Hero-কে টেক্কা দিয়ে ঝাঁকে ঝাঁকে নতুন মডেল আনার ফল, Honda-র বাইক ও স্কুটার কিনতে লম্বা লাইন

ভারতের টু-হুইলারের বাজারে দ্বিতীয় বৃহত্তম সংস্থার খেতাবধারী সংস্থা হোন্ডা মোটরসাইকেল এন্ড স্কুটার ইন্ডিয়া বা এইচএমএসআই (HMSI) আগস্টে টু-হুইলার বেচাকেনার হিসাব নিকাশ প্রকাশ করল। Hero MotoCorp-এর পরেরই স্থানেই উচ্চারিত হয় Honda-র নাম। এবছর আগস্টে মোট ৪,৭৭,৫৯০টি দু’চাকা গাড়ি বিক্রি করেছে জাপানি সংস্থাটি। যার মধ্যে দেশের বাজারে মোটরসাইকেল ও স্কুটার বিক্রি হয়েছে ৪,৫১,২০০ ইউনিট এবং রপ্তানির পরিমাণ ২৬,৩৯০ ইউনিট। এতে আগের বছরের ওই সময়ের তুলনায় বেচাকেনায় ৩% উত্থান ঘটেছে।

Honda-র টু-হুইলার বিক্রিতে ৩% উত্থান ঘটল

উল্লেখ্য আগের মাসে হোন্ডা নয়া নির্গমন বিধির ইঞ্জিন সহ SP160, Livo, CD110 Dream Deluxe ও Hornet 2.0 লঞ্চ করেছে। Hornet 2.0-এর নয়া ভার্সনের দাম ১.৩৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। নির্গমনের জন্য দায়ী বিভিন্ন যন্ত্রাংশে একাধিক সেন্সর ব্যবহার করা হয়েছে। ইঞ্জিনে কোনরকম গোলযোগ দেখা দিলেই, বাইকের ইন্সট্রুমেন্ট প্যানেলে ওয়ার্নিং লাইট জানান দেবে।

আবার ১৬০ সিসি সেগমেন্টে নতুন বাইক SP160 দুই ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে – সিঙ্গেল ডিস্ক ও টুইন ডিস্ক। এদের মূল্য যথাক্রমে ১,১৭,৫০০ টাকা ও ১,২১,৯০০ টাকা (এক্স-শোরুম)। এটি সংস্থার পোর্টফোলিও’তে ১৬০ সিসির তৃতীয় মডেল হিসেবে এসেছে। উক্ত সেগমেন্টে রয়েছে Unicorn ও X-Blade। তবে X-Blade-এ এখনও BS6 Stage 2 বিধি মেনে ইঞ্জিন দেওয়া হয়নি।

OBD2 বিধির ইঞ্জিন সমেত Honda Livo দুটি ভ্যারিয়েন্টে এসেছে – ড্রাম ও ডিস্ক। এদের মূল্য যথাক্রমে ৭৮,৫০০ ও ৮২,৫০০ টাকা (এক্স-শোরুম)। অন্যদিকে কোম্পানি বিগউইং ক্রেতাদের জন্য ‘এক্সটেন্ডেড ওয়ারেন্টি’ এবং ‘এক্সটেন্ডেড ওয়ারেন্টি প্লাস’ প্রোগ্রাম লঞ্চ করেছে। সাম্প্রতিক সুরাট বেঙ্গালুরু পাঠানামথিট্টা এবং কন্টাইয়ে বিগউইংয়ের নতুন শোরুমের উদ্বোধন করেছে।