ঝাক্কাস ক্যামেরার সাথে Vivo X90 ডিসেম্বরে লঞ্চ হচ্ছে, আসছে না Vivo S16

ভিভো গত এপ্রিল মাসে চীনে ফ্ল্যাগশিপ X80 সিরিজের অধীনে Vivo X80 এবং X80 Pro হ্যান্ডসেট দুটি উন্মোচন করেছে। লঞ্চের কয়েক মাসের মধ্যে, দুটি ডিভাইসই আন্তর্জাতিক বাজারেও পা রাখে। আর বর্তমানে কোম্পানি এর উত্তরসূরি Vivo X90 সিরিজটি বাজারে আনার পরিকল্পনা করছে। ইতিমধ্যেই এই লাইনআপের ডিভাইসগুলি সম্পর্কে একাধিক তথ্যও প্রকাশ্যে আসতে শুরু করেছে। এর আগে কয়েকজন চীনা টিপস্টার জানিয়েছিলেন যে, Vivo X90 লাইনআপটি এবছরের মধ্যেই হোম মার্কেটে লঞ্চ হবে। আর এখন এক জনপ্রিয় টিপস্টার দাবি করেছেন যে, Vivo X90 সিরিজটি ডিসেম্বরেই দেশীয় বাজারে আত্মপ্রকাশ করবে।

Vivo X90 সিরিজটি আসছে আগামী ডিসেম্বরেই

ভিভো চীনে গত ডিসেম্বর মাসে ভিভো এস১২ সিরিজটি লঞ্চ করেছিল। আর এবছরের শুরুতে, ভিভো এস১৫ স্মার্টফোন সিরিজটি হোম মার্কেটে উন্মোচিত হয়েছে। তাই গ্রাহকরা আশা করতে পারেন যে, এর উত্তরসূরি ভিভো এস১৬ লাইনআপটি এবছর ডিসেম্বরে আত্মপ্রকাশ করবে। তবে, টিপস্টার অ্যাসেন দাবি করেছেন যে, ভিভো এবছর এস১৬ লাইনআপ লঞ্চ করবে না। এমনকি তিনি জানিয়েছেন যে, ভিভো এক্স৯০ সিরিজের লঞ্চটিই হবে ব্র্যান্ডের পরবর্তী বড় লঞ্চ ইভেন্ট। এস১৬ সিরিজের পরিবর্তে, কোম্পানি চলতি বছরের ডিসেম্বরে এক্স৯০ লাইনআপ উন্মোচন করবে।

প্রসঙ্গত টিপস্টার জানিয়েছেন যে, ভিভো এক্স৮০ সিরিজের প্রোডাক্ট লাইফসাইকেল এই ডিসেম্বরে শেষ হবে। তিনি আরও বলেন যে, ভিভো এবং ওপ্পো একটি নতুন সিরিজ ঘোষণা করার আগে বিদ্যমান ইনভেন্টরি পরিষ্কার করতে প্রায় এক মাস সময় নেয়। তবে, এক্স৮০ লাইনআপের ইনভেন্টরি সাফ হওয়ার সাথে সাথেই এক্স৯০ সিরিজটি ডিসেম্বরে উন্মোচন করা হবে।

এই তথ্যগুলি ছাড়া, টিপস্টার Vivo X90 লাইনআপের স্পেসিফিকেশন সম্পর্কে কোনও তথ্য শেয়ার করেননি। শোনা যাচ্ছে যে, Vivo X90 Pro+ কার্ভড এজ সহ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ / মিডিয়াটেকের নতুন ডাইমেনসিটি ফ্ল্যাগশিপ চিপ, ভিভো ভি২ আইএস পি (ISP), এলপিডিডিআর৫এক্স র‍্যাম, ইউএফএস ৪.০ স্টোরেজ এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারির মতো স্পেসিফিকেশনের সাথে আসবে। এর ক্যামেরা সেটআপে একটি ১ ইঞ্চির ক্যামেরা সেন্সর, একটি আল্ট্রা-ওয়াইড শ্যুটার এবং ৫x অপটিক্যাল জুম সহ ৬৪ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা থাকবে।

অন্যদিকে, X90 Pro-এ কার্ভড এজ সহ অ্যামোলেড (AMOLED) স্ক্রিন, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর, ভিভো ভি২ আইএসপি (ISP) সহ একটি ১ ইঞ্চি ক্যামেরা সেন্সর এবং ১০০ ওয়াট চার্জিং সহ ৪,৭৮০ এমএএইচ ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে। আর স্ট্যান্ডার্ড X90-তে ৪,৭০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে।