দেশের দ্রুততম নেটওর্য়াক Vi, 4G উপলব্ধতায় এগিয়ে Reliance Jio

কিছুদিন আগেই ভোডাফোন এবং আইডিয়া একত্রিত হয়ে Vi হিসেবে আত্মপ্রকাশ করেছে। একত্রীকরণের পর Vi, গিগানেট নামে নতুন পরিষেবার কথা ঘোষণা করে। কোম্পানির তরফে বলা হয় গিগানেট গ্রাহকদের দ্রুত ইন্টারনেটের ব্যবহার করতে দেবে। যা প্রমাণিত হল নেটওয়ার্ক অ্যানালিস্ট ফার্ম Ookla এর সম্প্রতি সমীক্ষায়। এই সমীক্ষায় দেখা গেছে ২০২০ সালের তৃতীয় কোয়ার্টারে Vi সবচেয়ে দ্রুততম নেটওয়ার্ক প্রদান করছে। অন্যদিকে 4G পরিষেবার উপলব্ধতার দিক দিয়ে এগিয়ে আছে Jio। তৃতীয় কোয়ার্টারে হায়দ্রাবাদে সবচেয়ে দ্রুত ডাউনলোড স্পিড লক্ষ্য করা গেছে। Ookla জানিয়েছে দেশের বিভিন্ন মোবাইল নেটওয়ার্কের গড় ডাউনলোড স্পিড ১১.৬% বেড়েছে।

ডাউনলোড ও আপলোড স্পিড

সমীক্ষা অনুযায়ী, তৃতীয় কোয়ার্টারে Vi-এর গড় ডাউনলোড স্পিড ১৩.৭৪ এমবিপিএস এবং আপলোড স্পিড ৬.১৯ এমবিপিএস। এক্ষত্রে এয়ারটেলের গড় ডাউনলোড স্পিড ১৩.৫৮ এমবিবিএস এবং আপলোড স্পিড ৪.১৫ এমবিপিএস। সবার পিছনে আছে জিও। যাদের ডাউনলোড স্পিড ৯.৭১ এমবিপিএস এবং আপলোড স্পিড ৩.৪১ এমবিপিএস।

অঞ্চলভিত্তিক স্পিড

অঞ্চলভিত্তিক স্পিডের দিক দিয়ে ভারতের বড় বড় শহরগুলিতে ডাউনলোড স্পিড বিভিন্ন রকম। সবচেয়ে বেশি ডাউনলোড স্পিড দেখা গেছে হায়দ্রাবাদে। এখানে গড় ডাউনলোড স্পিড ১৪.৩৫ এমবিপিএস। মুম্বাইয়ের স্থান এর পরেই। তাদের গড় ডাউনলোড স্পিড ১৩.৫ এমবি প্রতি সেকেন্ড। তৃতীয় স্থানে রয়েছে বিশাখাপত্তনম। এখানে গড় ডাউনলোড স্পিড ১৩.৪০ এমবিপিএস।

4G উপলব্ধতার হার

অ্যান্ড্রয়েডে Speedtest অ্যাপের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Ookla জানিয়েছে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতে সবচেয়ে বেশি 4G সম্প্রসারণ হয়েছে। বলা বাহুল্য, Reliance Jio জন্যই এটা সম্ভব হয়েছে। এই বছরের তৃতীয় কোয়ার্টারে পরীক্ষিত অঞ্চলগুলির মধ্যে ভারতে ৯৪.৭% অঞ্চলে 4G উপলব্ধ ছিল। বাংলাদেশ এবং পাকিস্তানে 4G উপলব্ধতার হার যথাক্রমে ৭৮.৬% ও ৭২.৯%। ভারতে এই সময়সীমায় জিও নেটওয়ার্কের 4G উপলব্ধতার হার ৯৯.৭%। এয়ারটেলের ক্ষেত্রে 4G উপলব্ধতার হার ৯৮.৭%। Vi-এর ক্ষেত্রে 4G উপলব্ধতার হার ৯১.১১%।

Ookla-র স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্সে ভারত ১৩১ নম্বর স্থানে রয়েছে। তৃতীয় কোয়ার্টারে ভারতের গড় মোবাইল ডাউনলোড স্পিড ১২.০৭ এমবিপিএস। ভারতের প্রতিবেশী দেশগুলি এক্ষেত্রে ভারতের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে। চিন রয়েছে দ্বিতীয় স্থানে, শ্রীলংকা ১০২-তম স্থানে। এমনকি পাকিস্তান ও নেপালও ভারতের চেয়ে এগিয়ে। তাদের স্থান যথাক্রমে ১১৬ ও ১১৭ তম।