অবিকল OnePlus! ডিজাইন ফাঁস হতেই Oppo-র নতুন ফোনকে ঘিরে জল্পনা তুঙ্গে

কিছুদিন ধরেই Oppo K-সিরিজের পরবর্তী স্মার্টফোন নিয়ে জল্পনা চলছে। ব্র্যান্ডটি শীঘ্রই Oppo K12 চীনে লঞ্চ করতে চলেছে বলে খবর শোনা যাচ্ছে। সম্প্রতি, এক টিপস্টার ফোনটির কিছু স্পেসিফিকেশন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। তিনি এখন আবার Oppo K12-এর স্কিম্যাটিক নিয়ে হাজির হয়েছেন, যা ফোনটির ফ্রন্ট এবং ব্যাক – উভয় প্যানেলের ডিজাইন স্পষ্টভাবে তুলে ধরেছে।

Oppo K12-এর ডিজাইন ফাঁস

ডিজিটাল চ্যাট স্টেশন তার ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং সাইট) পোস্টে ওপ্পো কে১২-এর স্কিম্যাটিক শেয়ার করেছেন। ছবি অনুযায়ী, সামনে পাঞ্চ-হোল ওলেড (OLED) প্যানেল রয়েছে, যা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সাথে ইন্টিগ্রেটেড বলে মনে করা হচ্ছে। ফোনটির রিয়ার শেলের ওপরের বাম কোণে উত্থিত মডিউলের মধ্যে দুটি ক্যামেরা এবং একটি এলইডি ফ্ল্যাশ স্থাপন করা হয়েছে।

oppo-k12-design-leaked

এছাড়াও, ওপ্পো কে১২-এর স্কিম্যাটিকটি ফ্রেমের বাম দিকে একটি অ্যালার্ট স্লাইডারের উপস্থিতিও নিশ্চিত করেছে। আর ফোনের ডান প্রান্তে একটি ভলিউম রকার এবং একটি পাওয়ার বাটন দেখা যাবে। মনে করা হচ্ছে যে, কে১২-এ ডুয়েল স্পিকার সিস্টেম থাকবে, যার একটি সম্ভবত নীচের প্রান্তে থাকবে এবং অন্যটি ওপরের বেজেলে অবস্থান করবে।

Oppo K12-এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

Oppo K12-এ ৬.৭ ইঞ্চির ওলেড (OLED) প্যানেল থাকবে বলে জানা গেছে, যা ১.৫কে রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। ডিভাইসটি Qualcomm Snapdragon 7 Gen 3 চিপসেট দ্বারা চালিত হবে, যা ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজের সাথে যুক্ত থাকবে। ডিভাইসটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক কালারওএস ১৪ (ColorOS 14) কাস্টম স্কিনে রান করবে।

ফটোগ্রাফির জন্য, Oppo K12-এর রিয়ার প্যানেলে অবস্থিত ট্রিপল ক্যামেরা সেটআপের মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর ও ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর যুক্ত থাকবে। আর সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অবস্থান করবে। তবে, ফোনটির ব্যাটারি বা চার্জিং ক্ষমতা সম্পর্কে কোনও তথ্য এখনও উপলব্ধ নেই। মনে করা হচ্ছে যে, এটি পূর্বসূরির Oppo K11-এর মতোই ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি অফার করতে পারে।

জানিয়ে রাখি, গত বছর লঞ্চ হওয়া Oppo K11 5G এবং OnePlus Ace 2V-এ একই রকম ডিজাইন রয়েছে, কিন্তু উভয় ফোনই ভিন্ন স্পেসিফিকেশন অফার করে। অনুমান করা হচ্ছে যে, Oppo K12 এবং Ace 3V-এর ক্ষেত্রেও একই কৌশল অবলম্বন করা হতে পারে। সম্প্রতি OnePlus Ace 3V-এর একটি ফাঁস হওয়া রেন্ডার এতে ওপ্পো ফোনটির মতোই ডিজাইন ইঙ্গিত করেছে।

অতএব, আশা করা হচ্ছে যে Oppo K12 এবং OnePlus Ace 3V-এর বাহ্যিক ডিজাইন একই রকম হতে পারে, কিন্তু অভ্যন্তরীণ বৈশিষ্ট্যগুলি ভিন্ন হবে। কারণ ওয়ানপ্লাসের ফোনে Snapdragon 7 Gen 3-এর থেকে আরও শক্তিশালী Snapdragon 7+ Gen 3 চিপসেট ব্যবহার করা হবে জানা গেছে।