4G পরিষেবা চালু করতে তৎপর BSNL, জমি বিক্রি করে ১,২০০ কোটি টাকা ঘরে আনার ভাবনা

রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) জমি বিক্রির মাধ্যমে প্রায় ১,২০০ কোটি টাকা আয় করার পরিকল্পনা করছে বলে জানা গেছে। সম্প্রতি টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদনের মাধ্যমে এই খবর প্রকাশ্যে এসেছে। জানা গেছে যে, BSNL খুব শীঘ্রই চেন্নাইয়ে প্রায় ৫৪.৬২ একর জমি বিক্রি করার প্রস্তুতি নিচ্ছে, যার আনুমানিক মূল্য ১২৫০ কোটি টাকা। আগামী বছরের মধ্যে এই বিক্রয়পর্ব সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, চেন্নাইয়ের আবাসিক এবং বাণিজ্যিক উভয় হটস্পটেই বিএসএনএল-এর বেশ কিছু পরিমাণ সম্পত্তি রয়েছে। এগমোরের এথিরাজ সালাই-এর পি ভি চেরিয়ান ক্রিসেন্ট রোড, ফ্লাওয়ার বাজার, রোয়াপেটতাহ, ত্রিপ্লিকেন এবং ভ্যাসরপাডি সহ বিভিন্ন এলাকায় বিএসএনএল জমি বিক্রি করতে চাইছে। সংস্থার মূল লক্ষ্য হল, ব্যবহার করা হচ্ছে না এমন জমি এবং বিল্ডিং উভয়ই বিক্রি করা। উল্লেখ্য যে, সরকার কর্তৃক পরিচালিত এই টেলিকম কোম্পানিটি থেকে গত বছর বিপুল সংখ্যক কর্মচারী স্বেচ্ছায় অবসর গ্রহণ (voluntary retirement scheme বা VRS) করার পরে চেন্নাইয়ে তাদের বেশ কয়েকটি এমপ্লয়ি কোয়ার্টার খালি হয়ে যায়। এগুলিও বিক্রির তালিকার অন্তর্ভুক্ত হবে বলে মনে করা হচ্ছে।

এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে, হঠাৎ করে এই বিপুল পরিমাণ সম্পত্তি বিক্রির সিদ্ধান্ত নেওয়া হলই বা কেন, আর এর থেকে প্রাপ্ত টাকা দিয়েই বা কী কাজ করা হবে? সেক্ষেত্রে আপনাদেরকে বলি, সম্পত্তি বিক্রির মাধ্যমে যে আনুমানিক ১,২০০ কোটি টাকা আসবে বলে আশা করা হচ্ছে, তা সংস্থাটি ৪জি নেটওয়ার্ক রোল আউটের জন্য কাজ লাগাবে।

আগেই বলেছি যে, আগামী বছর সম্ভবত এই জমি বিক্রির প্রক্রিয়া সম্পন্ন হবে। তাই তখন থেকেই BSNL-কে জোরকদমে 4G সার্ভিস রোলআউটের জন্য কাজ করতে দেখা যাবে। কিন্তু ততদিনে আবার অন্যান্য অপারেটররা 5G নেটওয়ার্ক চালু করে ফেলবে বলে আশা করা হচ্ছে। ফলে BSNL সেই পিছিয়ে পড়া কোম্পানি হিসেবেই থেকে যাবে।