Rolls Royce Spectre EV: দাম শুনলে মাথা ঘুরবে! দেশের সবচেয়ে বিলাসবহুল বৈদ্যুতিক গাড়ি আনল রোলস রয়েস

ভারতের বাজারে যে ক’টি সংস্থার বিলাসবহুল গাড়ি বিক্রি হয়, তার মধ্যে অন্যতম রোলস-রয়েস (Rolls-Royce)। ব্রিটিশ সংস্থার গাড়ির অনুরাগীর সংখ্যা এ দেশে নেহাত কম নয়। আবার ইদানিং এই উপমহাদেশে লাক্সারি ইলেকট্রিক ভেহিকেলের প্রতি মন মজছে বহু ধনী ব্যক্তির। যা দেখে উদ্বুদ্ধ হয়ে এবারে এদেশে নিজেদের প্রথম বৈদ্যুতিক গাড়ি লঞ্চ করল রোলস-রয়েস, যার নাম – Spectre EV। দাম ৭.৫ কোটি টাকা (এক্স-শোরুম) থেকে শুরু। জানিয়ে রাখি, এটিই বর্তমানে ভারতের সবচেয়ে দামি ইলেকট্রিক গাড়ি।

Rolls-Royce Spectre EV আদতে একটি দুই দরজার ক্যুপ মডেল। ২০২২-এ এটি আন্তর্জাতিক বাজারে প্রথম লঞ্চ হয়েছিল। গাড়িটির ১০২ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক সম্পূর্ণ চার্জ করলে ৫৩০ কিলোমিটার পথ ছুটবে বলে দাবি সংস্থার। ডুয়েল ইলেকট্রিক মোটর থেকে উৎপন্ন হবে ৫৭৭ বিএইচপি এবং ৯০০ এনএম টর্ক। গাড়িটি মাত্র ৪.৫ সেকেন্ডে ০-১০০ কিমি/ঘন্টার গতি তুলতে সক্ষম।

Rolls-Royce Spectre EV ফিচার্স

১) Rolls-Royce Spectre সংস্থার অল অ্যালুমিনিয়াম স্পেস ফ্রেম আর্কিটেকচারের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এই একই প্লাটফর্মের ওপর তৈরি সংস্থার অন্যান্য গাড়িগুলি হল – Phantom, Ghost ও Cullinan।

২) দর্শনের দিক থেকে স্পেক্টর সংস্থার আদি ঘরানা বজায় রেখেছে। এতে রয়েছে Phantom Coupe-এর মতো স্প্লিট হেড ল্যাম্প।

৩) গাড়িটির সামনে রয়েছে আল্ট্রা স্লিম এলইডি ডে টাইম রানিং লাইট। এছাড়া স্লোপিং রুফলাইন এবং একটি ভিন্ন সোল্ডার লাইনের দেখা মিলেছে।

৪) ভেতরে ডোর প্যাড এবং রুফে রয়েছে স্টার লাইট। এছাড়া দেওয়া হয়েছে ইলুমিনেটেড Spectre নেমপ্লেট। যেখানে ৫,৫০০-র বেশি তারার মতো ইলুমিনেশন নজরে পড়বে।

৫) স্পেক্টারে দেওয়া হয়েছে ফোর হুইল স্টিয়ারিং এবং নতুন আরামদায়ক ও লাক্সারি সিট।

৬) নতুন স্পিরিট সফটওয়্যার প্ল্যাটফর্ম ও কানেক্টেড কার টেকনোলজি সহ একটি ডিজিটাল ইন্টারফেসের উপর ভিত্তি করে এসেছে গাড়িটি। ডায়াল কালারের জন্য কাস্টমাইজেবল অপশন উপলব্ধ রয়েছে।

প্রসঙ্গত, ২০২৩-এ Rolls Royce রেকর্ড সংখ্যক ডেলিভারির ফলে ঐতিহাসিক মাইলস্টোন স্পর্শ করেছে। সংস্থার ১১৯ বছরের ইতিহাসে গত বছর সর্বাধিক গাড়ি বিক্রি হয়েছে, যা ৬,০৩২ ইউনিট। ২০২৩-এ মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বৃহত্তম বাজার হিসেবে আত্মপ্রকাশ করে। পরবর্তী স্নানে রয়েছে চীন।