেকট্রিক মোটরসাইকেল। এমনকি, সংস্থার দাবি, Nahak P-14 হল ভারতের প্রথম হাই-স্পিড ইলেকট্রিক মোটরসাইকেল৷ আগামী ৩০ মার্চ পর্যন্ত বাইকটির প্রথম ব্যাচের প্রি-বুকিং চলবে। ১১,০০০ টাকার বিনিময়ে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে বুকিং করা যাচ্ছে।

তাৎপর্যপূর্ণ বিষয়টি হল প্রি-বুকিং চলাকালীন Nahak P-14 বুক করলে দামের উপর ১০% ছাড় দেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি। এটি ১৫ মে থেকে ডেলিভারি দেওয়া শুরু করা হবে। প্রসঙ্গত, ২০২০ অটো এক্সপো ইভেন্টে Nahak P-14 মডেলটি প্রদর্শিত হয়েছিল৷ ২০২০-র নভেম্বরে এটি লঞ্চের কথা ছিল। কিন্তু কোভিড-১৯ এর আবহে তা সম্ভব হয়ে ওঠেনি। আসুন Nahak P-14-এর ব্যাটারি, রেঞ্জ, মোটর ও দাম সম্পর্কে জেনে নেওয়া যাক।

নাহাক পি-১৪ ব্যাটারি, রেঞ্জ ও মোটর (Nahak P-14 Battery, Range & Motor)

নাহাক পি-১৪ বৈদ্যুতিক স্পোর্টস বাইকে রয়েছে ৭২ ভোল্ট ৬০ অ্যাম্পিয়ার আওয়ার ক্ষমতা সম্পন্ন উন্নত লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক এবং ৬.২ কিলোওয়াট বিএলডিসি ইলেকট্রিক মোটরটি৷ সংস্থাটি দাবি করেছে বাইকটির সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ১৩৫ কিমি। আবার একটি রেগুলার চার্জারে ব্যাটারিটি মাত্র তিন ঘন্টায় সম্পূর্ণ চার্জ করা যাবে। যেখানে ফাস্ট চার্জার ব্যবহার করলে ৩০ মিনিট সময় লাগবে। তবে বাইকটির রেঞ্জ প্রসঙ্গে কিছু খোলসা করেনি নাহাক।

নাহাক পি-১৪ দাম (Nahak P-14 Price)

ভারতে Nahak P-14-এর দাম রাখা হয়েছে ২.৫০ লক্ষ টাকা (এক্স-শোরুম)। তবে এটি কেন্দ্র ও রাজ্য সরকারের ভর্তুকি ছাড়া মূল্য। বিভিন্ন রাজ্য সরকারের ভর্তুকি যোগ করলে মোটরসাইকেলটি আরও সস্তায় কেনা যাবে বলে আশা করা যায়৷