Honor Magic V-এর Magic UI 6.0 ইউজার এক্সপেরিয়েন্সের দিক থেকে iOS-কেও টেক্কা দেবে!

Realme, OnePlus, এবং iQOO জানুয়ারির শুরুতে ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চের জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে। অন্য দিকে, পিছিয়ে নেই Honor। একদা Huawei-এর সাব-ব্র্যান্ড Honor এখন তাদের প্রথম ফোল্ডেবল ফোন Magic 6 লঞ্চ করার জন্য তৈরি হচ্ছে। সেই উপলক্ষ্যে আজ বছরের শেষ দিনে Honor-এর প্রেসিডেন্ট জর্ঝ ঝাও চীনা মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম ওয়েইবোতে একটি পোস্টের মাধ্যমে প্রকাশ করেছেন যে, ২০২২-এ অনারের কাছ থেকে কী আশা করা যেতে পারে। একইসঙ্গে তিনি Magic V ফোল্ডেবল ডিভাইসটির কিছু তথ্য শেয়ার করেছেন।

তিনি লিখেছেন (অনুবাদিত) ২০২১-এ আমাদের (Honor) স্বাধীনভাবে যাত্রা শুরু। যারা আমাদেরকে সেই যাত্রায় পাশে থেকেছেন, উৎসাহিত করেছেন, এবং সমর্থন দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ২০২২-এ বাজারে প্রতিযোগিতা আরও তীব্র হয়ে উঠবে, এবং গ্রাহকদের সম্মান ও স্বীকৃতি অর্জনের একমাত্র উপায় হল সাফল্য ও উদ্ভাবন চালিয়ে যাওয়া।

তিনি শেষে লিখেছেন, আমি আপনাদের সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই এবং আশা করি আপনারা সর্বদা হাসিখুশি থাকবেন। উল্লেখ্য, জর্ঝ ঝাও যে ফোনটি ব্যবহার করে এই পোস্টটি করেছেন, সেটি হল এখনও ঘোষণা না হওয়া Honor Magic V মডেলের।

প্রসঙ্গত, Honor Magic V-এর জন্য সংস্থাটি সবচেয়ে পাতলা হিঞ্জ প্রযুক্তির বিকাশ ঘটেছে। এছাড়া, Honor Magic V-এ Magic UI 6.0 মোবাইল সফটওয়্যার প্রি ইনস্টলড থাকবে। যার ইউজার এক্সপেরিয়েন্সের iOS-এর চেয়ে ও নাকি ভাল হবে বলে জল্পনা চলছে।