দেখতে Apple MacBook! ৩,০০০ টাকা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে Realme Book Slim

আপনি কি নতুন কোনো ল্যাপটপ খোঁজ করছেন? নতুন ব্র্যান্ডের উপর ভরসা দেখাতে রাজি আছেন? তাহলে Realme Book Slim ল্যাপটপটি কিনতে পারেন। গত মাসে লঞ্চ হওয়া এই ল্যাপটপটি সীমিত সময়ের জন্য কম দামে কিনে নেওয়ার সুযোগ রয়েছে। লঞ্চ অফার হিসেবে Realme তাদের এই ল্যাপটপের ওপর ৩,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে। যদিও সাথে থাকছে কিছু শর্ত। ফিচারের কথা বললে, প্রিমিয়াম লুকের Realme Book Slim ল্যাপটপে, ১১তম প্রজন্মের ইন্টেল-কোর i3 / i5 চিপসেট, ব্যাকলিট কীবোর্ড, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, পিসি কানেক্টর এবং ডুয়েল-মাইক নয়েজ ক্যান্সেলেশন ফিচার সামিল থাকছে। এতে ডার্ট চার্জিং সাপোর্ট পাওয়া যাবে। সর্বোপরি, ল্যাপটপটি একক চার্জে ১১ ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করবে বলে জানা গেছে। Realme Book Slim দেখতে অনেটাই Apple MacBook Air- এর মতো।

Realme Book Slim দাম ও অফার

রিয়েলমি বুক স্লিম ল্যাপটপ দুটি স্টোরেজ এবং প্রসেসর ভ্যারিয়েন্টে ভারতে এসেছে। যার মধ্যে, ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত ১১তম প্রজন্মের ইন্টেল-কোর i3 প্রসেসর ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৪৪,৯৯৯ টাকা। আর, ৮ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ যুক্ত ১১ তম প্রজন্মের ইন্টেল-কোর i5 প্রসেসর ভ্যারিয়েন্ট লঞ্চ করা হয়েছিল ৫৬,৯৯৯ টাকায়। এই ল্যাপটপ, রিয়েল ব্লু এবং রিয়েল গ্রে কালার অপশনের সাথে ই-কমার্স ওয়েবসাইট ফ্লিপকার্ট ও সংস্থার অনলাইন স্টোর থেকে কেনা যাবে।

অফারের প্রসঙ্গে বললে, রিয়েলমি বুক স্লিম ল্যাপটপের i3 প্রসেসর ভ্যারিয়েন্টকে কেনার ক্ষেত্রে ক্রেতারা ২,০০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন। অন্যদিকে, i5 প্রসেসর ভ্যারিয়েন্টের সাথে দেওয়া হবে ৩,০০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। সুতরাং ডিসকাউন্টের পর, ল্যাপটপের i3 এবং i5 প্রসেসর ভ্যারিয়েন্টকে যথাক্রমে, ৪২,৯৯৯ টাকায় এবং ৫৩,৯৯৯ টাকায় কিনে নেওয়া যাবে। এই অফারটি HDFC ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে পাওয়া যাবে।

Realme Book Slim স্পেসিফিকেশন

রিয়েলমি বুক স্লিম ল্যাপটপে রয়েছে একটি ১৪ ইঞ্চির (২,১৬০x১,৪৪০ পিক্সেল) IPS ডিসপ্লে। এই ডিসপ্লের, এসপেক্ট রেশিও ৩:২ এবং স্ক্রিন ব্রাইটনেস ৪০০ নিট। এই ল্যাপটপটি স্লিম-বেজেল যুক্ত। যদিও, ডিসপ্লের নিচের দিকে থাকা বেজেলের মধ্যভাগে ব্র্যান্ড-লোগো থাকায়, সেটি তুলনায় কিছুটা পুরু।

ফাস্ট পারফরম্যান্সের জন্য রিয়েলমির এই ল্যাপটপটি, ইন্টেল আইরিস এক্সই গ্রাফিক্স এবং ১১তম প্রজন্মের ইন্টেল প্রসেসর সহ এসেছে। এক্ষেত্রে, ল্যাপটপে ইন্টেল-কোর i5-1135G7 এবং ইন্টেল-কোর i3 প্রসেসর ভার্সন ব্যবহার করা হয়েছে। এটি উইন্ডোজ ১০ ওএস সিস্টেমে চলবে। যদিও পরে এতে উইন্ডোজ ১১ ওএস আপডেট পাওয়া যাবে। এই ল্যাপটপে মিলবে ১৬ জিবি পর্যন্ত LPDDR4x র‍্যাম এবং ৫১২ জিবি M.2 PCIe এসএসডি।

অতিরিক্ত ফিচার হিসেবে, রিয়েলমি বুক স্লিম ল্যাপটপে দুটি ২ ওয়াটের বটম-ফায়ারিং হারমোন কার্ডন স্পিকার, ডুয়েল-মাইক নয়েজ ক্যান্সেলেশন টেকনোলজি, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ১.৩ মিমি কীট্রাভেল ডিজাইন যুক্ত ব্যাকলিট কীবোর্ড এবং একটি বড়ো ট্রাকপ্যাড পাওয়া যাবে। কানেক্টিভিটির কথা বললে, i5 প্রসেসর ভ্যারিয়েন্টটি একটি ইউএসবি টাইপ-সি পোর্ট, থান্ডারবোল্ট ৪ পোর্ট এবং ওয়াই-ফাই ৬ কানেকশন সাপোর্ট করবে। এছাড়া, ইউএসবি টাইপ-এ পোর্ট এবং একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাকও সামিল থাকছে কানেক্টিভিটি অপশনের মধ্যে। তদুপরি, ল্যাপটপে থাকা পিসি কানেক্ট (PC Connect) ফিচারের সাহায্যে ইউজাররা তাদের স্মার্টফোনকে রিয়েলমি ল্যাপটপের সাথে কানেক্ট করতে পারবেন।

রিয়েলমি বুক স্লিম ল্যাপটপে আছে ৫৪ ওয়াট-আওয়ার ক্যাপাসিটির একটি ব্যাটারি, যা ৬৫ ওয়াট ফাস্ট-চার্জিং এবং ৩২ ওয়াট ডার্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করবে। প্রোডাক্টের রিটেল বক্সে থাকা চার্জারের মাধ্যমে এই ব্যাটারিকে ৩০ মিনিটে ৫০% পর্যন্ত চার্জ করা যাবে। ফুল চার্জে ল্যাপটপটি ১১ ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করবে, বলে রিয়েলমির দাবি। ১.৩৮ কেজি ওজনের রিয়েলমি বুক স্লিম ১৪.৯ মিমি পাতলা।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন