বিরল, অপার্থিব, অভূতপূর্ব! পৃথিবী কে এইরূপে আপনি কখনো দেখেননি

বিভিন্ন সংস্থার মহাকাশচারী কর্মী এবং গবেষকদের সৌজন্যে আমরা মাঝেমধ্যেই পৃথিবীর চোখ ধাঁধিয়ে দেওয়া বিভিন্ন ফটোগ্রাফ দেখতে পাই। অবশ্য শুধু আমাদের গ্রহ নয়, কোনো কোনো ছবিতে সৌরমণ্ডলের অন্যান্য অংশও ধরা পড়ে। বেশীরভাগ ক্ষেত্রেই এগুলি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন বা সংক্ষেপে আইএসএস (ISS) থেকে তোলা হয়ে থাকে। মহাকাশে যাওয়া সম্ভব না হলেও আইএসএস (ISS) প্রেরিত ছবিগুলি দেখে আমাদের মন এক অপার্থিব অনুভবে ভরে ওঠে, আমরা বিস্মিত হই। এবার আরো একবার আইএসএসের (ISS) প্রকাশ্যে আনা ছবি আমাদের মনে এই ধরনের অনুভূতি জাগিয়ে তুললো। ফরাসি মহাকাশচারী থমাস পেস্কেটের তোলা ছবি এক্ষেত্রে সত্যিই আমাদের মুখে তালা লাগিয়ে দিয়েছে!

কে এই থমাস পেস্কেট?

ছবির বিষয়ে কিছু বলার আগে থমাস পেস্কেটের সম্পর্কে সংক্ষেপে কিছু কথা বলে রাখি। পেস্কেট ইউরোপীয় মহাকাশ সংস্থার সঙ্গে যুক্ত একজন ইঞ্জিনীয়ার। বর্তমানে স্পেস এক্স ক্রিউ-২ (Space X Crew-2) মিশনের সদস্য হিসেবে তিনি আইএসএসে (ISS) কাজ করছেন। এছাড়া তিনি নাসার (NASA) এক্সপিডিশন ৬৫ দলের সদস্য। চলতি বছরের এপ্রিল মাসে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে এটি লঞ্চ করা হয়। যাইহোক এই প্রথম নয়, এর আগেও পেস্কেট মহাকাশে পৌঁছে কিছু অভূতপূর্ব ছবি তুলেছেন যার ফলে তিনি বেশ জনপ্রিয়তাও পান। তবে তার তোলা সাম্প্রতিক ছবিটি আমাদের পূর্বের সমস্ত অভিজ্ঞতাকে ম্লান করে দেওয়ার পক্ষে যথেষ্ট।

পেস্কেটের ছবি – এক অনন্য অভিজ্ঞতা যা ভাষায় প্রকাশ করতে গেলে শব্দ কম পড়ে

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের পর্যবেক্ষনকারী মডিউল কিউপোলা (Cupola) থেকে তোলা ছবিতে পেস্কেট এমন একটি দৃশ্যকে বন্দী করেছেন আক্ষরিক অর্থেই যা জাগতিক সমস্ত কিছুর উর্ধ্বে! ছবিতে আমাদের প্রিয় গ্রহের শহরগুলি থেকে বিচ্ছুরিত উজ্জ্বল আলোকরাশি যেন আকাশের দূরবর্তী তারাদের উজ্জ্বলতার সঙ্গে পাল্লা দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে! পেস্কেট নিজের টুইটার (Twitter) অ্যাকাউন্টে দৃশ্যটিকে বর্ণনা করতে গিয়ে রীতিমতো বিহ্বল হয়ে পড়েছেন। ছবিটি দেখার পরে আমাদের অবস্থাও খানিকটা তার মতোই হয়েছে সেটা বলতে পারি। ছবিতে আমাদের গ্রহের উপরিতলকে ফিতের মতো ঘিরে থাকা দুটি ভিন্ন রংয়ের পটি চোখে পড়বে। এদের মধ্যে কমলা রংয়ের পটিটি সোডিয়ামের স্তরকে নির্দেশ করছে। এছাড়া অক্সিজেন স্তর সমাবেশের ফলে তৈরী হয়েছে সবুজ রংয়ের পটি।

দর্শকের মনে পরাবাস্তব অনুভূতির জন্ম দেওয়া পেস্কেটের ফটোগ্রাফের জন্য তামাম বিশ্ববাসী তাকে ধন্যবাদ জানিয়েছেন। এই ছবি তোলার কাজটি মোটেও সহজ ছিলোনা। এক্ষেত্রে দুর্দান্ত অধ্যাবসায় না থাকলে এই কাজ করা অসম্ভব। বিশেষত ১৭,০০০ মাইল প্রতি ঘন্টা বেগে গ্রহকে প্রদক্ষিণরত আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে ছবিটি তোলার জন্য পেস্কেটকে ঠিক কতটা অপেক্ষা করতে হয়েছে সেটা সকলেই উপলব্ধি করতে পারছেন। তিনি না থাকলে এই বিরল দৃশ্য দেখার অভিজ্ঞতা আমাদের কাছে অধরাই থেকে যেতো!

অবগতির জন্য জানিয়ে রাখি, আলোচ্য ছবিটি দর্শনের পর পেস্কেটের তোলা মহাকাশের অন্যান্য ফটোগ্রাফ দেখতে ইচ্ছুক হলে তার মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই। এজন্য আগ্রহীরা পেস্কেটের ফ্লিকআর (Flickr) ও টুইটার (Twitter) অ্যাকাউন্ট অনুসরণ করতে পারেন।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন