iPhone SE 2022 মধ্যবিত্তদের জন্য মার্চ-এপ্রিল নাগাদ লঞ্চ হচ্ছে, থাকবে 5G সাপোর্ট

অ্যাপলের নতুন ফ্ল্যাগশিপ আইফোন সিরিজগুলি নিয়ে ফ্যানদের উন্মাদনায় কখনও ঘাটতি দেখা যায় না। তবে জনপ্রিয়তার দিক থেকে পিছিয়ে নেই অ্যাপলের iPhone SE সিরিজের ফোনগুলিও। ফ্ল্যাগশিপ স্মার্টফোনের পাশাপাশি অ্যাপল মধ্যবিত্ত ক্রেতাদের কথা মাথায় রেখে তাদের সাশ্রয়ী মূল্যের iPhone SE সিরিজের স্মার্টফোনগুলিও বাজারে নিয়ে আসে। দীর্ঘ বিরতির পর ২০২০ সালে iPhone SE 2020 মডেলটি বাজারে পা রাখে। তবে গতবছর কোনও ‘SE’ সিরিজের স্মার্টফোন লঞ্চ করেনি সংস্থা। কিন্তু বেশ কয়েক মাস ধরে জল্পনা চলছে অ্যাপল এই সিরিজের তৃতীয় প্রজন্মের
ফোনটির ওপর কাজ চালাচ্ছে এবং এবছর প্রথম ত্রৈমাসিকেই জনসমক্ষে আসতে পারে নতুন iPhone SE 2022 স্মার্টফোনটি। আর এখন একটি রিপোর্টে দাবি করা হচ্ছে ৫জি কানেক্টিভিটি যুক্ত iPhone SE সিরিজের আসন্ন ফোনটি এবছর মার্চ বা এপ্রিলে বিশ্বের বাজারে আত্মপ্রকাশ করতে পারে।

iPhone SE 2022 লঞ্চ হতে চলেছে এবছর এপ্রিলের মধ্যেই

ব্লুমবার্গের পাওয়ার অন নিউজ লেটারে মার্ক গারম্যান জানিয়েছেন, অ্যাপল এবছর মার্চ নইলে এপ্রিল মাস নাগাদ একটি বড় ইভেন্টের আয়োজন করবে এবং গত বছরের ইভেন্টের মত এটিও ভার্চুয়ালি পরিচালনা করা হবে বলেই আশা করা হচ্ছে।

তার দাবি, এই বড় ইভেন্টেই
আসন্ন iPhone SE স্মার্টফোনটির ওপর থেকে পর্দা সরাতে পারে Apple। এমনকি মনে করা হচ্ছে এই ইভেন্টের আকর্ষণের কেন্দ্রবিন্দুতেই থাকবে এই মিড রেঞ্জের স্মার্টফোনটি। পূর্বেও মার্চ-এপ্রিল মাসে আমরা সংস্থাকে তাদের নতুন প্রোডাক্ট লঞ্চ করতে দেখেছি, তাই এই সময়ই iPhone SE 2022 স্মার্টফোনটি বাজারে আসতে পারে বলেই মত প্রযুক্তিমহলের একাংশের।

জানিয়ে রাখি, এর আগে প্রকাশ্যে আসা এক রিপোর্টে দাবি করা হয়েছে, iPhone SE 2022 ফোনের ডিজাইনটি এই মুহূর্তে বাজারে বিদ্যমান iPhone SE 2020 মডেলের মতোই হবে, তবে আসন্ন ফোনটি আরও ভাল স্পেসিফিকেশন সহ আসবে। সেক্ষেত্রে বলা যায়, নতুন ফোনটি iPhone 8 স্মার্টফোনের ধাঁচে তৈরি করা হবে, কেননা পূর্বসূরিতেও এই ফোনের ডিজাইনটিই পরিলক্ষিত হয়েছিল। তবে iPhone SE 2022 ফোনটি অভ্যন্তরীণ ক্ষেত্রে একাধিক আপগ্রেড সহ বাজারে পা রাখবে ৷

রিপোর্ট অনুযায়ী, iPhone SE 2022 ফোনে থাকতে পারে ৪.৪ ইঞ্চির রেটিনা এইচডি এলসিডি ডিসপ্লে। এবং ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেড করা হোম বাটনও দেখা যেতে পারে। শোনা যাচ্ছে, এলসিডি ডিসপ্লে প্যানেল এবং হোম হোম সহ এটিই শেষ অ্যাপল স্মার্টফোন হতে চলেছে।

iPhone SE 2022 ৩ জিবি র‍্যাম ও অ্যাপল এ১৫ (৫জি) বায়োনিক প্রসেসর সহ আসতে পারে। জানা গেছে এর একটি প্লাস ভ্যারিয়েন্টও লঞ্চ করা হবে, যেটিতে দেওয়া হতে পারে ৪ জিবি র‍্যাম। ‘SE’ সিরিজের এই আসন্ন ফোনটি ৫জি কানেক্টিভিটি, উন্নত ফটোগ্রাফি অফার করবে

উল্লেখ্য, কিছুদিন আগে জেপি মরগ্যানের বিশেষজ্ঞেরা দাবি করেছিলেন, অ্যাপল তাদের নতুন মিড রেঞ্জ iPhone SE 2022 ফোনের মাধ্যমে প্রায় ১৪০ কোটি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীর তাদের ইকোসিস্টেমে‌ নিয়ে আসতে সক্ষম হবে। এমনকি ৩০ কোটি পুরোনো আইফোন ইউজারও এই ফোনের সম্ভাব্য ক্রেতা হবেন।