Moto 360 (3rd Gen) স্মার্টওয়াচ অত্যাধুনিক ফিচার সহ ভারতে লঞ্চ হল, জানুন দাম

দু মাসেরও বেশি সময় ধরে ই-কমার্স সাইটে উঁকিঝুঁকি দেওয়ার পর, অবশেষে লঞ্চ হল Motorola (মোটোরোলা)-র তৃতীয় প্রজন্মের Moto 360 (মোটো ৩৬০) স্মার্টওয়াচ। বলে রাখি, গত মে মাসের শেষ দিক থেকে সংস্থার এই নতুন স্মার্টওয়াচটি ই-কমার্স সাইট Flipkart (ফ্লিপকার্ট)-এ তালিকাভুক্ত ছিল। যেখান থেকে এই স্মার্ট ঘড়িটির ফিচার সামনে এসেছিল। তবে গতকাল অফিসিয়ালি এই নতুন মোটোরোলা প্রোডাক্টটির ওপর থেকে পর্দা সরানো হয়েছে; এবং আগ্রহীরা এখন এটি কিনতে পারবেন। আসুন, নতুন মোটো ৩৬০ স্মার্টওয়াচের দাম ও ফিচার দেখে নেওয়া যাক।

Moto 360 (3rd Gen) স্মার্টওয়াচের দাম, প্রাপ্যতা

নতুন মোটো ৩৬০ স্মার্টওয়াচটিকে ১৯,৯৯৯ টাকায় লঞ্চ করা হয়েছে। আজ থেকে স্মার্টওয়াচটি ফ্লিপকার্টের মাধ্যমে কালো বা ধূসর কালার ভ্যারিয়েন্টে‌ কেনা যাবে।

Moto 360 (3rd Gen) স্মার্টওয়াচের স্পেসিফিকেশন

মোটোরোলার নতুন মোটো ৩৬০ স্মার্টওয়াচটিতে ১.২ ইঞ্চির গোলাকার AMOLED ডিসপ্লে রয়েছে, যার রেজোলিউশন ৩৯০×৩৯০ পিক্সেল। আবার এটির স্ক্রিনে গরিলা গ্লাস ৩ প্রোটেকশন এবং বিশেষ স্ক্র্যাচ সুরক্ষা ব্যবস্থা রয়েছে। এছাড়াও স্টেইনলেস স্টিল নির্মিত ঘড়িটির সার্কুলার ডায়ালের ডান প্রান্তে রয়েছে দু-দুটি কন্ট্রোল বাটন। হার্ডওয়্যার ফ্রন্টে স্মার্টওয়াচটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন উইয়ার ৩১০০ চিপসেট এবং এতে ১ জিবি র‌্যাম, ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে। আবার এটি গুগলের ওয়্যারওএস‌ অপারেটিং সিস্টেমে চালিত। ইউজাররা অ্যান্ড্রয়েড ৬.০ বা পরবর্তী ওএস যুক্ত (গো সংস্করণ বাদে) যেকোনো অ্যান্ড্রয়েড স্মার্টফোনের সাথে এবং নিদেনপক্ষে আইওএস ১২.০ যুক্ত আইফোনের সাথে স্মার্টওয়াচটিকে কানেক্ট করতে পারবেন।

বলে রাখি, Moto 360 (3rd Gen) স্মার্টওয়াচটির ওজন এবং পরিমাপ হবে যথাক্রমে ৫২ গ্রাম এবং ১১.৬৪ মিলিমিটার। এতে ফাস্ট চার্জিং সাপোর্টসহ ৩৫৫ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে, যা পুরোপুরি চার্জ হতে প্রায় এক ঘন্টা সময় নেবে এবং একদিনের ব্যাকআপ দেবে। এছাড়াও, Moto 360 (3rd Gen) স্মার্টওয়াচে 3ATM রেটিংয়ের সুবিধা বর্তমান, ফলে এটি ৩০ মিটার পর্যন্ত জল প্রতিরোধ করতে সক্ষম হবে। তদুপরি, স্মার্টওয়াচটি ইউজারের পছন্দসই কয়েকটি ওয়াচ ফেস (ঘড়ির মুখ) এবং সামঞ্জস্যপূর্ণ ব্যান্ড-ও অ্যাক্সেস করতে দেবে।

অন্যদিকে তৃতীয় প্রজন্মের এই ঘড়িটিতে রয়েছে অ্যাক্সিলোমিটার, জাইরোস্কোপ, ব্যারোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর এবং হার্ট রেট সেন্সর। সাথে পাওয়া যাবে স্লিপ সেন্সর এবং অন্তর্নির্মিত জিপিএস প্রযুক্তি। অর্থাৎ এটি ইউজারের ফিটনেসের খেয়াল রাখবে। কানেক্টিভিটির জন্য এই মোটোরোলা ওয়াচে ব্লুটুথ ৪.১, সিঙ্গেল-ব্যান্ড ওয়াইফাই, GNSS (GPS, GLONASS, BeiDou, GALILEO) এবং NFC সাপোর্ট আছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন