বৈদ্যুতিক গাড়ির বাজারেও শীর্ষস্থান দখলের লক্ষ্যে Maruti Suzuki, একাধিক EV মডেল লঞ্চের ভাবনা

যাত্রী গাড়ির বাজারে শীর্ষস্থানটি প্রতি মাসেই পাকা থাকে মারুতি সুজুকি (Maruti Suzuki)-র। তবে চার চাকার বৈদ্যুতিক গাড়ির প্রসঙ্গে আসলে মারুতির ঝুলিতে মডেলের সংখ্যা শূণ্য। বিদ্যুৎচালিত গাড়ির বাজারে এই মুহূর্তে টাটা মোটরস (Tata Motors)-এর ধারেকাছে কেউ নেই। তবে কী এই ধরনের গাড়ি প্রথম বাজারে আনার ক্ষেত্রে ক্রমশ পিছিয়ে পড়ছে মারুতি? পরোক্ষভাবে এ কথা স্বীকার করে নিলেও, শীর্ষস্থান দখলে আশাবাদী সংস্থার নবনিযুক্ত সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর হিসাশি তাকুচি (Hisashi Takeuchi)।

তিনি সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, প্রতিযোগিতায় এগিয়ে থাকতে মারুতি সুজুকি ভারতে একাধিক ইলেকট্রিক গাড়ি নিয়ে আসবে। প্রথম মডেলটি লঞ্চ করা হবে ২০২৫ সালে। সুজুকি মোটর কর্পোরেশনের গুজরাতের কারখানা থেকে বেরোবে সেই গাড়ি। হিসাশি যোগ করেন, “ভারতীয় বাজারে ইলেকট্রিক ভেহিকেল লঞ্চ করার ক্ষেত্রে আমরা একটু পিছিয়ে আছি‌ তবে সত্যিটা হল, এখানে বৈদ্যুতিক গাড়ির বাজার এখনও বেশ সীমিত‌।”

তাঁর কথায়,”বাজারচলতি মডেল ব্যবহার করে তাতে ব্যাটারি এবং মোটর লাগিয়ে বৈদ্যুতিক গাড়ির কার্যকারিতা নিয়ে বিস্তৃত পরীক্ষা করছি আমরা‌। ভারতীয় পরিবেশে যাতে মানিয়ে নিতে পারে সেই উদ্দেশ্যে এক বছরের বেশি সময় ধরে ট্রায়াল চালাচ্ছি আমরা। আশা করা যায়, আমাদের প্রযুক্তি এখানকার জলবায়ুর জন্য উপযুক্ত হবে।

প্রসঙ্গত, মারুতি সুজুকি-র প্রথম ইলেকট্রিক গাড়ির কোডনাম YY8 বলে দাবি করা হয়েছে বিভিন্ন প্রতিবেদনে। এটি কম্প্যাক্ট-এসইউভি বিভাগে আসতে পারে। দাম মধ্যবিত্তের কথা মাথায় রেখে নির্ধারিত হওয়ার সম্ভাবনা। ব্যাটারিচালিত গাড়িটি এক চার্জে ২৫০ থেকে ৩০০ কিলোমিটার পথ সফর করতে পারবে বলে মনে করা হচ্ছে।