সস্তা Oppo A54 5G ফোনের থাকবে 4G ভার্সনও, দ্রুত মার্কেটে আসার সম্ভাবনা

চীনা স্মার্টফোন কোম্পানি অপ্পো শীঘ্রই তাদের A সিরিজের নতুন দুটি স্মার্টফোন লঞ্চ করবে, যাদের নাম Oppo A94 5G, Oppo A54 5G। এই ফোন দুটিকে ইতিমধ্যেই ইন্দোনেশিয়ার TKDN, ইন্দোনেশিয়া টেলিকম ও থাইল্যান্ডের NBTC সহ একাধিক সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। তবে আজ অপ্পো এ৫৪ ফোনটির ৪জি মডেল আমেরিকার FCC সার্টিফিকেশন লাভ করলো। এর অর্থ Oppo A54, 5G ও 4G কানেক্টিভিটির সাথে লঞ্চ হবে। আসুন সার্টিফিকেশন সাইট থেকে নতুন ফোনটি সম্পর্কে কি কি তথ্য উঠে এল জেনে নিই।

FCC সার্টিফিকেশন সাইটে Oppo A54 4G কে CPH2239 মডেল নম্বর সহ দেখা গেছে। এখান থেকে জানা গেছে, ফোনটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে। যার সাথে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আবার অপারেটিং সিস্টেম হিসাবে থাকবে অ্যান্ড্রয়েড ১১। বলতে দ্বিধা নেই এতে অপ্পো-র কাস্টম স্কিন, কালার ওএস দেখা যাবে। আবার অপ্পো এ৫৪ ৪জি ফোনটির ওজন হবে ১৯২ গ্রাম।

Oppo A54 5G সম্পর্কে এর আগে কি জানা গিয়েছিল

বিভিন্ন সার্টিফিকেশন সাইট থেকে প্রাপ্ত তথ্য থেকে জানা গেছে, চীনে লঞ্চ হওয়া Oppo A93 5G এর রিব্র্যান্ডেড ভার্সন হিসাবে বাজারে আসবে অপ্পো এ৫৪ ৫জি। এর ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের মূল্য রাখা হতে পারে ২০০ -৩০০ ইউরোর (প্রায় ১৭,৬৫০ টাকা – ২৬,৪০০ টাকা) মধ্যে। ফোনটি পার্পেল ও ব্ল্যাক কালারের সাথে পাওয়া যাবে।  

স্পেসিফিকেশনের কথা বললে, এতে থাকতে পারে ২০:৯ রিফ্রেশ রেট সহ ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪০০ পিক্সেল) আইপিএস পাঞ্চ হোল ডিসপ্লে। আবার এতে ব্যবহার করা হতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৮০ প্রসেসর। ফোনটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে, যার সাথে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

সিকিউরিটির জন্য Oppo A54 5G ফোনে পাওয়া যাবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আবার ফটোগ্রাফির জন্য এর পিছনে থাকবে চারটি ক্যামেরা। এই ক্যামেরাগুলি হবে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স ও দুটি ২ মেগাপিক্সেল সেন্সর। আবার সামনে থাকবে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন