Royal Enfiled-এর সাথে হিমালয়ের অপরূপ সৌন্দর্য চাক্ষুষ ও বিশ্বের সর্বোচ্চ রাস্তায় রাইডের সুযোগ, রেজিস্ট্রেশন শুরু

দুঃসাহসিক অভিযানের এক বুক স্বপ্ন নিয়ে রয়্যাল এনফিল্ড (Royal Enfield)-এর বাইক কিনেছেন এমন অনেকেই রয়েছেন। কিন্তু একটি উপযুক্ত উদ্যোগের অভাবে সেই স্বপ্ন পূরণ হয়ে উঠছে না। হিমালয়ের গা ঘেঁষে কাশ্মীর, লাদাখের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য চাক্ষুষ করে দুর্গম রাস্তায় অভিযানের সেই চ্যালেঞ্জ নেওয়ার সুপ্ত বাসনা যদি আপনারও মনে জাগে, তবে তা সফল করার দায়িত্ব নিল সংস্থা নিজেই। হিমালয়ান ওডিসি ২০২২ (Himalayan Odyssey 2022) নামক একটি অভিযান আগামী ২ জুলাই থেকে শুরু হয়ে ১৮ জুলাই তারিখে শেষ হবে। রয়্যাল এনফিল্ড হিমালয়ান ওডিসির অষ্টাদশ সংস্করণে নাম নথিভুক্ত করার ইচ্ছা থাকলে ও অভিযান সম্পর্কে বিস্তারিত জানতে হলে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

হিমালায়ান ওডিসি কী?

১৯৯৭ সালে প্রথম শুরু হয়েছিল হিমালায়ান ওডিসি।  দুর্গম পাবর্ত্য অঞ্চলে দল বেঁধে মোটরসাইকেল রাইডিংয়ের স্বাদ দিতে এই উদ্যোগ। রয়্যাল এনফিল্ডের দাবি, এই রাইডের উদ্দেশ্য, সৌহার্দ্যের অনুভূতি জাগানো এবং প্রতিটি রাইডারকে তাদের মনে চিরতরে যাত্রার স্মৃতি রেখে যাওয়া। হিমালয়ান ওডিসির নব্য সংস্করণে ২ জুলাই দিল্লি থেকে শুরু হয়ে উমলিংলা পাসে শেষ হবে যাত্রা। ফের সেখান থেকে দিল্লি ফিরে আসা হবে। প্রায় তিন সপ্তাহ ব্যাপী হিমালয়ের দুর্গম রাস্তায় মোটরসাইকেল নিয়ে পাড়ি দেওয়ার একটি চ্যালেঞ্জ। উমলিংলা পাস এবারের অভিযানের মূল আকর্ষণ৷ যা বর্তমানে বিশ্বের সর্বোচ্চ রাস্তা। সমুদ্রপৃষ্ঠ থেকে  উচ্চতা ১৯ হাজার ০২৪ ফুট। যা নেপালে অবস্থিত এভারেস্টের বেস ক্যাম্পের উচ্চতার (১৭ হাজার ৫৯৮ ফুট) থেকেও বেশি।

কেমন হবে যাত্রা?

মোট ৭০ জন অংশগ্রহণকারীদের দু’টি গোষ্ঠীতে বিভক্ত করা হবে। দু’টি দলের যাত্রাপথ আলাদা হলেও গন্তব্য একই থাকবে। রাজধানী থেকে যাত্রা করে তারা লাদাখের লেহতে মিলিত হবে। লেহতে পৌঁছানোর আগে লাদাখ এবং স্পিতি ভ্যালির দুর্গম রাস্তায় অভিযান চালানো হবে। রয়্যাল এনফিল্ডের বাইকে চেপে ১৮ দিনে মোট ২,৭০০ কিলোমিটার পথ সফর করা হবে।

পরিবেশ সচেতনতার প্রচার

এবার অভিযানের উদ্দেশ্য কেবল একবার ব্যবহার করা যায়, এমন প্লাস্টিকের প্রচলন (সিঙ্গেল ইউজ প্ল্যাস্টিক) এবং দায়িত্বশীল ভ্রমণের বার্তা ছড়িয়ে দেওয়া। প্রাক অতিমারির সময়ে অর্থাৎ ২০১৯-এ LeaveEveryPlaceBetter ছিল প্রচারাভিযানের নাম। সেবার সমগ্র যাত্রাপথে প্লাস্টিকের বোতলে জল নেওয়ার বদলে পরিশুদ্ধ জল বিতরণের ব্যবস্থা রাখা হয়েছিল।

মাথাপিছু খরচ কত?

যাত্রায় একজনের জন্য সংস্থার তরফে ৫৫,০০০ টাকা ও কাপেলদের জন্য ১,১০,০০০ টাকা ধার্য করা হয়েছে। হিমালয়ান ওডিসি-র জন্য নাম নথিভুক্তকরণ এর প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। রয়্যাল এনফিল্ডের অফিশিয়াল ওয়েবসাইট থেকে করা যাচ্ছে রেজিস্ট্রেশন।