iPhone 15 সিরিজের লঞ্চের সময় নিয়ে বড় আপডেট, সেপ্টেম্বরের পরিবর্তে অক্টোবরে আগমন?

এর আগে‌ কিছু রিপোর্টে দাবি করা হয়েছিল যে, iPhone 15 সিরিজের লঞ্চ ইভেন্টটি আগামী ১২ সেপ্টেম্বর আয়োজিত হবে

সারা বিশ্বের Apple অনুরাগীরা আসন্ন iPhone 15 সিরিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলি লঞ্চের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তবে এখন শোনা যাচ্ছে যে, এই লাইনআপটির লঞ্চ প্রত্যাশিত সময়ের তুলনায় কিছুটা বিলম্বিত হতে পারে। Apple সাধারণত প্রতি বছর সেপ্টেম্বরে তাদের নতুন আইফোন মডেলগুলি লঞ্চ করে থাকে। কিন্তু, অতীতে বেশ কয়েকবার আইফোনের লঞ্চ ইভেন্টটি অক্টোবর মাসেও অনুষ্ঠিত হয়েছে। আর এখন একটি নতুন রিপোর্ট থেকে জানা গেছে যে, এবছর মার্কিন কোম্পানিটি iPhone 15 সিরিজের লঞ্চ ইভেন্টকে কয়েক সপ্তাহ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

iPhone 15 সিরিজের লঞ্চ ইভেন্ট বিলম্বিত হতে পারে কয়েক সপ্তাহ

ম্যাকরিউমার্স তাদের প্রতিবেদনে ব্যাংক অফ আমেরিকার গ্লোবাল সিকিউরিটিজ বিশ্লেষক ওয়ামসি মোহনকে উদ্ধৃত করে দাবি করেছে যে, আইফোন ১৫ সিরিজের লঞ্চ ইভেন্টটি বিলম্বিত হয়ে অক্টোবরে অনুষ্ঠিত হতে পারে। অ্যাপলের সাপ্লাই চেইন থেকে বিশ্লেষক এই তথ্যটি পেয়েছেন। উপলব্ধ বিবরণের ওপর ভিত্তি করে, ওয়ামসি মোহন দাবি করেছেন যে মার্কিন প্রযুক্তি সংস্থাটি তাদের আইফোনের লঞ্চ ইভেন্টকে এবছরের চতুর্থ ত্রৈমাসিকে ঠেলে দিতে পারে। তবে, বিশ্লেষক ইভেন্টের এই সম্ভাব্য বিলম্বের পিছনে কোনও কারণ উল্লেখ করেননি।

জানিয়ে রাখি, অ্যাপল চলতি বছরের শেষের দিকে চারটি নতুন আইফোন মডেল লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। আইফোন ১৫ সিরিজে স্ট্যান্ডার্ড আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স অন্তর্ভুক্ত থাকবে। ডিভাইসগুলি গত বছর সেপ্টেম্বরে লঞ্চ হওয়া আইফোন ১৪ সিরিজের উত্তরসূরি হিসেবে আত্মপ্রকাশ করবে। ওয়ামসি মোহন এখনও পর্যন্ত শুধুমাত্র আইফোন ১৫ সিরিজের লঞ্চ ইভেন্টের বিলম্বের বিষয়ে দাবি করেছেন বা বলা ভালো রিপোর্ট করেছেন। তাই এই তথ্যটির সত্যতা কতটা, তা সময়ই বলতে পারবে।

এর আগে‌ কিছু রিপোর্টে দাবি করা হয়েছিল যে, iPhone 15 সিরিজের লঞ্চ ইভেন্টটি আগামী ১২ সেপ্টেম্বর আয়োজিত হবে। তুলনামূলকভাবে দেখলে, iPhone 14 সিরিজটি গত বছর ৭ সেপ্টেম্বর লঞ্চ হয়েছিল এবং ১৬ সেপ্টেম্বর থেকে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য বাজারগুলিতে এর বিক্রি শুরু হয়। তবে, চীনে লকডাউনের কারণে অ্যাপলের সাপ্লাই চেইনের সমস্যা তৈরি হয়, তাই অক্টোবরে শুধুমাত্র iPhone 14 Plus মডেলটিই বিক্রি হয়েছিল।

যদিও, অ্যাপল বর্তমানে তাদের সাপ্লাই চেইনের সমস্যাগুলির সুরাহা করে iPhone 15 সিরিজের প্রোডাকশনের পথটি সুগম করেছে বলে জানা গেছে। ভারতে iPhone 15 তৈরির জন্য অ্যাপলের সাথে টাটা গ্রুপ (Tata Group)-এর পার্টনারশিপের খবরও কিছুদিন আগেই সামনে এসেছে৷ এছাড়া, ফক্সকন, পেগাট্রন এবং লাক্সশেয়ার-এর মতো অন্যান্য প্রধান অ্যাপল সাপ্লায়াররা তো রয়েইছে, যারা বাকি মডেলগুলি অ্যাসেম্বল করবে।