সুরক্ষার সাথে আপস নয়, ৫৯টি অ্যাপ ব্যানের প্রশ্নে চীনকে কড়া জবাব ভারতের

জুন মাসের শেষে ভারত সরকার দ্বারা ৫৯টি চীনা অ্যাপ নিষিদ্ধ হওয়ার পর থেকেই নানা জল্পনা-কল্পনা রোজ শিরোনামে উঠে আসছে। দিন দুই আগে আমরা জানিয়েছিলাম, ভারত সরকার অ্যাপ্লিকেশনগুলির নির্মাতা সংস্থাকে কয়েকটি প্রশ্ন করেছে, যার সদুত্তর পেলে হয়তো ফের ফিরতে পারে অ্যাপগুলি। স্বাভাবিক ভাবেই চীন এই ঘটনায় ভারত সরকারের প্রতি বেশ অসন্তুষ্ট। সম্প্রতি নয়াদিল্লিতে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে অ্যাপ নিষেধাজ্ঞার বিষয় উত্থাপিত হয়েছিল।

NIA-এর সরকারী সূত্র জানিয়েছে, ওই বৈঠকের সময় চীন, ভারতে ৫৯ টি অ্যাপ্লিকেশন নিষিদ্ধ করার কারণ জানতে চেয়ে প্রশ্ন তুলেছিল। তারা দাবি করছিল ভারত সরকারের তরফে এই সিদ্ধান্ত নেওয়া মোটেও সঠিক হয়নি। কিন্তু চীনের দাবি সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে ভারত এবং স্পষ্ট করেছে, তাদের এই সিদ্ধান্তে কোনো ভুল নেই।

সরকারের তরফে জানানো হয়েছে, দেশের নাগরিকদের তথ্য দেশের জন্য গুরুত্বপূর্ণ এবং কোনোভাবেই সুরক্ষার সাথে আপস করা যাবেনা।
নিষিদ্ধ অ্যাপ্লিকেশনগুলির বিরুদ্ধে ইউজারদের ডেটা সংগ্রহ করা এবং তা দেশের বাইরে পাঠানোর মত বহু অভিযোগ রয়েছে। জাতীয় সুরক্ষার জন্যই তারা এই সিদ্ধান্ত নিয়েছে।

প্রসঙ্গত, ভারত সরকার তথ্য প্রযুক্তি আইনের ধারা ৬৯এ এর অধীনে অ্যাপ্লিকেশনগুলি নিষিদ্ধ করেছে। এই আইনে, সুরক্ষার জন্য জনসাধারণের তথ্যে অন্য কারো অ্যাক্সেস রোধ করার ক্ষমতা সরকারের রয়েছে। এই কথা ভারতের তরফে আগে বহুবার জানানো হয়েছে, তাই চীনের ওই ধরণের প্রশ্ন অনর্থক ছাড়া কিছুই না।