Oppo Reno 5A স্ন্যাপড্রাগন প্রসেসর ও 5G সাপোর্ট সহ লঞ্চ হল

Oppo নিজের মিডরেঞ্জ স্মার্টফোন পোর্টফোলিওতে নতুন মডেল যুক্ত করলো। গত বছরের Reno 4A স্মার্টফোনটির সাক্সেসর হিসেবে Oppo জাপানে Reno 5A লঞ্চ করেছে। ডিভাইসটি জাপানের মার্কেটের জন্য এমন কয়েকটি বৈশিষ্টের সাথে এসেছে যা সাধারণত অন্যান্য অঞ্চলে বিক্রি হওয়া Oppo ব্র্যান্ডেড স্মার্টফোনে সচরাচর দেখা যায় না। Oppo Reno 5A এর বিশেষ ফিচারের মধ্যে রয়েছে ৬৪ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা, ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ৫জি সাপোর্ট, স্ন্যাপড্রাগন ৭৬৫জি চিপসেট, এবং IP68 ডাস্ট ও ওয়াটার রেজিট্যান্স রেটিং।

Oppo Reno 5A এর স্পেসিফিকেশন

অপ্পো রেনো ৫এ স্মার্টফোনে রয়েছে ৬.৫ ইঞ্চি এলটিপিএস এলসিডি ডিসপ্লে। এটি ফুল এইচডি প্লাস (১০৮০x২৪০০ পিক্সেল) রেজোলিউশন, ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ১৮০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট ও ৫৫০ নিটস পিক ব্রাইটনেস সহ এসেছে। সেলফি ক্যামেরার জন্য ডিসপ্লের মাঝখানে পাঞ্চ হোল কাটআউট আছে। অপ্পো রেনো ৫এ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৬৫জি প্রসেসর দ্বারা পরিচালত হবে। ফোনটি ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের সিঙ্গল কনফিগারেশনে এসেছে।

ফটোগ্রাফির জন্য Oppo Reno 5A-এর ব্যাক প্যানেলে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ক্যামেরাগুলি হল ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর + ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স + ২ মেগাপিক্সেল সেন্সর ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

Oppo Reno 5A ফোনে ৪,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এটি ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সফটওয়্যারের কথা বললে, এটি অ্যান্ড্রয়েড ১১ ওএস বেসড কালারওএস ১১-এ চলবে। সিকিউরিটির জন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফোনের পেছনে দেওয়া হয়েছে।

Oppo, Reno 5A-এর দাম এখনও ঘোষণা করেনি। স্মার্টফোনটি Softbank ও Unlocked ভ্যারিয়েন্টে পাওয়া যাবে বলে রিপোর্টে আগে ইঙ্গিত দেওয়া হয়েছিল।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন