MRP-র ওপর 22 হাজার টাকা ছাড়! বছর শেষে জলের দরে কিনুন OnePlus-এর এই দুর্দান্ত ফোন

প্রিমিয়াম ফিচারের সাথে চমৎকার বিল্ড-কোয়ালিটি এবং পরিচ্ছন্ন সফ্টওয়্যার অফারের জন্য বাজারের ফ্ল্যাগশিপ সেগমেন্টে OnePlus-এর ফোনগুলি অত্যন্ত জনপ্রিয়। তবে দাম বেশি হওয়ায় চট করে কোনো OnePlus ফোন কিনব বললেও কেনা যায়না, আর এই কোম্পানির হাই-এন্ড স্মার্টফোনগুলিতে খুব কমই ডিসকাউন্ট পাওয়া যায়। তবে এখন মানে ২০২৩ বছর শেষ হওয়ার আগে OnePlus-এর একটি জনপ্রিয় ফ্ল্যাগশিপ ফোনে অবাক করা ছাড় কেনার সুযোগ দিচ্ছে Amazon India – আপনি বর্তমানে OnePlus 10 Pro 5G মডেল পুরো ২২ হাজার টাকার ফ্ল্যাট ডিসকাউন্টে পেয়ে যাবে, এর সাথে থাকবে আরও কিছু সাশ্রয়ী অফার। তো আসুন দেখে নিই OnePlus 10 Pro 5G ঠিক কত দামে মিলছে এবং এতে কী কী ফিচার রয়েছে।

OnePlus 10 Pro 5G-তে বাম্পার ছাড় দিচ্ছে Amazon, দেখুন দাম

ওয়ানপ্লাস ১০ প্রো ৫জি স্মার্টফোনের ৮ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি গত বছর ৬৬,৯৯৯ টাকায় লঞ্চ হয়েছিল। তবে ওয়ানপ্লাস ১২ (OnePlus 12) লঞ্চের আগে অ্যামাজন ইন্ডিয়া এখন এই ফোনটি ২২,০০০ টাকার কুপন ডিসকাউন্ট দিচ্ছে, যার ফলে এটি ৪৪,৯৯৯ টাকায় পাওয়া যাবে। আবার যদি কেউ আইসিআইসিআই (ICICI) ব্যাঙ্ক ক্রেডিট কার্ড, অ্যামাজন পে আইসিআইসিআই (Amazon Pay ICICI) ক্রেডিট কার্ড বা ওয়ানকার্ড (OneCard) ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে তাহলে অতিরিক্ত ৫,০০০ টাকার ছাড় কাজে লাগানো যাবে।

এছাড়াও, যদি পুরনো ফোনের বদলে এই ওয়ানপ্লাস স্মার্টফোন কিনতে যান, তাহলে সর্বোচ্চ ৩২,০৫০ টাকা এক্সচেঞ্জ ভ্যালু পেতে পারেন। নিঃসন্দেহে এটি একটি বড় অঙ্কের ছাড়, কিন্তু এই এক্সচেঞ্জ বোনাসের পরিমাণ নির্ভর করবে ফোনের ব্র্যান্ড, মডেল এবং বর্তমান অবস্থার উপর।

OnePlus 10 Pro 5G-এর স্পেসিফিকেশন

ওয়ানপ্লাস ১০ প্রো ৫জি ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৭-ইঞ্চি ফ্লুইড অ্যামোলেড (Fluid AMOLED) ডিসপ্লে রয়েছে। শক্তিশালী পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর, সাথে রয়েছে ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্ট। একইভাবে পাওয়ার ব্যাকআপের জন্য এটি ৮০ ওয়াট সুপারভোক (SuperVOOC) চার্জিং সাপোর্ট ও ৫০ ওয়াট এয়ারভোক (AirVOOC) ফাস্ট চার্জিং প্রযুক্তিসহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি অফার করবে।

এছাড়াও ফটোগ্রাফির জন্য এই ফোনে ৪৮ মেগাপিক্সেল ওআইএস (OIS) সনি আইএমএক্স৭৮৯ (Sony IMX789) লেন্স, ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ৮ মেগাপিক্সেল টেলিফটো লেন্সযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে, যেখানে এতে ভিডিও কলিং ও সেলফির জন্য ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা বর্তমান।