লঞ্চের আগেই রিটেলার ওয়েবসাইটে Poco X5 Pro ও Poco X5, ডিজাইন সহ স্পেসিফিকেশন ফাঁস

Poco বর্তমানে তাদের X5-সিরিজের অধীনে Poco X5 Pro নামের একটি নতুন স্মার্টফোন ভারতীয় বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। যদিও এতদিন নিশ্চিত কোনো লঞ্চের তারিখ প্রকাশ্যে আসেনি। তবে সম্প্রতি একটি প্রমোশনাল ব্যানার ফাঁস হয়েছিল। যেখানে, আগামী ৬ই ফেব্রুয়ারি Poco X5 Pro এদেশে লঞ্চ হবে বলে উল্লেখ ছিল। প্রসঙ্গত, ‘Pro’ মডেলের পাশাপাশি ব্র্যান্ডটি X5-সিরিজের রেগুলার সংস্করণ Poco X5 -কেও বাজারে নিয়ে আসবে বলে জানা গেছে। আর এখন Poco X5 সিরিজের লঞ্চের প্রায় ২ সপ্তাহ আগেই Poco X5 এবং Poco X5 Pro ফোন-দ্বয়কে একটি ইউরোপীয় রিটেলার ওয়েবসাইটে উপস্থিত হতে দেখা গেল।

Poco X5 ও Poco X5 Pro স্মার্টফোনকে দেখা গেল একটি ইউরোপীয় রিটেল ওয়েবসাইটে

পোকো এক্স৫ এবং পোকো এক্স৫ প্রো স্মার্টফোন দুটিকে সম্প্রতি ‘সিটিটেল’ (CityTel) নামক একটি বুলগেরিয়ান রিটেলার ওয়েবসাইটে তালিকাভুক্ত হতে দেখা গেছে। যার দৌলতে, পোকো এক্স৫ সিরিজের অধীনে আসন্ন উভয় মডেলের ডিজাইন এবং সম্ভাব্য স্পেসিফিকেশনের ধারণা পাওয়া গিয়েছে। চলুন পোকো এক্স৫ লাইনআপের এই লেটেস্ট ফোনগুলির ডিজাইন ও ফিচার সম্পর্কে কি কি তথ্য সামনে এল জেনে নেওয়া যাক।

Poco X5 Pro এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

পোকো এক্স৫ প্রো স্মার্টফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং কর্নিং গরিলা গ্লাস ৫ প্রটেকশন সহ ৬.৬৭-ইঞ্চির ফুল এইচডি প্লাস (১০৮০×২৪০০ পিক্সেল) AMOLED ডিসপ্লে দেওয়া হবে। ফাস্ট পারফরম্যান্সের জন্য এতে অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর এবং অ্যাড্রেন ৬৪২এল গ্রাফিক্স থাকতে পারে। আবার পাওয়ার ব্যাকআপের জন্য হয়তো ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হবে।

লিস্টিং অনুসারে, Poco X5 Pro ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে আসবে। এই ক্যামেরাগুলি – ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি শ্যুটার, ৮ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল সেন্সর হতে পারে। অন্যদিকে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য হ্যান্ডসেটে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং শুটার মিলবে। এক্স-সিরিজের এই আসন্ন মডেলের পরিমাপ ১৬২.১×৭৬×৭.৯ মিমি এবং ওজন ১৮১ গ্রাম হবে। ডিভাইসটি IP68 রেটিং প্রাপ্ত হবে এবং ইয়ালো, ব্ল্যাক ও ব্লু কালার অপশনে আসতে পারে।

Poco X5 এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

পোকো এক্স৫ সিরিজের স্ট্যান্ডার্ড মডেলে ৬.৬৭-ইঞ্চির ফুল এইচডি প্লাস (১০৮০×২৪০০ পিক্সেল) AMOLED ডিসপ্লে দেখা যাবে। এই ডিসপ্লে কর্নিং গরিলা গ্লাস ৩ দ্বারা সুরক্ষিত থাকবে এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করবে। আবার পারফরম্যান্সের জন্য হ্যান্ডসেটটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর সহ আসতে পারে। এটি ৬ জিবি র‌্যাম অফার করবে। আর পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে সম্ভবত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হবে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করবে।

Poco X5 স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এই ক্যামেরাগুলি – ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি শ্যুটার, ৮ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল সেন্সর হতে পারে। ডিভাইসের সামনে ১৩ মেগাপিক্সেলের সেলফি শুটার পাওয়া যেতে পারে। রিটেলার ওয়েবসাইটটির লিস্টিং অনুসারে, হ্যান্ডসেটটির পরিমাপ ১৬৫.৮×৭৬.২×৭.৯৮ মিমি এবং ওজন ১৮৯ গ্রাম হবে। এটি IP54 রেটিং সহ আসবে, যা ধুলো এবং স্প্ল্যাশ প্রতিরোধী। Poco X5 স্মার্টফোনকে – গ্রীন, ব্লু এবং ব্ল্যাক কালের ভ্যারিয়েন্টে পাওয়া যাবে বলে জানা যাচ্ছে।