মরসুমের ‘হট’ অফার! এখন 3000 টাকা কমে পাবেন সদ্য লঞ্চ হওয়া Nothing Ear (a) ইয়ারবাড

নামের আক্ষরিক অর্থ ‘কিছুই না’ হলেও, অল্প সময়ের মধ্যে ভারতের বাজারে বড় একটা জায়গা করে নিয়েছে Nothing ব্র্যান্ডটি এবং ক্রেতামহলের ভরসা দেখে তারা একের পর এক নতুন প্রোডাক্টও নিয়ে আসছে। যেমন, সম্প্রতি Nothing এদেশে তাদের দুটি নতুন ইয়ারবাড Nothing Ear এবং Nothing Ear (a) লঞ্চ করেছে, যেগুলি তারের জট ছাড়াই আধুনিক প্রযুক্তির সাথে মিউজিক, কলিংয়ের সুবিধা উপভোগ করতে সাহায্য করবে। সেক্ষেত্রে আপনি যদি এই ইয়ারবাডগুলির মধ্যে কোনো একটি কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে আপনার জন্য রয়েছে সুখবর।

আসলে, এখন সীমিত সময়ের অফারে Nothing Ear (a) মডেলটি 2 হাজার টাকা ছাড়ে কেনার সুযোগ মিলছে। কীভাবে এবং কোথায় এই সাশ্রয়ী অফার পাবেন, আসুন তা দেখে নিই এবং সাথে এক নজর রাখি ইয়ারবাডটির ফিচারের ওপরেও।

এখন Nothing Ear (a) কিনলে বাঁচবে 2,000 টাকা, কীভাবে?

নাথিং ইয়ার (এ) ইয়ারবাডের আসল দাম 7,999 টাকা হলেও, বর্তমানে এটি ফ্লিপকার্ট (Flipkart)-এর অফারে 6,999 টাকায় পাওয়া যাচ্ছে। আবার আপনি এই অডিও অ্যাক্সেসরিটি কিনতে গেলে লঞ্চ অফারের আওতায় আরও খানিকটা কম দামে 5,999 টাকায় পেয়ে যাবেন। তবে, লঞ্চ অফার মিস করলেও চিন্তার প্রয়োজন নেই, কেননা সিটি (Citi) ব্যাঙ্কের কার্ড দিয়ে ইএমআইয়ে নাথিং ইয়ার (এ) কিনলে 2,000 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন, যাতে এর কার্যকর মূল্য হবে 4,999 টাকায়।

Nothing Ear (a)-এর মূল ফিচার: বিশেষ কী আছে?

নতুন নাথিং ইয়ার (এ) ইয়ারবাড, কোম্পানির বিখ্যাত সেমি-ট্রান্সপারেন্ট ডিজাইন ও হলুদ রঙের নতুন বাবল ডিজাইনের সংমিশ্রণের সাথে এসেছে। এগুলিতে প্রিমিয়াম মডেল নাথিং ইয়ারের অনুরূপ কাস্টম 11 মিমি ডায়নামিক ড্রাইভার রয়েছে। নাথিংয়ের দাবি, তারা পরিষ্কার শব্দ এবং উন্নত এয়ারফ্লো-এর জন্য আনুষাঙ্গিকটির ডুয়াল চেম্বার ডিজাইনকে উন্নত করেছে। সাথে রয়েছে অ্যাডাপ্টিভ অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন (ANC) সাপোর্ট, যা তিনটি মোডে (হাই, মিড ও লো) পারিপার্শ্বিক প্রতিবেশের শব্দ 45 ডেসিবেল (dB) পর্যন্ত কমাতে সক্ষম হবে।

অন্যান্য ফিচারের কথা বললে, এই নাথিং ইয়ারবাডে ব্লুটুথের মাধ্যমে হাই-রেজোলিউশনের স্ট্রিমিংয়ের জন্য LHDC 5.0 এবং LDC কোডেকের বিকল্প দেওয়া হয়েছে। এর পাওয়ার ব্যাকআপও বেশ ভালো – কেসটিতে 500 এমএএইচ ব্যাটারি রয়েছে এবং প্রতিটি বাডে 46 এমএএইচ ব্যাটারি রয়েছে যা সম্পূর্ণরূপে চার্জ থাকলে 42.5 ঘন্টা পর্যন্ত প্লেব্যাক টাইম অফার করে। এছাড়া নাথিং ইয়ার (এ)-তে ডুয়াল কানেকশন, লো ল্যাগ মোড, পিঞ্চ কন্ট্রোলের মতো ফিচারেরও দেখা মিলবে।

প্রসঙ্গত উল্লেখ্য, এক্ষেত্রে ইউজাররা তাদের নিজস্ব সাউন্ড প্রোফাইল তৈরি করতে কিংবা ইকুয়ালাইজার, এএনসি কন্ট্রোল এবং অন্যান্য ফিচারগুলি অ্যাক্সেস করতে নাথিং এক্স অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারেন।