নেটওয়ার্ক ছাড়াই পাঠানো যাবে কল-মেসেজ, iPhone-এর ফিচার এবার Oppo-র ফোনে!

নেটওয়ার্ক ছাড়াই বার্তা পাঠানোর ব্যবস্থা অর্থাৎ স্যাটেলাইট কানেক্টিভিটির সুবিধা বর্তমানে দামী স্মার্টফোনের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসেবে উঠে আসছে। গত বছর সর্বপ্রথম হুয়াওয়ে (Huawei) তাদের Mate 50 সিরিজের হ্যান্ডসেটে এই ফিচারটি যুক্ত করেছিল। তারপর অ্যাপল (Apple) তাদের iPhone 14 সিরিজের সাথে স্যাটেলাইট কমিউনিকেশন সাপোর্টকে বিশ্বের দরবারে হাজির করেছে। লেটেস্ট iPhone 15 সিরিজেও এই সুবিধা আছে। স্যামসাং (Samsung)-ও এই প্রযুক্তি নিয়ে কাজ করছে। এবার আরেকটি জনপ্রিয় ব্র্যান্ড এই তালিকায় নাম লেখাতে চলেছে। এতদিন Oppo Find X7 সিরিজ স্যাটেলাইট কানেক্টিভিটি সাপোর্ট করতে চলেছে বলে শোনা যাচ্ছিল৷ আর এখন ওপ্পোও আনুষ্ঠানিকভাবে এবিষয়ে ঘোষণা করেছে।

Oppo Find X7 সিরিজে স্যাটেলাইট কানেক্টিভিটি

ওপ্পো অফিসিয়াল ঘোষণা করেছে যে, ওপ্পো ফাইন্ড এক্স৭ সিরিজের ফোনগুলি স্যাটেলাইট কানেক্টিভিটি সাপোর্ট করবে। হুয়াওয়ের পদাঙ্ক অনুসরণ করে, চীনা ব্র্যান্ডটি তাদের নতুন এক্স সিরিজের ডিভাইসগুলির সাথে এই ক্লাবে যোগদান করতে চলেছে। স্যাটেলাইট কানেক্টিভিটি হল একটি যোগাযোগ প্রক্রিয়া, যেখানে ব্যবহারকারীরা স্মার্টফোন সেলুলার সার্ভিসের পরিবর্তে স্যাটেলাইটের মাধ্যমে যোগাযোগ স্থাপন করতে পারেন। এটি স্মার্টফোনের ক্ষেত্রে একটি প্রযুক্তিগত বিস্ময়ের মতো, কারণ এই ফিচার যুক্ত হ্যান্ডসেটগুলি পুরনো স্যাটেলাইট ফোনগুলির মতো রেডিও অ্যান্টেনা ছাড়াই নিকটতম কৃত্রিম উপগ্রহের সাথে সংযোগ করতে পারে৷

ফলে, স্যাটেলাইট কমিউনিকেশন টেকনোলজির ইন্টিগ্রেশন স্মার্টফোনকে এমন সমস্ত চরম পরিস্থিতিতেও সংযোগ স্থাপনের ক্ষমতা প্রদান করে, যেখানে সেলুলার নেটওয়ার্কের মাধ্যমে যোগাযোগ করা সম্ভব নয়। এর ফলে কোনও বিপদসংকুল পরিবেশে আটকে পড়লে স্যাটেলাইট কানেক্টিভিটি যুক্ত স্মার্টফোন ব্যবহারকারীরা, প্রয়োজনীয় বার্তা বা এসওএস (SOS) নির্দিষ্ট ব্যক্তির কাছে প্রেরণ করতে পারবেন।

ওপ্পো (Oppo), হুয়াওয়ে (Huawei), শাওমি (Xiaomi), ভিভো (Vivo) এবং অনর (Honor) সহ শীর্ষস্থানীয় চীনা স্মার্টফোন ব্র্যান্ডগুলি “মোবাইল ফোন ডাইরেক্ট কমিউনিকেশন টু স্যাটেলাইট” প্রযুক্তিটি বাস্তবায়িত করতে চায়না টেলিকমের সাথে যৌথভাবে কাজ করার উদ্দেশ্যে চীনের গুয়াংঝুতে সমাবেশ করছে। এটির মূল লক্ষ্য হল চ্যালেঞ্জিং পরিস্থিতিতে ব্যবহারকারীদের নির্ভরযোগ্য কমিউনিকেশন চ্যানেল প্রদান করা।

জানিয়ে রাখি, Huawei Mate 50 সিরিজের ডিভাইসগুলি শুধুমাত্র ছোট টেক্সট মেসেজ পাঠাতে এবং চীনের বেইডু (BeiDou) স্যাটেলাইট নেটওয়ার্ক দ্বারা যোগাযোগের মাধ্যমে ইউজারকে নেভিগেশনে সাহায্য করতে সক্ষম ছিল। তবে এর উত্তরসূরি, Huawei Mate 60 Pro স্যাটেলাইট কলিং অফার করে। এটি ব্যবহারকারীদের স্যাটেলাইটের মাধ্যমে কল করতে এবং গ্রহণ করতে দেয়। আসন্ন Oppo Find X7 সিরিজের ক্ষেত্রে কোম্পানি এই ফিচারটিকে কোন মাত্রায় নিয়ে যায়, সেটাই এখন দেখার।