বাড়ি কারেন্ট না থাকলেও চিন্তা নেই, আপনার ফোন, ল্যাপটপকে চার্জ দিতে হাজির এই বিশেষ ই-বাইক

ইলেকট্রিক বাইকের ব্যাটারি ছোট ইনভার্টার হিসেবে ব্যবহার করা যায় শুনেছেন এমনটা? অবিশ্বাস্য মনে হলেও বাস্তবে এমনই এক অভাবনীয় ই-বাইক সামনে এনেচে ক্যালিফোর্নিয়ার সংস্থা মকহুইল (Mokwheel)। যার নামকরণ করা হয়েছে Basalt। সংস্থার দাবি এটি  বিশ্বের প্রথম ই-বাইক, যার ব্যাটারি একটি পাওয়ার স্টেশন হিসেবে ব্যবহার করা যাবে। কেবল তাই নয়, ব্যাটারিটি আবার সূর্যের আলো থেকে শক্তি সংগ্রহ করতে সক্ষম।

Basalt ই-বাইকে দেওয়া হয়েছে একটি ৭৫০ ওয়াট ব্রাশলেস ডিসি মোটর। যা থেকে ৮৫ এনএম টর্ক উৎপন্ন হবে। এর সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪৫ কিলোমিটার। একটি বৈদ্যুতিক বাইসাইকেলের জন্য যা যথেষ্ট। মোটরের সাথে সংযুক্ত রয়েছে একটি ৯৬০ ওয়াট আওয়ার ব্যাটারি। বলা হয়েছে ব্যাটারি থেকে ১৩৬ কিমি রেঞ্জ পাওয়া যাবে। অধিকন্তু এতে উপস্থিত একটি মাল্টি ফাংশনাল এলইডি ডিসপ্লে। যেখানে রাইডিং স্পিড, ব্যাটারি লেভেল এবং ট্রিপের তথ্য ভেসে উঠবে।

চড়াই উতরাই থেকে শহুরে রাস্তা, যেকোনো প্রকারের পথ পাড়ি দিতে সক্ষম Mokwheel Basalt। এতে আছে ২৬ ইঞ্চি টায়ার, যেটি ৪ ইঞ্চি, ১১০ মিমি অ্যাডজাস্টেবল ফ্রন্ট ফর্ক, এবং একটি হার্ড টেল রিয়ার। স্টেপ থ্রু এবং স্টেপ ওভার – দু’ধরনের ফ্রেম কনফিগারেশনে এটি উপলব্ধ। মূল আকর্ষণের বিষয় হল, এর ব্যাটারি থেকে ক্যামেরা, ফোন, ল্যাপটপ, লাইট সহ আরও অন্যান্য গ্যাজেট চার্জ করা যাবে। ব্যাটারিতে সোলার চার্জিংয়ের সুবিধা থাকায় এটি আদতে একটি ছোট ইনভার্টার হিসেবে ব্যবহার্য।

ইনভার্টার থেকে সর্বোচ্চ ১,০০০ ওয়াট আউটপুট পাওয়া যাবে। এতে USB-C ও DC উভয় আউটপুট পাওয়া যাবে। ১৮-৪৮ ভোল্ট সোলার প্যানেলের সাথে সামঞ্জস্যপূর্ণ। সংস্থার দাবি ব্যাটারিটি টানা ৪৫ মিনিট একটি ৯০০ ওয়াট বৈদ্যুতিন ডিভাইসকে শক্তি জোগাতে পারবে। ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে Basalt ই-বাইক তৈরির অর্থ সংগ্রহ করছে নির্মাতারা। তবে ভারতের বাজারে এটি লঞ্চ রবে কিনা সে বিষয়ে কোনো নিশ্চিত বার্তা নেই। দামও অজানা।