Honda Activa Premium: অ্যাক্টিভা ও সদ্য লঞ্চ হওয়া অ্যাক্টিভা প্রিমিয়াম এডিশনের মধ্যে তফাত কোথায়, দেখে নিন

২০০১ এ যাত্রা শুরু করা Honda Activa দীর্ঘদিন ধরে চলা দেশের সবচেয়ে প্রশংসিত এক স্কুটার। জনপ্রিয়তা ও বিক্রির নিরিখে প্রতিপক্ষদের টেক্কা দিয়ে বরাবরই বাজারে শীর্ষস্থানে এই স্কুটার। কালের বিবর্তনের সঙ্গে বদলেছে এর ফিচার্স ও লুক। ১২৫ সিসির পাশাপাশি এখন বাজারে উপলব্ধ স্কুটারটির ষষ্ঠ প্রজন্মের মডেল Activa 6G। যাতে রয়েছে ১১০ সিসি ইঞ্জিন। এই সপ্তাহেই লঞ্চ হয়েছে সেটির নতুন সংস্করণ। যার নাম Activa 6G Premium Edition। বেশ কিছু পরিবর্তনকে সঙ্গে করে আবির্ভূত হয়েছে নয়া মডেলটি। অনেকের মনেই প্রশ্ন জাগছে, সাধারণ Activa 6G ও তার প্রিমিয়াম এডিশনের মধ্যে তফাত কোথায়‌। সেটারই উত্তর রইল এই প্রতিবেদনে।

১. দাম

হোন্ডা অ্যাক্টিভা ৬জি প্রিমিয়াম এডিশনের মূল্য নির্ধারিত হয়েছে ৭৫,৪০০ টাকা (এক্স শোরুম)‌। যা এর ডিলাক্স সংস্করণ থেকে ১ হাজার টাকা বেশি‌। অন্য দিকে এর বেশ ভ্যারিয়েন্টের দাম ৭২,৪০০ টাকা। অর্থাৎ সাধারণ অ্যাক্টিভা ৬জি-র থেকে হাজার তিনেক টাকা বেশি ব্যয় করতে হবে গ্রাহকদের।

২. নতুন রং

প্রিমিয়াম এডিশনটির ডিজাইন ও বডি ওয়ার্ক বাকি ভ্যারিয়েন্টগুলোর মতোই এক রয়েছে। তবে এটি এখন নতুন তিন রকম কালার অপশনে উপলব্ধ হবে। সেগুলি হল ম্যাট রেড মেটালিক, ম্যাট মার্শাল গ্রিন মেটালিক ও পার্ল সাইরেন ব্লু।

৩. স্টাইলিং

নতুন পেইন্ট স্কিমের সঙ্গে হোন্ডা অ্যাক্টিভা ৬জি প্রিমিয়াম এডিশনে চাকা ও সামনের অ্যাপ্রনের উপর সোনালী রঙের কাজ করা রয়েছে‌। এমনকি অ্যাক্টিভা লেখা লোগোটিও সোনালী রঙের। তার ঠিক নিচেই লেখা “Premium” ব্যাজিং‌। এছাড়াও এর প্যানেলের বাকি অংশগুলি গাঢ় বাদামী রঙের।

৪. হার্ডওয়ার ও স্পেসিফিকেশন

Honda Activa Premium-এর ডিজাইনের মতোই তার পারফরম্যান্স অপরিবর্তিত‌। ফলে স্কুটারটির ইঞ্জিন আপগ্রেড করা হয়নি‌। ষষ্ঠ প্রজন্মের অ্যাক্টিভার অন্যান্য মডেলগুলির মতই একে চালিকা শক্তি যোগাবে ১০৯ সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল্ড ইঞ্জিন। যা সর্বোচ্চ ৭.৭৯ বিএইচপি শক্তি ও ৮.৮৪ এনএম টর্ক উৎপাদনে সক্ষম।