Nokia C300 ও Nokia C110 পাওয়ার ফুল ব্যাটারি সহ লঞ্চ হল, দাম শুরু 8200 টাকা থেকে

Nokia C110 স্মার্টফোনের দাম থাকছে ৯৯ ডলার (ভারতীয় মূল্যে প্রায় ৮,২০০ টাকা) এবং এটিকে গ্রে কালার বিকল্পে লঞ্চ করা হয়েছে। অপরদিকে Nokia C300 স্মার্টফোনটি এসেছে ব্লু কালারের সাথে এবং এর দাম থাকছে ১৩৯ ডলার (প্রায় ১১,৫০০ টাকা)।

HMD Global পরিচালিত ব্র্যান্ড Nokia আজ দুটি নতুন বাজেট-রেঞ্জের স্মার্টফোন লঞ্চ করেছে। মূলত এন্ট্রি-লেভেল হ্যান্ডসেট ব্যবহারে ইচ্ছুক এমন ক্রেতাদের উদ্দেশ্যে Nokia C300 এবং C110 স্মার্টফোন দুটিকে নিয়ে আসা হয়েছে। এগুলি হল 4G ডিভাইস। ফিচার হিসাবে উভয় ডিভাইসেই ২.৫ডি গ্লাস যুক্ত HD+ ডিসপ্লে প্যানেল, ৩ জিবি র‌্যাম, ৩২ জিবি স্টোরেজ, অ্যান্ড্রয়েড ১২ ওএস এবং ইন-বিল্ট এফএম রেডিও বিদ্যমান। তবে ডিসপ্লে, প্রসেসর প্রভৃতি জায়গায় পার্থক্য লক্ষণীয়। চলুন Nokia C300 এবং C110 স্মার্টফোনের দাম ও স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারে জেনে নেওয়া যাক।

Nokia C300 এবং C110 এর স্পেসিফিকেশন

নোকিয়া সি১১০ স্মার্টফোনে ৬.৩-ইঞ্চির এইচডি প্লাস LCD ডিসপ্লে আছে, যা ২.৫ডি গ্লাস, ২০:৯ এসপেক্ট রেশিও, এবং সর্বোচ্চ ৪০০ নিট ব্রাইটনেস অফার করে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক হেলিও পি২২ প্রসেসর উপস্থিত। এই মডেলটি ৩ জিবি র‌্যাম এবং ৩২ জিবি স্টোরেজ সহ এসেছে। যদিও মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ক্যাপাসিটি ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যেতে পারে। এটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম দ্বারা চালিত।

ক্যামেরা বিভাগের কথা বললে, Nokia C110 স্মার্টফোনের পিছনে ১৩ মেগাপিক্সেল এবং সামনে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। কানেক্টিভিটির জন্য এতে – ৩.৫ মিমি হেডফোন জ্যাক এবং এফএম রেডিও পাওয়া যাবে। উক্ত ডিভাইসে ৫ ওয়াট চার্জিং সমর্থিত ৩,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে। আর এটি IP52 ধুলো এবং স্প্ল্যাশ প্রতিরোধী।

অন্যদিকে, Nokia C300 মডেলটি তুলনায় বড় অর্থাৎ ৬.৫৩-ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লের সাথে এসেছে। এই ডিসপ্লে ২০:৯ এসপেক্ট রেশিও, ২.৫ডি গ্লাস এবং ৪৫০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬২ প্রসেসর ব্যবহার করা হয়েছে। আবার পাওয়ার ব্যাকআপের জন্য মিলবে ৪,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি, যা ১০ ওয়াট চার্জিং সমর্থন করে৷

Nokia C110 এবং Nokia C300 স্মার্টফোনের স্টোরেজ, র‌্যাম, অপারেটিং সিস্টেম ভার্সন, কানেক্টিভিটি বিকল্প এবং রিয়ার ক্যামেরার রেজোলিউশন অনুরূপ। যদিও সেলফি সেন্সরের ক্ষেত্রে তারতম্য নজরে পড়বে। অর্থাৎ এতে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং শ্যুটার রয়েছে। ডিভাইসটি IP52 রেটিং প্রাপ্ত এবং নিরাপত্তার জন্য সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অফার করে।

Nokia C300 এবং C110 এর দাম

নোকিয়া সি১১০ স্মার্টফোনের দাম থাকছে ৯৯ ডলার (ভারতীয় মূল্যে প্রায় ৮,২০০ টাকা) এবং এটিকে গ্রে কালার বিকল্পে লঞ্চ করা হয়েছে। অপরদিকে নোকিয়া সি৩০০ স্মার্টফোনটি এসেছে ব্লু কালারের সাথে এবং এর দাম থাকছে ১৩৯ ডলার (প্রায় ১১,৫০০ টাকা)। উভয় হ্যান্ডসেটই বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্রির জন্য উপলব্ধ। তবে ভারত সহ বিশ্ববাজারে ফোনগুলিকে কবে নিয়ে আসা হবে তা এখনো জানা সম্ভব হয়নি।