তিনটি অ্যান্ড্রয়েড ভার্সন এবং চার বছর ধরে সফটওয়্যার আপডেট পাবে এই ফোন, বড় ঘোষণা করল Oppo

ওপ্পো আগামী ১২ জানুয়ারি ভারতের বাজারে তাদের বহু প্রতীক্ষিত Oppo Reno 11 সিরিজ লঞ্চ করতে চলেছে। এতে স্ট্যান্ডার্ড Oppo Reno 11 এবং Oppo Reno 11 Pro নামে দু’টি মডেল আসবে। চলতি সপ্তাহের শেষের দিকে নির্ধারিত লঞ্চ ইভেন্টের আগে ক্রেতাদের আকর্ষণ করার উদ্দেশ্যে ব্র্যান্ডটি বর্তমানে আসন্ন হ্যান্ডসেটগুলির উল্লেখযোগ্য স্পেসিফিকেশন এবং ফিচার প্রকাশ করা শুরু করেছে। আর এখন, ওপ্পো আসন্ন Reno 11 সিরিজের সফ্টওয়্যার সাপোর্টের সময়কালও ঘোষণা করেছে।

প্রকাশিত হল Oppo Reno 11 সিরিজ সফ্টওয়্যার সাপোর্টের সময়কাল

ওপ্পো গত বছর নভেম্বর মাসে কালারওএস ১৪ (ColorOS 14) সফ্টওয়্যার লঞ্চ করেছে। আর এখন, তারা নিশ্চিত করেছে যে আসন্ন রেনো ১১ সিরিজের হ্যান্ডসেটগুলি এদেশের প্রথম স্মার্টফোন হবে, যা অ্যান্ড্রয়েড ১৪ ওএস ভিত্তিক প্রি-ইনস্টল করা কালারওএস ১৪ কাস্টম স্কিনের সাথে আসবে। এছাড়াও, রেনো ১১ সিরিজ তিনটি ওএস (Operating System) আপডেট এবং চার বছরের সিকিউরিটি প্যাচ গ্রহণ করবে। অর্থাৎ ডিভাইসগুলি অ্যান্ড্রয়েড ১৭ ভার্সন পর্যন্ত আপডেট পাবে।

জানিয়ে রাখি, কালারওএস ১৪ নতুন অ্যাকোয়ামরফিক ডিজাইনের সাথে একটি পলিশড এবং স্ট্যান্ডার্ডাইজড ইউজার ইন্টারফেস অফার করে। এর দ্বারা সাধারণ বাবল, ক্যাপসুল এবং প্যানেলগুলি অবিচ্ছিন্নভাবে স্ট্যাটাস বারে মিশে যায়, যাতে বিভিন্ন কাজ সম্পাদন করা সহজ হয়। অলওয়েজ-অন-ডিসপ্লে (AOD)-এর জন্য নতুন গো গ্রীন স্টাইলটি পরিবেশগত চেতনাকে উদ্বুদ্ধ করে। এটি পারফরম্যান্সের উন্নতি, উন্নত সিকিউরিটি এবং প্রাইভেসি ফিচার এবং এআই (এআই)-চালিত বৈশিষ্ট্যগুলিও অফার করে।

উল্লেখ্য, Oppo Reno 11 সিরিজে কার্ভড-এজ সহ ৬.৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) স্ক্রিন থাকবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং এইচডি+ সাপোর্ট করবে। ফোনগুলিতে একটি পিল-আকৃতির ক্যামেরা মডিউল সহ স্লিম ডিজাইন দেখা যাবে। Reno 11 সিরিজের গ্লোবাল মডেলগুলিতে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ৩২ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স এবং একটি অতিরিক্ত ক্যামেরা থাকবে। আর সামনে একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং সেলফি ক্যামেরা দেখা যাবে।