৬৪ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরার সাথে ৩২ এমপি সেলফি ক্যামেরা, Vivo V25 4G ভারতে আসছে

জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড ভিভো (Vivo) কিছুমাস আগে ভারতে V25 সিরিজটি উন্মোচন করেছে। কোম্পানি ৩৫,৯৯৯ টাকায় V-সিরিজের নতুন প্রিমিয়াম স্মার্টফোন হিসেবে V25 Pro 5G লঞ্চ করেছে। ফোনটি ২৭,৯৯৯ টাকায় উপলব্ধ V25 5G-এর উচ্চতর সংস্করণ। তবে বর্তমানে শোনা যাচ্ছে যে, আরেকটি Vivo V-সিরিজের ফোন শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলছে। একটি নতুন রিপোর্টে দাবি করা হয়েছে যে, ভিভো শীঘ্রই এদেশে V25 4G হ্যান্ডসেটটি লঞ্চ করবে। এই রিপোর্টে আসন্ন ভিভো স্মার্টফোনের সম্ভাব্য কিছু স্পেসিফিকেশনও উল্লেখ করা হয়েছে। চলুন লঞ্চের আগে Vivo V25 4G সম্পর্কে যা যা তথ্য সামনে এসেছে, তা দেখে নেওয়া যাক।

Vivo V25 4G শীঘ্রই আসছে ভারতের বাজারে

প্রাইসবাবা -এর সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ভারতে ভিভো ভি২৫ সিরিজের নতুন সংযোজন হিসেবে ভি২৫ ৪জি হ্যান্ডসেটটি আত্মপ্রকাশ করতে চলেছে। যদিও কোম্পানি এই হ্যান্ডসেটটির প্রসঙ্গে কোনও বিস্তারিত তথ্য নিশ্চিত করেনি, তবে ফোনটি শীঘ্রই ভারতে লঞ্চ হবে বলে দাবি করা হয়েছে। টিপস্টার পারস গুগলানিকে উদ্ধৃত করে, প্রাইসবাবার রিপোর্টে বলা হয়েছে যে, কোম্পানি ভি২৫ ৪জি ফোনটিকে ভি২৫ই ৪জি-এর প্রায় অভিন্ন সংস্করণ হিসেবে লঞ্চ করবে। ভি২৫ই ৪জি মডেলটি বর্তমানে থাইল্যান্ডের মার্কেটে কেনার জন্য উপলব্ধ রয়েছে। এছাড়াও, রিপোর্টে জানানো হয়েছে যে ভিভোর নতুন ৪জি হ্যান্ডসেটটি নভেম্বরের মাঝামাঝি ভারতে লঞ্চ হবে। তবে, ফোনটির নির্দিষ্ট লঞ্চের তারিখটি এখনও জানা যায়নি।

ভিভো ভি২৫ ৪জি-এর সম্ভাব্য স্পেসিফিকেশন – Vivo V25 4G Expected Specifications

৪জি ফোন হওয়ায় ভিভো ভি২৫ ৪জি-তে নতুন মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসরটি থাকতে পারে। মিডিয়াটেক (MediaTek) এবং কোয়ালকম (Qualcomm) উভয়ই প্রধান চিপসেট প্রস্তুতকারী সংস্থাই খুব বেশি সংখ্যক নতুন ৪জি চিপসেট বর্তমান সময়ে লঞ্চ করেনি। তাই, এটি অনুমান করাই যে নতুন এই ভিভো ফোনে লেটেস্ট হেলিও জি৯৯ চিপসেটটি ব্যবহার করা হবে৷

এছাড়া, V25 4G মডেলটি V25e 4G-তে থাকা একই ক্যামেরা, ডিসপ্লে এবং ব্যাটারি স্পেসিফিকেশন অফার করতে পারে। এটি একটি কালার পরিবর্তনকারী ব্যাক প্যানেল সহ ভারতে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। থাইল্যান্ডে, ভিভো একটি আকর্ষণীয় সানশাইন গোল্ড কালার অপশনে V25e 4G লঞ্চ করেছে, যা সূর্যের অতি-বেগুনি রশ্মির সংস্পর্শে এলে রিয়ার প্যানেলের রঙ পরিবর্তন করে। অন্য ভ্যারিয়েন্টটি ডায়মন্ড ব্ল্যাক কালারে পাওয়া যাচ্ছে।

যেহেতু, V25 4G-এর স্পেসিফিকেশন V25e 4G-এর অনুরূপ হবে বলে জানা গেছে, তাই নতুন এই Vivo V25 সিরিজের হ্যান্ডসেটটি ওয়াটারড্রপ নচ ডিজাইন সহ ৬.৪৪ ইঞ্চির ফুল-এইচডি+ ডিসপ্লের সাথে আসবে। ডিসপ্লেটি ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও অফার করবে।

ফটোগ্রাফির জন্য, V25 4G-এর ব্যাক প্যানেলে একটি ট্রিপল-ক্যামেরা সেটআপ দেখা যাবে, যার মধ্যে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর এবং ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর অন্তর্ভুক্ত থাকবে। ফোনটিতে আল্ট্রাওয়াইড শুটিং সাপোর্ট করবে না। আর সেলফির জন্য, Vivo V25 4G-এর সামনে একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা উপস্থিত থাকতে পারে। ডিভাইসটি ১২৮ জিবি ইন-বিল্ট স্টোরেজ অফার করবে বলে আশা করা হচ্ছে। পাওয়ার ব্যাকআপের জন্য, V25 4G সম্ভবত ৪,৫০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে, যা ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

এছাড়া, উল্লেখিত হ্যান্ডসেটটির স্পেসিফিকেশনের ওপর ভিত্তি করে অনুমান করা যায় যে, ভারতে এটির দাম প্রায় ২০,০০০ টাকা হতে পারে। এদেশের বাজারে এখনও এরকম খুব বেশি সংখ্যক ফোন নেই, যেগুলির দাম ২০,০০০ টাকার ওপরে, কিন্তু ৫জি সাপোর্ট ছাড়া আসে৷ ফলে ভারতীয় গ্রাহকদের মধ্যে Vivo V25 4G কতটা জনপ্রিয় হয় সেটাই এখন দেখার।