Redmi Note 11, Redmi Note 11 Pro আসতে পারে আগামী মাসেই, ফাঁস দাম ও ফিচার

সরাসরি না বললেও Redmi Note 11 (রেডমি নোট ১১) সিরিজ লঞ্চ করার জন্য সংস্থা যে প্রস্তুতি শুরু করেছে, সম্প্রতি সে দিকেই ইঙ্গিত করেছিলেন রেডমির ভাইস প্রেসিডেন্ট এবং জেনারেল ম্যানেজার লু ওয়েবিং (Lu Weibing)। কোম্পানির তরফে নিশ্চিত না করা হলেও বিভিন্ন মহল থেকে শোনা যাচ্ছে, Redmi Note 11 ও Redmi Note 11 Pro আগামি ১১ নভেম্বর চীনে ডাবল ইলেভেন বা সিঙ্গেল ডে’জ সেলে লঞ্চ করা হতে পারে। আবার এক জনপ্রিয় চীনা টিপস্টার আপকামিং ফোনগুলির ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ তথ্যও প্রকাশ করেছেন।

Redmi Note 11 স্পেসিফিকেশন (প্রত্যাশিত)

রেডমি নোট ১১ ফোনে ৫জি কানেক্টিভিটি সাপোর্ট করবে। এটির এলসিডি ডিসপ্লে প্যানেল ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। এতে ডাইমেনসিটি ৮১০ চিপসেট দেখা যেতে পারে। ফটোগ্রাফির জন্য থাকতে পারে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ও ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা।

রেডমি নোট ১১ ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেখা যেতে পারে, যা ৩৩ ওয়াট চার্জিং সাপোর্ট করবে। এটি ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে আসতে পারে। ওই টিপস্টারের দামি ভ্যারিয়েন্ট অনুযায়ী রেডমি নোট ১১ ফোনের দাম হতে পারে ১,১৯৯ ইউয়ান (প্রায় ১৩,৯৭৭ টাকা) ও ১,৫৯৯ ইউয়ান (প্রায় ১৮,৬৪০ টাকা)।

Redmi Note 11 Pro স্পেসিফিকেশন (প্রত্যাশিত)

রেডমি নোট ১১ সিরিজের বেস মডেলের মতো প্রো ভ্যারিয়েন্টও ৫জি সাপোর্ট করবে। ফোনটিতে খুব সম্ভবত ওলেড ডিসপ্লে দেওয়া হবে, যার রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। এতে ডাইমেনসিটি ৯২০ চিপসেট ব্যবহার হতে পারে। ফটোগ্রাফির জন্য থাকতে পারে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ও ১০৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। এছাড়া এক্স-অ্যাক্সিস লিনিয়ার মোটর, জেবিএল পাওয়ার্ড স্টেরিও স্পিকার, এবং এনএফসির মতো ফিচার থাকতে পারে এই ফোনে।

রেডমি নোট ১১ ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেখা যেতে পারে, যা ৬৭ ওয়াট চার্জিং সাপোর্ট করবে। এটি ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‌্যাম ১২৮ জিবি স্টোরেজ, এবং ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ অপশনে পাওয়া যেতে পারে। ভ্যারিয়েন্টগুলির দাম হতে পারে যথাক্রমে ১,৫৯৯ ইউয়ান, (প্রায় ১৮,৬৪০ টাকা) ১,৭৯৯ ইউয়ান, (প্রায় ২০,৬৯২ টাকা) এবং ১,৯৯৯ ইউয়ান (প্রায় ২৩,২৯৩ টাকা)।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন