Vivo V29 Lite অ্যামোলেড ডিসপ্লে ও 64 মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল, দাম দেখে নিন

Vivo V29 Lite এর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৮,৪৯৯ চেক করুনা (প্রায় ৩১,৮৩০ টাকা)। এতে ৮ জিবি ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করবে

Vivo V29 Lite অবশেষে গ্লোবাল মার্কেটে লঞ্চ হল। আপাতত এই ডিভাইসটি চেক প্রজাতন্ত্রে আত্মপ্রকাশ করেছে। ফোনটির দাম রাখা হয়েছে প্রায় ৩০,০০০ টাকা। Vivo V29 Lite মডেলে পাওয়া যাবে ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর, ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। আবার এটি ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা সহ এসেছে। আসুন Vivo V29 Lite এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Vivo V29 Lite এর দাম ও লভ্যতা

ভিভো ভি২৯ লাইট এর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৮,৪৯৯ চেক করুনা (প্রায় ৩১,৮৩০ টাকা)। এতে ৮ জিবি ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করবে। এটি ডার্ক ব্ল্যাক ও সামার গোল্ড কালারে এসেছে। ফোনটি দুবছরের ওয়ারেন্টি সহ এসেছে। আজ থেকেই ভিভো ভি২৯ লাইট প্রি-অর্ডারের জন্য উপলব্ধ। আর যারা প্রি-অর্ডার করবেন, তারা বিনামূল্যে Vivo TWS 2e ইয়ারবাড পাবেন।

Vivo V29 Lite এর স্পেসিফিকেশন ও ফিচার

ভিভো ভি২৯ লাইট ফোনে পাওয়া যাবে ৬.৭৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, যা ২০:৯ এসপেক্ট রেশিও, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৩০০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ১৩০০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। আর সিকিউরিটির জন্য এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।

Vivo V29 Lite ডিভাইসে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর ও ৮ জিবি র‌্যাম। আর সফটওয়্যারের কথা বললে, এটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ফানটাচ ওএস ১৩ কাস্টম স্কিনে চলবে। কোম্পানির তরফে জানানো হয়েছে, এটি দুটি অ্যান্ড্রয়েড আপডেট, তিন বছরের সিকিউরিটি আপডেট পাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

ফটোগ্রাফির জন্য Vivo V29 Lite ডিভাইসে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ওআইএস সাপোর্ট ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল বোকেহ লেন্স, ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

Vivo V29 Lite এর ওজন ১৭৭ গ্রাম, আর এটি ৭.৮৯ মিমি পুরু। আর আইপি৫৪ রেটিং প্রাপ্ত ডিভাইসটির ব্যাক প্যানেলে ন্যানো স্কেল ফটো প্যাটার্ন উপস্থিত।