Xiaomi, Realme-দের টেক্কা দিতে MediaTek চিপেই ভরসা, Vivo S16 Pro বাজারে আসতে পারে ডিসেম্বরেই

ভিভো বর্তমানে তাদের Vivo S15 সিরিজের উত্তরসূরি মডেলগুলি বাজারে আনার জন্য জোরকদমে প্রস্তুতি নিচ্ছে। নতুন S16 লাইনআপটি চলতি মাসের শেষের দিকে চীনের মার্কেটে আত্মপ্রকাশ করবে বলে শোনা যাচ্ছে। এই সিরিজটিতে তিনটি স্মার্টফোন আসতে পারে- Vivo S16 Pro, স্ট্যান্ডার্ড S16 এবং S16e। স্ট্যান্ডার্ড মডেলটিকে সম্প্রতি Qualcomm Snapdragon 870 প্রসেসর সহ গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং সাইটে দেখা গেছে। আর এখন, Vivo S16 Pro মডেলটিও গিকবেঞ্চের ডেটাবেসে উপস্থিত হয়েছে এবং এর তালিকাটি আপকামিং ফোনটির প্রসেসর, র‍্যাম এবং অপারেটিং সিস্টেম সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে। চলুন তাহলে এগুলি দেখে নেওয়া যাক।

Vivo S16 Pro-কে দেখা গেল Geekbench-এর ডেটাবেসে

V2245A মডেল নম্বর সহ একটি ভিভো স্মার্টফোন গিকবেঞ্চ বেঞ্চমার্কিং ওয়েবসাইটে তালিকাভুক্ত হয়েছে। তালিকায় ফোনটির নাম উল্লেখ না করা হলেও, পূর্ববর্তী লিস্টিংগুলি থেকে একটি স্পষ্ট যে, এই মডেল নম্বরটি ভিভো এস১৬ প্রো-এর। বেঞ্চমার্কিং তালিকাটি প্রকাশ করেছে যে, এই নতুন ভিভো হ্যান্ডসেটটি ২ গিগাহার্টজের বেস ফ্রিকোয়েন্সি সহ একটি অক্টা-কোর চিপসেট দ্বারা চালিত হবে। এই প্রসেসরের চারটি কোরকে ২ গিগাহার্টজে ক্লক করা হয়েছে, তিনটি কোর রান করে ৩ গিগাহার্টজে এবং বাকি একটি কোরের ক্লিক স্পিড ৩.১০ গিগাহার্টজ। এই তথ্যগুলিই ইঙ্গিত করে যে, ভিভো এস১৬ প্রো-এ সম্ভবত মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০ মোবাইল প্ল্যাটফর্মটি ব্যবহার করা হবে।

এছাড়াও, গিকবেঞ্চ তালিকায় উল্লেখ করা হয়েছে যে, নতুন ভিভো ফোনটি ১২ জিবি র‍্যাম অফার করবে। তবে আশা করা যায়, লঞ্চের সময় কোম্পানি এর আরও র‍্যাম ভ্যারিয়েন্ট বাজারে আনবে। বেঞ্চমার্কিং সাইটের লিস্টিং থেকে জানা গেছে, এই ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করবে। আবার বেঞ্চমার্ক ফলাফলের ক্ষেত্রে, ভিভো এস১৬ প্রো গিকবেঞ্চ ৫ (Geekbench 5)-এর সিঙ্গেল-কোর টেস্টে ৯৮৮ পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্টে ৩,৭২১ পয়েন্ট অর্জন করেছে।

প্রসঙ্গত, ভিভো সম্প্রতি নিশ্চিত করেছে যে, Vivo S16 সিরিজটি আগামী ২২ জানুয়ারি, চীনা নববর্ষের আগে দেশীয় বাজারে আত্মপ্রকাশ করবে। আবার, একাধিক রিপোর্ট এবং লিক দাবি করেছে যে, এই হ্যান্ডসেটটি ডিসেম্বরের শেষের দিকে উন্মোচিত হবে। এর পাশাপাশি, কোম্পানি সম্প্রতি S16 Pro-এর অফিসিয়াল টিজারও শেয়ার করেছে, যা এর ডিজাইনটি প্রকাশ্যে এনেছে। ভিভো জানিয়েছে যে, আসন্ন সিরিজটি ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সহায়ক প্রাইমারি ক্যামেরার সাথে আসবে। এই লাইনআপের ফ্রন্ট এবং রিয়ার ক্যামেরাগুলিতে একটি সফ্ট লাইট পোর্ট্রেট ফিচার সাপোর্ট করবে বলেও জানা গেছে। তবে, লোয়ার-এন্ড Vivo S16e মডেলটি এই বৈশিষ্ট্যগুলি অফার নাও করতে পারে।

উল্লেখ্য, ইতিমধ্যেই জানা গেছে যে, স্ট্যান্ডার্ড S16 মডেলটি কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর দ্বারা চালিত হবে এবং S16e-তে স্যামসাংয়ের এক্সিনস ১০৮০ চিপটি ব্যবহার করা হবে। সিরিজটির লঞ্চের নির্দিষ্ট তারিখ এখনও প্রকাশ করা হয়নি, তবে শীঘ্রই ভিভো এসম্পর্কে ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে।