Vivo Y33s আগামীকাল ভারতে লঞ্চ হচ্ছে, ১২ জিবি র‌্যামের এই ফোনের দাম রাখা হতে পারে মাত্র ১৭,৯৯০ টাকা

গত সপ্তাহে Vivo Y21 ভারতে আসার পর, আগামীকাল অর্থাৎ ২৩ অগাস্ট এদেশে লঞ্চ হচ্ছে সংস্থার আরেকটি ফোন Vivo Y33s। ফলে কয়েকদিনের ব্যবধানে চীনা ব্র্যান্ডটি ওয়াই সিরিজের দুটি ফোন ভারতে হাজির করতে চলেছে। আসন্ন Vivo Y33s ফোনটি ২০,০০০ টাকার কমে পাওয়া যাবে। লঞ্চের আগে দামের ব্যাপারে কিভাবে নিশ্চিত হচ্ছি? আসলে ই-কমার্স সাইট Amazon ভুলবশত Vivo Y33s ফোনের দাম ফাঁস করে ফেলেছে। প্রসঙ্গত এর আগে ফোনটির সমস্ত ফিচার সামনে এসেছিল।

Vivo Y33s এর দাম

ভারতে ভিভো ওয়াই৩৩ এস এর দাম রাখা হবে ১৭,৯৯০ টাকা, এমনটাই অ্যামাজন থেকে জানা গেছে। এই মূল্য থাকবে ফোনটির ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের। এছাড়া ৪ জিবি ভার্চুয়াল র‌্যাম পাওয়া যাবে। ফলে সেদিক থেকে ভিভো ওয়াই৩৩ এস ফোনটি ১২ জিবি র‌্যামের সবচেয়ে সস্তা ফোন হতে চলেছে।

প্রসঙ্গত সদ্য লঞ্চ হওয়া Vivo Y21 ফোনটির ভারতে দাম ১৩,৯৯০ টাকা থেকে শুরু হয়েছে।

Vivo Y33s এর স্পেসিফিকেশন

রিপোর্ট অনুযায়ী, ডুয়েল সিমের ভিভো ওয়াই৩৩ এস অ্যান্ড্রয়েড ১১-ভিত্তিক ফানটাচ ওএস ১১.১ সিস্টেমে চলবে। এই স্মার্টফোনের সামনে দেখা যাবে ৬.৫৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস Halo FullView ডিসপ্লে। এর স্ক্রিন টু বডি রেশিও হবে ৯০.৬ শতাংশ। ডিসপ্লের কাট আউটের মধ্যে ১৬ মেগাপিক্সেল (এফ/২.০) ফ্রন্ট-ফেসিং ক্যামেরা উপস্থিত থাকবে। এই ক্যামেরা সুপার নাইট সেলফি, মাল্টি স্টাইল পোট্রেট, ভিডিও ফেস বিউটির মতো ক্যামেরা মোডস অফার করবে।

আবার ভিভো ওয়াই৩৩ এস ফোনের পিছনে পাওয়া যাবে ট্রিপল ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হল- ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা (এফ/১.৮), ২ মেগাপিক্সেল বোকেহ ক্যামেরা (এফ/২.৪), ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা (এফ/২.৪)। রিয়ার ক্যামেরাতে মিলবে সুপার নাইট মোড, আল্ট্রা স্টেবেল ভিডিও, সুপার এইচডিআর, ও আই অটোফোকাসের মতো ফিচার।

Vivo Y33s ফোনে অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৮০ প্রসেসর ব্যবহার করা হবে। ফোনটি ৮ জিবি র‌্যামের পাশাপাশি অতিরিক্ত ৪ জিবি ভার্চুয়াল র‌্যাম সহ আসবে। এছাড়া ফোনের ১২৮ জিবি ইন-বিল্ট স্টোরেজ মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ১ টিবি অব্দি বাড়ানো যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য Vivo Y33s স্মার্টফোনটি পাবে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যার সঙ্গে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সাথে থাকবে ফেস আনলক প্রযুক্তি।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন