Samsung, Motorola কে টেক্কা দিতে বাজারে আসছে Honor Flip, কবে লঞ্চ হবে

Honor 90 স্মার্টফোন সিরিজের লঞ্চ ইভেন্ট চলাকালীন এক এক্সিকিউটিভ সম্প্রতি নিশ্চিত করেন যে, ২০২৪ সালের প্রথমার্ধে অনর তাদের 'ফার্স্ট এভার' ফ্লিপ-স্টাইলের স্মার্টফোন লঞ্চ করবে

Honor Magic V2 স্মার্টফোন নিয়ে এসে গ্যাজেট প্রেমীদের একপ্রকার চমকে দিয়েছিল Honor। মূলত বুক-স্টাইলের এই ফোল্ডেবল হ্যান্ডসেটটি, বাজারে বিদ্যমান অন্যান্য ভাঁজযোগ্য ডিভাইসের তুলনায় অনেকটা পাতলা এবং ওজনে খুবই হালকা হওয়ায় লঞ্চের কিছু সময়ের মধ্যেই অতি-জনপ্রিয় হয়ে ওঠেছিল। আর এখন মনে হচ্ছে, Magic V-সিরিজের ফোল্ডেবল হ্যান্ডসেটগুলির প্রতি ক্রেতাদের ‘ক্রেজ’ দেখে সংস্থাটি এবার ‘ফ্লিপ’ স্টাইলের ফোন নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে। আসলে হালফিলে সংস্থার এক কর্মকর্তা স্বয়ং ইঙ্গিত দিয়েছেন যে, আগামী বছরই Honor Flip নামের একটি নয়া স্মার্টফোন লঞ্চ করা হতে পারে। যদিও এই নামের সাথেই শেষ পর্যন্ত ডিভাইসটিকে নিয়ে আসা হবে কিনা তা এই মুহূর্তে নিশ্চিত নয়। তবে কিছু টিপস্টারদের মতে, লঞ্চের পর এটি Samsung ও Motorola ব্র্যান্ডের ফোল্ডেবল ফোনগুলির সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে।

আগামী বছর লঞ্চ হওয়ার ইঙ্গিত Honor Flip স্মার্টফোনের

Honor 90 স্মার্টফোন সিরিজের লঞ্চ ইভেন্ট চলাকালীন এক এক্সিকিউটিভ সম্প্রতি নিশ্চিত করেন যে, ২০২৪ সালের প্রথমার্ধে অনর তাদের ‘ফার্স্ট এভার’ ফ্লিপ-স্টাইলের স্মার্টফোন লঞ্চ করবে। এই বিষয়ে বক্তা অর্থাৎ অনরের মধ্যপ্রাচ্য ও আফ্রিকা (MEA) -এর রিজিওনাল প্রেসিডেন্ট ড্যানিয়েল ওয়াং (Daniel Wang) জানিয়েছেন – “অনরের কাছে শুধুমাত্র ফোল্ড আছে এমন নয়, ফ্লিপও আছে। কিন্তু তা পরের বছরের জন্য বরাদ্দ।”

লঞ্চ টাইমলাইন ব্যতীত অনর ফ্লিপ সম্পর্কিত আর কোনো তথ্য শেয়ার করেননি ড্যানিয়েল। তবে ঘোষণাটি যেমন অভিনব ভাবে হয়েছে, তাতে আমাদের অনুমান আপকামিং এই ফ্লিপ-স্টাইল মডেলটি দুর্দান্ত ইউজার এক্সপিরিয়েন্স প্রদান করবে। একই সাথে সম্ভাবনা আছে যে, অনর ম্যাজিক ভি২ -এর ন্যায় এটিকেও ওজনে হালকা এবং পরিমাপে পাতলা রাখা হতে পারে। কেননা ‘স্লিম ও লাইটওয়েট’ ডিভাইস নিয়ে আসাই এখন অনরের বিশেষত্ব হয়ে উঠেছে।

আগেই বলেছি আসন্ন Honor Flip স্মার্টফোন Samsung Galaxy Z Flip 5 এবং Moto Razr 40 Ultra -এর মতো জনপ্রিয় ফ্ল্যাগশিপ ফোনগুলিকে কড়া টক্কর দিতে পারে। কেননা Samsung এবং Motorola-র এই হ্যান্ডসেট দুটি অ্যাডভান্স ফিচার ও স্টাইলিশ ডিজাইনের পাশাপাশি টেকসই বডি-বিল্ড অফার করায় দারুণভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে ক্রেতাদের মধ্যে। ফলে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে অনরের প্রথম ফ্লিপ মডেলটিকে ‘ভ্যালু ফর মানি’ তো হতেই হবে, সাথে এর হিঞ্জ সিস্টেমের মজবুত হওয়া জরুরি।