৯,৫০০ টাকা ছাড়ে কেনা যাবে Redmi Note 11 Pro+ 5G স্মার্টফোন, Xiaomi-র বাম্পার অফার সম্পর্কে জেনে নিন

গত ৯ মার্চ Redmi Note 11 Pro+ 5G (রেডমি নোট ১১ প্রো+ ৫জি) স্মার্টফোনটি ভারতে লঞ্চ করেছে Xiaomi (শাওমি)। আর এই স্মার্টফোনের ৬ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ২০,৯৯৯ টাকা, যেখানে ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলটি কিনতে হলে ক্রেতাদের ২২,৯৯৯ টাকা ব্যয় করতে হবে। অন্যদিকে, ফোনটির ৮ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম পড়বে ২৪,৯৯৯ টাকা। ফোনটি চারটি কালার অপশনে পাওয়া যাবে – স্টিলথ ব্ল্যাক, ফ্যান্টম হোয়াইট, ফ্রস্টেড গ্লাস ব্যাক এবং মিরাজ ব্লু। তবে গ্রাহকরা যাতে আরও সস্তায় এই ফোনটিকে পকেটস্থ করতে পারেন, তার জন্য এবার ‘Redmi Loyalty Program’ (রেডমি লয়ালটি প্রোগ্রাম) লঞ্চ করল Xiaomi। আসুন এ সম্পর্কে একটু বিশদে জেনে নেওয়া যাক।

Xiaomi Redmi Loyalty Program

মিড রেঞ্জে নজরকাড়া ডিজাইন এবং একগুচ্ছ কার্যকর ফিচার সমেত লঞ্চ হওয়া রেডমি নোট ১১ প্রো+ ৫জি স্মার্টফোনটি কেনার প্রতি ইতিমধ্যেই বিপুল সংখ্যক গ্রাহকের ব্যাপক ঝোঁক লক্ষ্য করা যাচ্ছে। তাই গ্রাহকদের মধ্যে ফোনটি কেনার আগ্রহ আরও বেশি পরিমাণে বাড়াতে সম্প্রতি ‘রেডমি লয়ালটি প্রোগ্রাম’ লঞ্চ করেছে শাওমি। এর আওতায় রেডমি নোট ১১ প্রো+ ৫জি কেনা যাবে মাত্র ১১,৪৯৯ টাকায়। অর্থাৎ, ৯,৫০০ টাকা ছাড়ে ফোনটি কেনার সুযোগ পাবেন ক্রেতারা। তদুপরি, এই প্রোগ্রামে রেডমি নোট সিরিজের স্মার্টফোনে সর্বোচ্চ ৭,৫০০ টাকার এক্সচেঞ্জ অফার এবং ২,০০০ টাকা বোনাস দেওয়া হচ্ছে। আসুন, এই প্রোগ্রামের আওতায় উপলব্ধ অফারগুলির উপর একনজরে চোখ বুলিয়ে নেওয়া যাক।

  • রেডমি নোট ৯ প্রো-তে ৭,৫০০ টাকার এক্সচেঞ্জ বোনাস এবং ২,০০০ টাকার রেডমি লয়্যালটি বোনাস দেওয়া হচ্ছে।
  • রেডমি নোট ৮ প্রো-তে ৫,৫০০ টাকার এক্সচেঞ্জ বোনাস এবং ২,০০০ টাকার লয়্যালটি বোনাস পাওয়া যাচ্ছে।
  • রেডমি নোট ৭ প্রো-তে ৫,৩৫০ টাকার এক্সচেঞ্জ বোনাস এবং ২,০০০ টাকার লয়্যালটি বোনাস দিচ্ছে কোম্পানি।
  • রেডমি নোট ৬ প্রো-তে ৪,৪০০ টাকার এক্সচেঞ্জ বোনাস এবং ২,০০০ টাকার লয়্যালটি বোনাস পাওয়া যাবে।

Redmi Note 11 Pro+ 5G-এর স্পেসিফিকেশন

লঞ্চ হওয়া মাত্রই ইউজারমহলে যে ফোনটি রীতিমতো সাড়া ফেলে দিয়েছে, এবার সেই রেডমি নোট ১১ প্রো+ ৫জি-এর স্পেসিফিকেশন সম্পর্কে গুটিকয়েক কথা জেনে নেওয়া যাক। এই স্মার্টফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং টাচ স্যাম্পলিং রেট ৩৬০ হার্টজ। ফোনটির পিক ব্রাইটনেস লেভেল ১২০ নিটস। আবার গোরিলা গ্লাস ৫ সাপোর্টসহ আসা ফোনটিতে ৬এনএম-বেসড অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১১-এ কাজ করলেও খুব শীঘ্রই এতে অ্যান্ড্রয়েড ১২ আপডেট উপলব্ধ হবে বলে জানা গিয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে রয়েছে শক্তিশালী ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা ৬৭ ওয়াট টার্বো ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

রেডমি নোট ১১ প্রো+ হ্যান্ডসেটে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ যার প্রাইমারি লেন্স ১০৮ মেগাপিক্সেল। এছাড়া এতে রয়েছে ৮ মেগাপিক্সেলের ১১৮ ডিগ্রি আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং তৃতীয় ক্যামেরা হিসেবে রয়েছে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। একইভাবে সেলফির জন্য স্মার্টফোনটির সামনে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে।