ডেটা ও কলিং সহ Jio, Airtel ও Vi-এর ৮৪ দিনের সেরা প্ল্যানগুলি দেখে নিন

বছরের প্রায় শেষদিকে এসে দেশের সমস্ত প্রাইভেট টেলিকম কোম্পানিই প্রিপেইড প্ল্যানের দাম বাড়িয়েছে। মূল্যবৃদ্ধির দরুন সংস্থাগুলির রিচার্জ প্ল্যানের দাম ২০% থেকে ২৫% পর্যন্ত ব্যয়বহুল হয়েছে। এতে, স্বাভাবিকভাবেই রিচার্জ করতে গিয়ে এখন সাধারণ মানুষ অস্বস্তিতে পড়ছেন, বেসিক প্ল্যানের খরচ ১০০ টাকার কাছাকাছি পৌঁছে যাওয়ায় অনেকের মাথায় হাতও পড়ছে! তবে শুধু বেসিক প্ল্যান নয়, মূল্যবৃদ্ধির শিকার বেস্ট সেলিং ত্রৈমাসিক প্ল্যানগুলিও। এই প্রতিবেদনে আমরা Jio (জিও), Airtel (এয়ারটেল) ও Vi (ভোডাফোন-আইডিয়া)-র ত্রৈমাসিক বা ৮৪ দিনের ভ্যালিডিটি সহ আসা প্ল্যানগুলি নিয়ে কথা বলবো। ফলে দাম বাড়ার পর কোনটি আপনার জন্য আদর্শ হবে তা সহজেই বুঝতে পারবেন।

Reliance Jio-এর ত্রৈমাসিক রিচার্জ প্ল্যান

এই মুহূর্তে জিওর তিনটি ৮৪ দিনের বৈধতাযুক্ত প্ল্যান রয়েছে। এর মধ্যে সবচেয়ে সস্তা প্ল্যান হল ৩৯৫ টাকার বিকল্পটি, যার আগে দাম ছিল ৩২৯ টাকা। সুবিধার কথা বললে এই প্ল্যানটি মূলত ফোন কল ইউজারদের জন্য ইতিবাচক হবে, কারণ এতে আনলিমিটেড কল পাওয়া যায়। সাথে থাকে ১,০০০টি ফ্রি মেসেজ। তবে মোট ৬ জিবি ডেটা মেলায়, এটি ডেটার প্রয়োজনীয়তা তেমনভাবে মেটাতে সক্ষম নয়। এদিকে জিওর ৫৫৫ টাকা মূল্যের প্ল্যানের দাম এখন ৬৬৬ টাকা হয়ে গেছে। তবে এর সুবিধা একই রয়েছে; ফলত গ্রাহকরা এতে প্রতিদিন ১.৫ জিবি ডেটা, আনলিমিটেড কলিং এবং রোজ ১০০টি মেসেজ পাবেন। আবার এই প্ল্যানে ২০ শতাংশ JioMart ক্যাশব্যাক পাওয়া যাবে। একইভাবে দাম বাড়ার পর সংস্থার ৫৯৯ টাকার প্ল্যানটি ৭১৯ টাকায় উপলব্ধ হয়েছে, যা আনলিমিটেড কল, রোজ ২ জিবি ডেটা এবং ১০০টি করে এসএমএস সরবরাহ করে। এই প্ল্যানটিতেও ২০% ক্যাশব্যাক অফার প্রযোজ্য।

Bharti Airtel-এর ত্রৈমাসিক রিচার্জ প্ল্যান

জিওর মত এয়ারটেলেরও ৮৪ দিনের তিনটি প্ল্যান রয়েছে, যার মধ্যে সবচেয়ে সস্তা প্ল্যানের দাম ৪৫৫ টাকা। এই প্ল্যানটি আগে ৩৭৯ টাকায় মিলত; বেনিফিট হিসেবে এতে মোট ৬ জিবি ডেটা, ১০০টি করে এসএমএস এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাওয়া যায়। সাথে থাকে অ্যামাজন প্রাইম ভিডিও মোবাইল এডিশনের এক মাসের ফ্রি সাবস্ক্রিপশন। এছাড়া সংস্থার ৭১৯ টাকার প্ল্যান রয়েছে (আগে যা ৫৯৮ টাকায় পাওয়া যেত) যা প্রতিদিন ১.৫ জিবি ডেটা, আনলিমিটেড কলিং এবং দৈনিক ১০০টি মেসেজ অফার করে। আবার এয়ারটেলের সবচেয়ে ব্যয়বহুল প্ল্যান যার দাম ৮৩৯ টাকা (এটি আগে ৬৯৮ টাকায় রিচার্জ করা যেত), সেটি রিচার্জ করলে গ্রাহকরা রোজ ২ জিবি ডেটা, ১০০টি মেসেজ এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাবেন।

Vodafone Idea-র ত্রৈমাসিক রিচার্জ প্ল্যান

ভোডাফোনেরও ৮৪ দিনের বৈধতাযুক্ত প্ল্যানগুলির দাম বেড়েছে। এক্ষেত্রে সংস্থাটি বর্তমানে তিনটি প্ল্যান অফার করছে; প্রথম প্ল্যানটির দাম ৩৭৯ টাকা থেকে বেড়ে ৪৫৯ টাকা হয়েছে এবং এটি মোট ৬ জিবি ডেটা, রোজ ১০০টি এসএমএস, আনলিমিটেড কল ইত্যাদি বেসিক বেনিফিট সরবরাহ করে। অন্যদিকে এর ৭১৯ টাকা মূল্যের প্ল্যানে (যা আগে ৫৯৯ টাকা দামে উপলব্ধ ছিল) প্রতিদিন ১.৫ জিবি ডেটা, ১০০টি মেসেজ এবং আনলিমিটেড কল উপভোগ করা যায়। তিন নম্বর প্ল্যান অর্থাৎ ৮৩৯ টাকার প্ল্যানের আগে দাম ছিল ৬৯৯ টাকা; এটি প্রায় তিন মাস সময়ের জন্য রোজ ২ জিবি ডেটা, ১০০টি এসএমএস এবং আনলিমিটেড কল ব্যবহার করতে দেয়। উপরন্তু এই প্ল্যানগুলির সবচেয়ে বড় সুবিধা হল, ইউজাররা রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত সময়ে বিনামূল্যে আনলিমিটেড ইন্টারনেট পাবেন।