পাওয়ারফুল ব্যাটারি সহ লঞ্চ হল Realme 7 5G, পাবেন দ্রুত চার্জিং সাপোর্ট

চীনা স্মার্টফোন কোম্পানি রিয়েলমি এবার তাদের রিয়েলমি ৭ সিরিজের ৫জি ভ্যারিয়েন্ট Realme 7 5G লঞ্চ করলো। এর আগে ভারত সহ বেশ কয়েকটি দেশে রিয়েলমি ৭ সিরিজের কয়েকটি ৪জি ফোন লঞ্চ করেছিল জনপ্রিয় স্মার্টফোন নির্মাতাটি। Realme 7 5G ফোনটি কে গতকাল গ্রেট ব্রিটেনে লঞ্চ করা হয়েছে। এই ফোনের বিশেষ বিশেষ ফিচারগুলি হল ৫০০০ এমএএইচ ব্যাটারি, মিডিয়াটেক ডাইমেনসিটি ৮০০ইউ প্রসেসর, পাঞ্চ হোল ডিসপ্লে ও ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট।

Realme 7 5G এর দাম

রিয়েলমি ৭ ৫জি ফোনের দাম ২৭৯ ব্রিটিশ পাউন্ড, যা প্রায় ২৭,৪৭০ টাকা। এই দাম ফোনটির ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের। ফোনটি বাল্টিক ব্লু কালারে পাওয়া যাবে। Realme 7 5G কে অন্যান্য মার্কেটে কবে লঞ্চ করা হবে তা এখনও জানা যায়নি।

Realme 7 5G এর স্পেসিফিকেশন

রিয়েলমি ৭ ৫জি ফোনে আছে ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে। এর পিক্সেল রেজোলিউশন ১০৮০ x ২৩৪০ পিক্সেল, আসপেক্ট রেশিও ২০:৯ এবং স্ক্রিন টু বডি রেশিও ৯০.৫ শতাংশ। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১৮০ হার্টজ এবং টাচ স্যাম্পেলিং রেট ১৮০ হার্টজ। এর ডিসপ্লে ডিজাইন পাঞ্চ হোল, যার মধ্যে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

আবার Realme 7 5G ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮০০ইউ প্রসেসর ব্যবহার করা হয়েছে। যার সাথে  Mali-G57 MC3 জিপিইউ ব্যবহার করা হয়েছে। এতে আছে ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ (UFS 2.1)। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ বাড়ানো যাবে।

ফটোগ্রাফির জন্য এই ফোনে আছে কোয়াড ক্যামেরা সেটআপ। যার প্রাইমারি ক্যামেরা এফ/১.৮ অ্যাপারচার সহ ৪৮ মেগাপিক্সেল। অন্য তিনটি ক্যামেরা হল ১১৯ ডিগ্ৰী ফিল্ড অফ ভিউ সহ ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স, ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর ও ২ মেগাপিক্সেল পোর্ট্রেট ক্যামেরা। এই ক্যামেরায় সুপার নাইটস্কেপ মোড, ত্রিপড মোড, সিনেমা মোড প্রভৃতি দেওয়া হয়েছে।

রিয়েলমি ৭ ৫জি ৫০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে। এতে আছে ৩০ ওয়াট ডার্ট চার্জিং সাপোর্ট। যার ফলে ৬৫ মিনিটে ফোনটি ফুল চার্জ হয়ে যাবে। চার্জিংয়ের জন্য এতে ইউএসবি টাইপ সি পোর্ট উপলব্ধ। সিকিউরিটির জন্য এতে আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এতে ডলবি অ্যাটমোস সাপোর্ট করবে।