ল্যাপটপ গরম হচ্ছে? ওভার-হিটিংয়ের সমস্যা দূর করুন এই উপায়

ওয়ার্ক-ফ্রম-হোম চালু হওয়ার পর থেকে প্রায় অধিকাংশ অফিসকর্মীরাই ল্যাপটপে মশগুল থাকছেন। তবে দীর্ঘক্ষণ ধরে একটানা ল্যাপটপ ব্যবহার করার ফলে ওভার-হিটিংয়ের সমস্যা দেখা দেওয়া খুবই স্বাভাবিক। বিশেষ করে গ্রীষ্মকালীন সময়ে তাপমাত্রা বেশি থাকার কারণে ল্যাপটপ বেশি গরম হয়ে যায়। এমত অবস্থায় ওভার-হিটিংয়ের সমস্যা যদি আপনারা উপেক্ষা করেন, তাহলে ল্যাপটপটির পারফরম্যান্সের ওপর প্রভাব পড়তে পারে। এমনকি ল্যাপটপটি খারাপও হয়ে যেতে পারে। তাই আজ আমরা আপনাদের এমন কয়েকটি কৌশল জানাবো, যেগুলিকে অনুসরণ করলে আপনার ল্যাপটপ বেশ খানিকটা ঠান্ডা থাকবে। তাহলে আসুন এই কৌশলগুলি জেনে নেওয়া যাক এবার।

ল্যাপটপকে ওভার-হিট হওয়ার থেকে বাঁচানোর উপায়

ল্যাপটপে থাকা ফ্যানের অবস্থা চেক করুন

ল্যাপটপ যাতে ওভার-হিট না হয়ে যায়, তার জন্য এগুলির অভ্যন্তরীন বডিতে একটি ফ্যান দেওয়া থাকে। এটি হিট বের করে দেওয়ার মাধ্যমে ডিভাইসটিকে ঠান্ডা রাখে। কিন্তু, ঘন্টার পর ঘন্টা অবিরাম ল্যাপটপ ব্যবহারের দরুন অনেক সময়ে ওভার-হিটিংয়ের সমস্যা দেখা দেয়। এমত অবস্থায়, আপনি ৪ থেকে ৫ ঘন্টা অন্তর ল্যাপটপটিকে রিস্টার্ট করে তবেই ব্যবহার করুন। সাথে, ল্যাপটপে থাকা ফ্যানটি ভালো অবস্থায় আছে কিনা তা চেক করতে থাকুন। যদি ফ্যানটির অবস্থা ভালো না থাকে তাহলে, সেটিকে তৎক্ষণাৎ রিপ্লেস বা বদলে ফেলুন।

কুলিং প্যাড ব্যবহার করুন

আপনি যদি দীর্ঘক্ষণ ল্যাপটপে কাজ করেন, তাহলে আমাদের মতে ডিভাইসটিকে ওভার-হিট হওয়ার থেকে বাঁচাতে কুলিং প্যাডের ব্যবহার করা উচিত। এটি ল্যাপটপের তাপমাত্রাকে কম রাখতে সাহায্য করবে এবং আপনাকে বারংবার ডিভাইসটিকে রিস্টার্টও করতে হবে না। মার্কেটে ৩০০ টাকা থেকে শুরু করে ১,০০০ টাকার মধ্যে একাধিক কুলিং প্যাড পেয়ে যাবেন।

ল্যাপটপ স্ট্যান্ডের ব্যবহার করুন

ল্যাপটপের কী-বোর্ড অঞ্চলের নিচে একটি ফ্যান রয়েছে। এটি অতিরিক্ত হিটকে বের করে দিয়ে ডিভাইস ঠান্ডা রাখে। কিন্তু, অনেক সময়ে ল্যাপটপটিকে সারফেস বা সমতল পৃষ্ঠে রাখার কারণে ফ্যানটি সঠিক ভাবে কাজ করতে পারে না। যার ফলে ল্যাপটপ মাত্রাতিরিক্ত গরম হয়ে যায়। তাই, আপনি যদি আপনার ল্যাপটপটিকে স্ট্যান্ডে রেখে কাজ করেন তাহলে, এই সমস্যাটি দেখা দেবে না। এছাড়া, স্ট্যান্ডে রেখে কাজ করলে, আপনি নিজের সুবিধা মতো ল্যাপটপের হাইট বা অ্যাঙ্গেলকে অ্যাডজাস্টও করতে পারবেন। মার্কেটে ৫০০ টাকা থেকে শুরু করে ২,০০০ টাকা পর্যন্ত বিভিন্ন প্রকারের ল্যাপটপ স্ট্যান্ড উপলব্ধ আছে।

বিছানা বা বালিশের ওপর ল্যাপটপ রেখে কাজ করবেন না

এমন অনেকেই আছেন যারা বিছানা বা বালিশের ওপর ল্যাপটপ রেখে কাজ করতে পছন্দ করেন। কিন্তু, এমন করলে ল্যাপটপের ফ্যান যথাযথ ভাবে কাজ করতে পারে না এবং ল্যাপটপটি অতিরিক্ত গরম হয়ে যায়। আর এমনটা হলে কিন্তু পরবর্তী সময়ে আপনার এই ডিভাইসটি খারাপও হয়ে যেতে পারে। তাই আপনি যদি একান্তই বিছানায় বসে কাজ করতে চান তাহলে, একটি ফোল্ডেবল বেড স্টাডি টেবিলের ওপর ল্যাপটপটিকে রেখে তারপরই কাজ করুন। এটি ব্যবহার করলে ফ্যান সহজেই হিট নির্গমন করতে পারবে, আর আপনার ল্যাপটপটিও ঠান্ডা থাকবে। এই বেড স্টাডি টেবিলগুলির দাম ৫০০ টাকা থেকে ২,০০০ টাকার মধ্যে পড়বে।

ঠান্ডা জায়গায় ল্যাপটপটিকে ব্যবহার করুন

ল্যাপটপে যাতে রোদ না লাগে সেদিকে অবশ্যই খেয়াল রাখুন। কারণ, সরাসরি রোদ বা প্রচন্ড গরমের মধ্যে ল্যাপটপ ব্যবহার করলে ওভার-হিটিং -এর সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে গরম কালে তাপমাত্রা বেশি থাকায় ডিভাইসটি বেশি গরম হয়। তাই, ফ্যান বা এয়ারকন্ডিশনার চালিয়ে ঘর ঠান্ডা করে তবেই ল্যাপটপ ব্যবহার করা উচিত।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন