Jio কে ধরাশায়ী করে জুলাই মাসে সর্বোচ্চ ওয়্যারলাইন ব্রডব্যান্ড গ্রাহক পেল BSNL

এবার রাষ্ট্রায়ত্ত সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএলের (BSNL) বিপক্ষে ধরাশায়ী মুকেশ আম্বানির রিলায়েন্স জিও (Reliance Jio)! আজ্ঞে হ্যাঁ, সম্প্রতি পরিষেবার বিভিন্ন ক্ষেত্রে BSNL আগের থেকে সামান্য হলেও উন্নতি করেছে। এমনকি টাটা কনসালটেন্সি সার্ভিসেস বা টিসিএসের (TCS) সাথে হাত মিলিয়ে দেশীয় সংস্থাটি খুব তাড়াতাড়ি নিজস্ব 4G পরিষেবা চালু করতে পারে বলেও শোনা যাচ্ছে। যদিও সেক্ষেত্রে নয়, বরং ওয়্যারলাইন ব্রডব্যান্ড গ্রাহক আকর্ষণের নিরিখে BSNL, বেসরকারি Jio সমেত অন্যান্য অগ্রণী ইন্টারনেট পরিষেবা প্রদানকারীদের পরাস্ত করেছে।

আসলে সদ্য ট্রাই (TRAI) অর্থাৎ টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া, ওয়্যারলাইন ব্রডব্যান্ড গ্রাহক ভিত্তি সম্পর্কিত তাদের মাসিক পরিসংখ্যান পেশ করেছে। সেখানে চলতি বছরের জুলাই মাসে ওয়্যারলাইন ব্রডব্যান্ড গ্রাহক অন্তর্ভুক্তির ব্যাপারে রিলায়েন্স জিও’র থেকেও অনেকটা এগিয়ে রয়েছে সরকারের ‘দুয়োরাণী’ বিএসএনএল! অথচ তার ঠিক আগের মাসেই (জুন) উপরোক্ত পরিষেবার ক্ষেত্রে জিও’কে এগিয়ে থাকতে দেখা গিয়েছিল। কিন্তু জুলাইয়ে তাদের সেই মুকুট কেড়ে নিয়ে বিএসএনএল প্রযুক্তি মহলে বিস্ময় তৈরী করেছে।

ওয়্যারলাইন ব্রডব্যান্ড গ্রাহক বাড়ল BSNL

ট্রাইয়ের দেওয়া তথ্য অনুযায়ী জুলাই (২০২১) মাসে বিএসএনএল প্রায় ৫,০৬,৬৭৪ জন (০.৫০ মিলিয়ন) নতুন গ্রাহককে নিজেদের ওয়্যারলাইন ব্রডব্যান্ড পরিষেবার আওতায় টেনে আনতে সক্ষম হয়েছে। এই পরিসংখ্যান রীতিমতো ঈর্ষণীয়। কারণ, এর নিরিখে তৈরী তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা জিও নতুনভাবে আনুমানিক ২,৫৯,৯৭৫ জন (০.২৫ মিলিয়ন) গ্রাহককে আকর্ষণ করতে সক্ষম হয়েছে, যা বিএসএনএলের তুলনায় প্রায় অর্ধেক! একইসময়ে এয়ারটেল (Airtel) ও ভিআই (Vi) নিজেদের ওয়্যারলাইন ব্রডব্যান্ড পরিষেবায় যথাক্রমে ১,২৫,৬৪০ (০.১২ মিলিয়ন) এবং ১১,৩৪০ জন (০.০১১ মিলিয়ন) নতুন গ্রাহক যুক্ত করেছে বলে জানা গেছে।

৬৫.১ লক্ষ নতুন ওয়্যারলেস সাবস্ক্রাইবার জুড়ল Jio

অবশ্য ওয়্যারলাইন ব্রডব্যান্ড গ্রাহক সংখ্যায় বিএসএনএলের কাছে ধরাশায়ী হলেও ওয়্যারলেস গ্রাহক অন্তর্ভুক্তিতে জিও তার রাজত্ব বজায় রেখেছে। ট্রাইয়ের পেশ করা তথ্য বলছে চলতি বছরের জুলাই মাসে নতুন ৬৫.১ লক্ষ গ্রাহক জিও’র ওয়্যারলেস সংযোগ গ্রহণ করেছেন। ১৯.৪ লক্ষ সাবস্ক্রাইবার অন্তর্ভুক্তির ফলে এয়ারটেল এক্ষেত্রে দ্বিতীয় স্থানে রয়েছে। অন্যদিকে জুলাই মাসে ভিআই ও বিএসএনএল যথাক্রমে ১৪.৩ এবং ১০.২ লক্ষ গ্রাহক হারিয়ে প্রতিযোগিতা থেকে অনেকটা পিছিয়ে পড়েছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন