Recharge: Airtel-এর চাপ বাড়াচ্ছে এই Jio প্ল্যান, ফ্রি-তে পাবেন ৮২ জিবি ডেটা ও আরও বেনিফিট

ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে এখন অধিকাংশ মোবাইল ইউজারই দীর্ঘমেয়াদী (বার্ষিক বা ত্রৈমাসিক) প্ল্যানগুলি বেছে নেন। এতে করে বারবার রিচার্জ নিয়ে চিন্তা থাকেনা, চাহিদামতো সমস্ত সুবিধাও একসাথে পাওয়া যায়, আবার গড় খরচও অনেক ক্ষেত্রে কম পড়ে। সেক্ষেত্রে আপনিও যদি বেশি বেনিফিট এবং সময়ের জন্য রিচার্জ করতে চান, কিন্তু বার্ষিক প্ল্যানের দাম তুলনামূলকভাবে বেশি হওয়ার কারণে ত্রৈমাসিক প্ল্যান বেছে নেওয়ার কথা ভাবেন, তাহলে ৯৯৯ টাকার বিকল্প আপনার ব্যাপক কাজে আসবে। এই মুহূর্তে Reliance Jio এবং Bharti Airtel উভয়ই ৯৯৯ টাকায় ৮৪ দিনের রিচার্জ প্ল্যান অফার করে। তবে Jio, ডেটা বেনিফিট প্রদানের ক্ষেত্রে Airtel-কে কঠিন প্রতিযোগিতা দিচ্ছে। মানে উভয় কোম্পানির প্ল্যানের খরচ একই হলেও এদের সুবিধাগুলি বেশ আলাদা৷ তো আসুন, এখন Jio ও Airtel-এর ৯৯৯ টাকার প্ল্যান সম্পর্কে কয়েক কথা জেনে নেওয়া যাক।

৯৯৯ টাকায় রিচার্জ প্ল্যান আছে Jio, Airtel উভয়েরই, কার সুবিধা কতো ভালো?

  • Jio-এর ৯৯৯ টাকার প্ল্যান: জিওর ৯৯৯ টাকার প্ল্যানে ৮৪ দিনের বৈধতা পাওয়া যায়। এর সাথে থাকে প্রতিদিন ৩ জিবি ডেটা, আনলিমিটেড কলিং এবং ১০০টি করে এসএমএস/রোজ ব্যবহারের বেনিফিট। শুধু তাই নয়, এতে কোম্পানি অতিরিক্ত ৪০ জিবি ডেটাও অফার করবে। অর্থাৎ সবমিলিয়ে এই প্ল্যানে মোট ২৯২ জিবি ডেটা হাতের মুঠোয় পাবেন। আবার এতে আনলিমিটেড ৫জি (5G) পরিষেবাও অ্যাক্সেস করা যাবে।
  • Airtel-এর ৯৯৯ টাকার প্ল্যান: এয়ারটেলের এই প্রিপেইড প্ল্যানে ৮৪ দিনের বৈধতায় দৈনিক ২.৫ জিবি ডেটা, আনলিমিটেড কলিং এবং ১০০টি এসএমএসের সুবিধা আছে। সাথে রয়েছে আনলিমিটেড ৫জি ডেটা অ্যাক্সেসের অপশন ও অ্যামাজন প্রাইম ভিডিও (Amazon Prime Video)-র ফ্রি সাবস্ক্রিপশনের বেনিফিট।

এক্ষেত্রে স্পষ্টই দেখা যাচ্ছে যে, সামগ্রিক সুবিধা কার্যত একইরকম হলেও জিওর প্ল্যানটি এয়ারটেলের চেয়ে ৮২ জিবি বেশি ডেটা দেয়। তাই আপনি যদি প্রচুর ইন্টারনেট ব্যবহার করেন, তাহলে জিওর প্ল্যানটি বেছে নেওয়াই শ্রেয় হবে। তবে যদি একটু কম ডেটাতেও আপনার কাজ চলে এবং আপনি ওটিটি (OTT) বেনিফিট চান, তাহলে আপনার জন্য লাভদায়ক হবে এয়ারটেলের প্ল্যানটি।