200W ফাস্ট চার্জিং থেকে 144hz রিফ্রেশ রেট, বাজারে আলোড়ন ফেলতে প্রস্তুত iQOO 11S

আইকো ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে দেশীয় বাছারে iQOO Neo 7 Pro স্মার্টফোনটির লঞ্চের জন্য টিজার প্রকাশ করেছে৷ আরও শোনা যাচ্ছে যে, ব্র্যান্ডটি ভারতেরনতুন মডেলের পাশাপাশি চীনে iQOO 11S নামে এক নয়া হ্যান্ডসেট লঞ্চের জন্যও প্রস্তুতি নিচ্ছে। এখন সে দিকেই ইঙ্গিত করে ফোনটি চীনের শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের (MIIT)-এর ওয়েবসাইটে উপস্থিত হয়েছে। আসুন এই সার্টিফিকেশন তালিকাটি থেকে কী কী তথ্য সামনে এসেছে, জেনে নেওয়া যাক।

iQOO 11S হাজির MIIT এর ওয়েবসাইটে

V2304A মডেল নম্বর সহ একটি আইকো ফোনকে সম্প্রতি চীনের মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি (MIIT) নিয়ন্ত্রক কর্তৃপক্ষের ওয়েবসাইটে দেখা গেছে। এই হ্যান্ডসেটটি বহু প্রতীক্ষিত আইকো ১১এস বলে মনে করা হচ্ছে। ওয়েবসাইটটি ডিভাইস সম্পর্কে বিশেষ কিছু জানায়নি। তবে, এতে ৫জি নেটওয়ার্ক সাপোর্টের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।

টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন এর আগে চীনা মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম ওয়েইবো-তে আসন্ন আইকো ১১এস স্মার্টফোনের স্পেসিফিকেশনগুলি ফাঁস করেছেন। টিপস্টারের দাবি অনুযায়ী, ফোনটি উচ্চতর পারফরম্যান্স এবং ফাস্ট চার্জিং প্রযুক্তি অফার করার দিকে মনোনিবেশ করবে। তার মতে, এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট ব্যবহার করা হবে।

আরও জানা গিয়েছে, ফোনটিতে ৩,২০০ x ১,৪৪০ পিক্সেলের 2K রেজোলিউশন এবং ১৪৪ হার্টজ উচ্চ রিফ্রেশ রেট সহ স্যামসাং ই৬ ওলেড প্যানেল থাকবে। ক্যামেরা প্রসেসিংয়ে আরও সাহায্য করার জন্য হ্যান্ডসেটটি ভিভোর ভি২ ইমেজিং চিপের সাথে একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা অফার করবে। আগেই বলা হয়েছে যে, ডিভাইসটি ফাস্ট চার্জিং প্রযুক্তির ওপর ফোকাস করবে এবং একটি সম্ভবত ২০০ ওয়াট পর্যন্ত ফাস্ট ওয়্যার্ড চার্জিং সাপোর্টের সাথে আসবে।

এছাড়াও সাম্প্রতিক রিপোর্টে আরও দাবি করা হয়েছে যে, iQOO 11S আগামী মাসে, অর্থাৎ জুলাইয়ের প্রথম দিকে চীনে লঞ্চ হবে। তারপর ফোনটি বিশ্বের অন্যান্য বাজারেও উপস্থিত হবে। এও শোনা যাচ্ছে যে হ্যান্ডসেটটি আগামী ৮ জুলাই থেকে চীনে বিক্রির জন্য উপলব্ধ হতে পারে। এই তথ্যটি সত্যি হলে খুব শীঘ্রই কোম্পানির তরফে iQOO 11S সম্পর্কীত বিবরণ বা এর প্রোমোশনাল টিজার সামনে আসতে পারে।